সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।
আমরা যারা নতুন ব্লগিং শুরু করি, তাদের মধ্যে অনেকেই জানেনা যে,
১.গুগুল ফিডবার্নার কি?
২.এটি খায়, নাকি মাথায় দেয়?
৩.যারা এইসব প্রশ্নের মাঝে হাবু-ডুবু খাচ্ছেন, তাদের জন্যই আমার আজকের এই পোস্ট...
গুগল ফিডবার্নার কি?
এটি আপনার ব্লগস্পট সাইটে কেনো অতীব প্রয়োজন?
সাথে থাকছে ফিডবার্নার ব্যাবহার করে, ব্লগস্পট সাইটে সুন্দর একটি "মেইল সাবক্রাইব বক্স" বসানোর নিয়ম।
#ফিডবার্নার কি?
এটা মূলত ডাটা ম্যানেজমেন্ট টুলস্।এটাকে নিউজ ফিডও বলা হয়ে থাকে।এটি ব্যাবহারকারিদের আপডেট কন্টেন্ট প্রদানের জন্য একটি ডাটা ফরম্যাট।এতে আপডেট ডাটাগুলো সংরক্ষিত থাকে।
#এটি আপনার ব্লগস্পট সাইটে কেনো অতীব প্রয়োজন?
যেহেতু ফিডবার্নার এ আপডেট ডাটাগুলো সংরক্ষিত থাকে, তাই এটি ব্যাবহার করে আপনি আপনার সাইটের জন্য সাইটম্যাপ তৈরি করতে পারেন।যার মাধ্যমে ইউজারগন খুব সহজেই আপনার সাইটের কন্টেন্টগুলো খুজে বের করতে পারে।এছাড়া এটি আপনার সাইটের সব আর্টিকেল সহজেই গুগলের কাছু তুলে ধরতে পারে।
ফিডবার্নার ব্যাবহার করে আপনি খুব সহজেই "মেইল সাবক্রাইব বক্স" যোগ করতে পারেন আপনার সাইটে। যার ফলে সাবক্রাইবাররা আপনার সবগুলো আর্টিকেলের আপডেট পাবে তাদের ই-মেইলে। আর এটা নিঃসন্দেহে আপনার সাইটের ইউজার বাড়াতে অনেক সহায়ক।
এবার উপরের চিত্রের মতো Active এ ক্লিক করুন।
সৌজন্যেঃ ফালতুসাইট.নেট
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A man who listens to his heart.
কাজের জিনিস ভাই