ফ্রী তে নিয়ে নিন .PARTY .SCIENCE .WEBCAM এই তিন ধরনের ডোমেইন।

সবাইকে সালাম জানিয়ে আজকে আমার ২য়  টিউন শুরু করছি।

অনেকেরই ওয়েবসাইট আছে কিন্তু মনের মতো ডোমেইন পাচ্ছেন না, তারা চাইলে নিচের নিয়ম অনুসারে ফ্রী তেই কিছু ডোমেইন নিয়ে নিতে পারেন

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিচের তিন রকমের ডোমেইন ১ বছরের জন্য ফ্রী নেওয়া যায়।

যারা জানেন না তাদের জন্যই মুলত এই টিউন টি করলাম।

১) .SCIENCE

২) .PARTY

৩) .WEBCAM

ডোমেইন তিনটিই paid ডোমেইন, কিন্তু  একটু বুদ্ধি খাটালেই ফ্রী তেই পেতে পারি। ফ্রী তে পাওয়ার জন্য আমাদের একটি কুপন কোড ব্যবহার করতে হবে আর সেইটা হচ্ছে " SUMMER "  এই কুপন ব্যবহারের মাধ্যমে আপনাকে আর টাকা পে করতে হবে না।

চলুন দেখা যাক কিভাবে শুরু করবেন, প্রথমে এইখানে   ঢুকুন, ফাঁকা বক্স এ নিজের ইচ্ছা মতো নাম লিখে go বাঁটনে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রীনসট এর মতো করতে থাকুন, আশা করি বুঝতে পারবেন।

১.

২.

৩.

৪.

৫.

৬. তারপর confirm order এ ক্লিক করে আপনার ফ্রী ডোমেইন এর কন্ট্রোল প্যানেল এ প্রবেশ করুন। তারপর সেইখান থেকে domain forwarding অপশন থেকে আপনার পূর্বের সাইট এ নতুন ডোমেইন টি রিডাইরেক্ট করাতে পারবেন,  আর ভালো ভাবে বুঝতে চাইলে এই ভিডিও টা দেখে নিতে পারেন। youtube এর ভিডিও টিউন এ দিতে না পারার জন্য লিঙ্ক দিয়ে দিলাম। কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।

টিউন লিখতে কোন ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ

Level 2

আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

renew korbo kivabe.

কিভাবে ডোমেইনটি রিডাইরেকটিভ করবো। জানালে উপকৃত হতাম। ধন্যবাদ

    কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন forwarding অপশন থেকে আপনি করতে পারবেন

.science দিয়া একটা Domain নিতে গিয়েছিলাম কিন্তু ফ্রী তো হচ্ছে না!

ভাই, এই কুপন কোড এখন আর কাজ করে না