শুরুতেই সবাই কে সালাম ও আগাম ঈদ মোবারাক।এই পবিত্র রমজান মাসে আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আমরা online –এ, কি করে favicon generator ক্রব।তার আগে জানিয়ে নেই favicon কি?
Favicon হলঃ- আমরা কোনো website-এ ডুকার Browser এর tab-এ যে লোগো বা আইকন টি দেখা যায় সেটি হল favicon।
আমাদের মধ্যে অনেকেরি website কিংবা blog আছে।favicon এর এক টি নির্দিষ্ট আকার বা size রয়েছি এগুলো হল 16x16, 25x25 এবং 32x32।কিন্তু আমারা তোঁ সবাই গ্রাফি্কস ডিজাইন বা photoshop এর কাজ পারি না।তাহলে আমরা এ টি তৈরি করব কি করে?
এখন আমাদের সাহায্য করবে ইন্টারনেট। তাহলে চলুন তৈরি করে ফেলা যাক favicon।
১.প্রথমে আপনি http://www.favicon.co.uk এই site টি তে যান।
২.Choose file এ click করে আপনার পছন্দ মতো ছবি upload করুন।
৩. Favicon Size এ 32x32 রাখুন।
৪. Generator favicon -এ click করুন।
৫. Download Your Favicon Here থেকে আপনার favicon টি Download করুন।
এবার এটি আপনার website এ ব্যবহার করতে পারেন।
আশা করি সব বুঝতে পেরেছেন। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।আমি আছি facebook এ link
আমার ব্লগ http://www.mrcspace.blogspot.com চাইলে ঘুরে আসতে পারেন।
টিউন টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমি মার্যিউর রহমান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, প্রিয়তে রাখলাম, পরে প্রয়োজন হতে পারে