ওয়েবমাস্টার ভাইয়েরা একটু হেল্পান।খুব জরুরী।
আমি একটি ব্লগিং সাইট তৈরী করতে চাই। কিন্তু হোস্টিং কোনটা নেব, বুঝতে পারছি না। আমি এখন চাচ্ছি মোটামোটি একটি হোস্টিং প্যাকেজ নিতে, আর যখন সাইট টি পপুলার হবে তখন এডভ্যান্স প্ল্যান নেব। হোস্টিং কোম্পানী মানে সাইট বাংলাদেশী হলে ভালো হয়। তবে, হোস্টিং টা আপটাইম কিন্তু ভাল দিতে হবে। আর দাম একটু কম হলে ভাল হয়। আর আমি চাচ্ছি ১ জিবি থেকে বেশি ডিস্ক স্পেস। আর ব্যান্ডওয়িথ যেন বেশি হয়। আর সাব ডোমেইন যেন বেশি পাওয়া যায়। আর ই-মেইল ও বেশি পাওয়া যায়। আর পেমেন্ট মেথডটা বিকাশ হলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার গ্রীণ হোস্টিং আর itsourcebd.com ভালো লাগসে। এইগুলা সম্পর্কে আপনাদের কারো কোন টিউমেন্ট থাকলে বলতে পারেন।
আর টিটি তো ক্লাউড এ হোস্ট হইসে codero তে। তাইলে এটা মাঝে মাঝে এত সমস্যা করে কেন???
মাঝে মাঝে লোড নেয় না। আমার সাইটের ও কি এরকম হবে???
আসলে এটা নিয়া আমি খুব চিন্তিত। আশা করি এখনো টিটি তে ভালো ওয়েবসাইট ডেভেলপার আছেন যারা এইগুলা নিয়ে অভিজ্ঞ। আর অত্যন্ত সাহায্য পরায়ণ।
সবাইকে জানাই রমজান মাসের শুভেচ্ছা।
আশা করি ভালো থাকবেন। আর এরকম হেল্প টিউনের সাড়া দিয়ে মানবিক কাজটা করবেন আশা করি। কেননা বলাই আছে মানুষ মানুষের জন্য।
আসলে শেষের কথা গুলা এমনিতেই বললাম, কেননা টিটি তে ২০০ শব্দ ছাড়া টিউন হয় না।
ভুল হলে ক্ষমা প্রার্থী।
আমি দেবব্রত ধর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি আমাদের start প্যাকেজ ( ১.৫ জিবি স্পেস ও ১৫ জিবি প্রিমিয়াম ব্যান্ডউইথ ) নিতে পারেন । আমরা হোস্টিং প্যাকেজ এর সাথে দিচ্ছি আনলিমিটেড ফিচারস আর এই প্যাকেজ এর মুল্য হবে ১১৯৯ টাকা এক বছরের জন্য । আমরা বিকাশে পেমেন্ট নিয়ে থাকি । এছাড়া আপনি আমাদের শেয়াড প্যাকেজ গুলো চেক করতে পারেন – http://netcone.com/shared-hosting.php