আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা'আলার অশেষ কৃপায় ভাল আছেন? আমি আলহামদুলিল্লাহ্ ভাল আছি ।
আজ আমি স্টাইলশীট ব্যবহার করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো । সিএসএস এর স্টাইলশীট এইচটিএমএল এ ব্যবহার করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে । এ তিনটি পদ্ধতি হচ্ছেঃ
এসব পদ্ধতিতে মূলত এইচটিএমএল ডকুমেন্ট এর সাথে সিএসএস এর মাধ্যমে তৈরিকৃত স্টাইলশীট জুড়ে দেওয়া হয় । এখন আমরা এসব পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো;
এইচটিএমএল এ যখন (<head>…</head>) এর ভিতরে (<style>…</style>) ট্যাগ এর মাধ্যমে সিএসএস স্টাইল ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল স্টাইলশীট । এই পদ্ধতিতে এইচটিএমএল & সিএসএস কোডসমূহ একই সাথে থাকে । অর্থাৎ, সিএসএস এর জন্য আলাদা কোন ফাইল ব্যবহার করা হয় না । আরও ভালোভাবে বুঝতে নিচের কোডটুকু লক্ষ্য করুনঃ
<html> <head> <title> This is Example of Internal Stylesheet </title> <style> p {color: white; } body {background-color: black; } </style> </head> <body> <p> CSS Stands for Cascading Style Sheets </p> </body> </html>
উপরের কোডটুকু একটি নোটপ্যাড এ লিখে Internal.html লিখে সেভ করে যেকোনো একটি ব্রাউজারে ফাইলটি প্রদর্শন করুন ।
এক্সটারনাল স্টাইলশীট পদ্ধতিতে এইচটিএমএল & সিএসএস কোডসমূহ আলাদা থাকে । এই পদ্ধতিতে সিএসএস ফাইল আলাদা তৈরি করা হয় । অতঃপর (<head>…</head>) এর ভিতরে (<link/>) ট্যাগ এর মাধ্যমে এইচটিএমএল এ সিএসএস স্টাইলশীট জুড়ে দেওয়া হয় । আরও ভালোভাবে বুঝতে নিচের কোডটুকু লক্ষ্য করুনঃ
প্রথমে আমাদের একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে । এজন্য নিচের কোডটুকু লিখে slyle.css নামে সেভ করুন;
body{ background-color: black;} p { color: red; }
এবার আমরা সিএসএস এর মাধ্যমে যে স্টাইলশীট তৈরি করলাম তা এইচটিএমএল ফাইলের সাথে যুক্ত করবো । এজন্য আমাদের একটি এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে । এজন্য নিচের কোডটুকু লিখে index.html নামে সেভ করুন;
<html> <head> <title> This is Example of External Stylesheet </title> <link href="style.css" rel="stylesheet" type="text/css"/> </head> <body> <p> CSS Stands for Cascading Style Sheets </p> </body> </html>
এবার সেভ করা এইচটিএমএল ফাইলটি যেকোনো একটি ব্রাউজারে ফাইলটি প্রদর্শন করুন ।
*ওয়েবসাইট প্রস্তুত করার জন্য এক্সটারনাল স্টাইলশীট ব্যবহার করাই শ্রেয় । এতে, সাইটের ডিজাইন নিয়ন্ত্রন করতে সুবিধা হয় ।
ইনলাইন স্টাইলশীট পদ্ধতিতে এইচটিএমএল ট্যাগের সাথে (<style>….</style>) অ্যাট্রিবিউটের মাধ্যমে ডিজাইন নির্ধারণ করা হয় । এই পদ্ধতিতে এইচটিএমএল এর প্রতিটি ট্যাগের সাথে স্টাইল নির্ধারণ করা হয় । ইনলাইন স্টাইলশীট এর ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী এর পরিবর্তে উদ্ধতি চিহ্ন (“”) ব্যবহার করা হয় ।
আরও ভালোভাবে বুঝতে নিচের কোডগুলো লক্ষ্য করুনঃ
<html> <head> <title> This is Example of Internal Stylesheet </title> </head> <body> <p style="background: black; color: red;"> CSS Stands for Cascading Style Sheets </p> </body> </html>
*অন্যান্য স্টাইলশীট অপেক্ষা ইনলাইন স্টাইলশীট বেশি শক্তিশালী । এইচটিএমএল এ অন্যান্য পদ্ধতিতে স্টাইলশীট (ইন্টারনাল, এক্সটারনাল) প্রয়োগ করা থাকলেও সেখানে ইনলাইন স্টাইলশীট ব্যবহার করলে ইনলাইন স্টাইলশীট-ই প্রয়োগ হবে । অর্থাৎ, ইনলাইন স্টাইলশীট অন্যান্য স্টাইলশীটকে অভাররাইট (Override) করতে পারে । তবে, এটা বেশি ব্যবহার করা উচিত নয় । বিশেষক্ষেত্রে, এ স্টাইলশীট ব্যবহার করা যেতে পারে ।
আশা করি বুঝতে পেরেছেন । বুঝতে না পারলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন । আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো । পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই পাবেন - ইনশাল্লাহ্ ।
ভাল থাকবেন সবাই । আল্লাহ্ হাফেজ ।
আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন ।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, স্প্যামিং করবেন না ।