আসসালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। সবাই কে পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকের টিউনটি বেশি গুরুত্বপূর্ণ যারা ওয়েব সাইট ডেভেলপ বা ডিজাইন করে থাকেন। তবে এখন কথা হল মানুষ সব সময় সহজ ভাবে যেকোনো কাজের সমাধান করতে চায়। এটা মানুষের জন্মগত দোষ বা অভ্যাস যাই বলেন। আজ আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার দিতে যাচ্ছি যেটা আপনার কোডিং সময়টাকে ১ সেকেন্ড হলেও কমাবে। আর আমরা যা ব্যস্ত !!!!! তাতে ১ সেকেন্ড সময় বাঁচা মানে অনেক কিছু। যায় হোক অনেক ক্যাচাল করলাম এবার কাজের কথায় আসি। আপনারা নিশ্চয় Blumentals Easy Button & Menu Maker এর নাম শুনেছেন। চাইলে লিংকের উপরে ক্লিক করে দেখে আসতে পারেন আমি আসলে কিসের কথা বলছি। এটা সম্ভবত বিশ্বের সব থেকে ভাল CSS Menu Maker And Button Maker। তবে আমার কাছে DTML-Menu Maker টা অনেক ভাল মনে হয় (এটা নিয়ে সামনে টিউন করার ইচ্ছা আছে)। Blumentals Easy Button & Menu Maker এর সুবিধা গুলো বলে বোঝানো যাবে না তারপরও আমি Highlighted Feature গুলো আপনাদের কাছে তুলে ধরছি। বিশদ ভাবে জানতে আপনি লিংকের উপর ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারেন। সফটওয়্যার টির বাজার মূল্য মাত্র $২৯.৯৫ টাকা থুক্কু ডলার।
১। ভিজুয়াল ড্রাগ অ্যান্ড ড্রপ মেনু তৈরি করতে পারবেন।
২।Html এ কোড লিখে আবার Css দিয়ে ডিজাইন করতে অনেক বেশি সময় লাগে কিন্তু এই সফটওয়্যার টিতে ড্রাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে অটোমেটিক HTML and CSS Generate হয়ে যায়।
৩।Javascript বাদে আপনি অসাধারণ বাটন বা মেনু তৈরি করতে পারবেন।
৪। অনেক অনেক টেমপ্লেট পাবেন যা আপনার কাজকে আরও বেশি অল্প সময় এ শেষ করতে সাহায্য করবে।
৫।অল্প কষ্টে আর সময়ে বিশ্ব মানের কাজ করতে পারবেন।
৬।আপনার Coding গুলো Light Weight হবে যা সাইট কে দ্রুত লোড হতে সাহায্য করবে।
৭।হাজার হাজার আইকন পাবেন যা আপনি আপনার মেনু বা বাটন এ ব্যবহার করতে পারবেন কিন্তু তারপরও আপনার সাইট দেরীতে লোড হবে না। (এটাই বড় ম্যাজিক)
সাইজ মাত্র ২৩.২১ এম বি।
দেখে নেওয়া যাক কিছু স্ক্রীন শটঃ
প্রথমে সফটওয়্যার টা ইন্সটল দিবেন। তারপর রান করুন। keygen.exe রান করে License key Generate করুন। License key থেকে পাওয়া কোড দিয়ে ফুল ভার্শন করুন। অবশ্যয় Registration এর সময় ইন্টারনেট সংযোগ অফ রাখবেন। ব্যাস হয়ে গেল সফটওয়্যার টি আপনার।
আজকের মত এখানেই শেষ আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।। আর যদি খুব খারাপ টিউন মনে হয় তাহলে সবার সামনে নাজেহাল না করে Facebook অথবা Twitter এ ম্যাসেজ দিয়েন আমি সাবধান হয়ে যাব।
চাইলে আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন
ফেইসবুক এ আমি
টুইটার এ আমি
আমি হুমায়ূন কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek thnx ……… eto sundor ekta software share korar jonno, DHTML menu etaw onek valo, kintu full version nei, asa kori nxt kono tune e share korben, again tx 🙂