ব্লগস্পটে Facebook Comment box যুক্ত করতে অনেক টিউন দেখলেন,পরে পেলেন হতাশা ? তাহলে এই টিউন টি আপনার জন্য

আসসালামু আলাইকুম,আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়ায় ভাল আছি,মূল কথায় আসি,আসলে ব্লগস্পটে ফেইসবুক টিউমেন্ট বক্স এড করার জন্য গুগলে সার্চ করে দেখলাম,হাজার হাজার টিউন,তবে একটি টিউন ও আমার ভাল লাগার মত চোঁখে পড়েনি,আবার দেখলাম বেশি ভাগ টিউনে ফেইসবুক টিউমেন্ট বক্স এড করার কিছু কোড শেয়ার করেছে,ঐ কোড এর মাঝখানে লিখা থাকে YOUR-FB-APP-ID কিন্তু অনেকে FB-APP-ID কি চিনেন না,ফলে আর টিউন টি কাজে লাগেনা,আমার আজকের টিউন টি একদম সহজ ভাবে তুলে ধরেছি,আপনাদের জন্য,চলুন টিউন টি কাজে লাগাই,শুরু করি ফেইসবুক টিউমেন্ট বক্স ব্লগে এড করার কাজ

প্রথমে আপনার ফেইসবুকে লগিন করুন
তার পর এই লিস্কস এ যান নিচের মত আসবে

উপরের ছবির মত My Apps হতে ড্রপডাউন এ গিয়ে Add a new App এ ক্লিক করলে নিচের মত আসবে
উপরের ছবির মত WWW লগুতে ক্লিক করলে নিচের মত আসবে
উপরের ছবির মত একটি খালি জায়গা আসবে ঐ খানে কিছু লিখুন আমি AlamCox লিখেছি,লিখার পরে নিচের মত হবে
উপরের ছবির মত Create New Facebook App ID বাটনে ত ক্লিক করলে নিচের মত আসবে

উপরের ছবির মত Category হিসাবে Business সিলেক্ট করে Create App ID বাটন ক্লিক করলে নিচের মত আসবে
(১)  উপরের ছবির মত উপরের javaScript কোড গুলো কপি করে আপনার ব্লগের টেমপ্লেটের Edit HTML সেকশনে গিয়ে <body> এর পরে অথবা </body> আগে পেষ্ট করুন
(২) তার পর আপনার ব্লগের টেমপ্লেটের <b:include data='post' name='post'/> খোঁজ করুন এই লাইন এর পরে  নিচের কোড গুলো Copy করে পেষ্ট করুন

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='fb-root'/>
<script>(function(d){
var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
js = d.createElement('script'); js.id = id; js.async = true;
js.src = &quot;//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&quot;;
d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<div style='margin: 20px 0 0 0;background:white;border:1px solid silver;'><fb:comments colorscheme='light' data-version='v2.3' expr:href='data:post.canonicalUrl' expr:title='data:post.title' expr:xid='data:post.id' width='100%'/></div>
</b:if>

এরপর টেমপ্লেট সেভ করুন,দেখুন কত সুন্দর ভাবে টিউমেন্ট বক্স এড হয়ে গেছে উপকৃত হলে টিউমেন্ট করতে ভুলবেন না

Level 0

আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    ভাই নাজমুল সাগর ধন্যবাদ আপনার মন্তব্য দেওয়ার জন্য ভাল তাকবেন

কাজ হয় নি… বরং এই কোড দেওয়ার পর পোস্টের ভেতর কোন লেখাই শো করছিল না…। 🙁

    Level 0

    ভাই টিউনার সাকিব আপনার কথাতে আমি একমত এতে পারলাম না,কেন না এভাবে আমিও এড করেছি আমার ব্লগে,এবং এভাবে আমি অনেক ব্লগে এড ও করে দিয়েছি,দয়া করে আবার একটু ট্রাই করুন,নতুবা আমার ফ্যানপেজ এ যোগাযোগ করুন আমি স্কিনসট দিয়ে সহযোগিতা করব

Tnx a lot broo … Amar Hoise … http://www.bdpricelists.blogspot.com ai web site e set kore si .. hissee.. tnx a lot bro ..good Job

Level 0

খুঁশি হলাম ভাইয়া @মেহেদী হাসান জয়,একজন টিউনার ঠিক তখন আনন্দ পায়,যখন তাহার টিউন দ্বারা কেউ উপকৃত হয়,আর একজন টিউনার ঠিক তখন কষ্ট পায়,যখন কেউ তাহার টিউন কাজে লাগাতে গিয়ে ব্যার্থ হয়,আপনাকে ধন্যবাদ আনন্দ ভাগাভাগি করার জন্য