সবাইকে সালাম জানিয়ে শুরু করছি ব্লগ তৈরির ধারাবাহিক টিউটোরিয়ালের ২য় পর্ব। blogger এর মাধ্যমে ব্লগ তৈরির প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি, কিভাবে জিমেইল একাউন্ট দিয়ে একটি ব্লগ তৈরি করতে হয়। এবং ব্লগের মধ্যে টিউন করার নিয়ম। আশা করি আপনারা সবাই প্রথম পর্ব দেখেছেন। এবং নিজের একটি ব্লগ তৈরি করে ফেলেছেন।প্রিয় ভিজিটর এই হচ্ছে blog তৈরির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের ২য় পর্ব। এই পর্ব আমি আপনাদের দেখাব কিভাবে blogger এর ডিফল্ট ট্যামপ্লেট customize করতে হয়। এবং কিভাবে ব্লগ এর মধ্যে একটি কাষ্টম টেমপ্লেট সেটাপ করতে হয়। অর্থাৎ নিজের তৈরি করা ট্যামপ্লেট আপনি ব্লগের মধ্যে কিভাবে সেটাপ করবেন।
তো চলুন শুরু করি, প্রথমে ব্লগের ড্যাশবোর্ড থেকে ট্যামপ্লেট এ প্রবেশ করি। এখানে অনেক টেমিপ্লেট রয়েছে যেকোন একটি ট্যামপ্লেট সিলেক্ট করুন apply তে ক্লিক করুন।
Ø তারপর customize এর মধ্যে ক্লিক করুন। এখন আমরা টেম্পলেট কাষ্টমাইজ করব। প্রথমে যেই টুলস রয়েছে তার নাম হচ্ছে Templat আমরা এখান থেকে ও ট্যামপ্লেট সিলেক্ট করতে পারব।
Ø তারপর যেই টুলস রয়েছে background এখান থেকে আমরা ব্লগ এর ব্যাকরাউন্ড কাস্টমাইজ করতে পারব।
Ø তারপর যেই টুলস রয়েছে adjust width এখান থেকে আমরা ব্লগ এর ব্লগ এর width কাষ্টমাইজ করতে পারব।
Ø তারপর যা রয়েছে তাহচ্ছে লে-আউট এখান থেকে আমরা ব্লগ এর লে-আউট কাষ্টমাইজ করতে পারব।
Ø এর পর ব্লগ এর যেই টুলস রয়েছে তা হলো advanced. প্রিয় ভিজিটর উপরের এই সব কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল.
আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks..