Bootstrap basic টিউটোরিয়াল -যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের কাজে লাগবে। পার্ট ১

প্রথমে বলে নেওয়া ভাল, এটি একটি সিরিজ টিউটোরিয়াল । আজকে প্রথম পার্ট দিলাম। তবে সিরিজের সব টিউটোরিয়াল কমপ্লিট হয়ে গেছে । আপনারা চাইল ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলো দেখতে পারবেন ।

Bootstrap সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না । বর্তমানে যারা ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপিং এ কাজ করেন তারা তো এর সম্পর্কে অনেক ভাল জানেন । আর যারা নতুন শিখতে চাইছেন তারাও bootstrap এর নাম অবশ্যই শুনেছেন আমার মনে হয় ।

আর যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি, bootstrap হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রীয় এবং কার্যকরী html, css, এবং JavaScript framework । বর্তমান মোবাইলের যুগে ওয়েব সাইট ডিজাইন বা ডেভেলপ করতে সবার আগে মোবাইলের কথা চিন্তা করতে হয় । আর এ কারনে bootstrap এর মত একটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা থাকাটা খুব জরুরী যদি আপনি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান ।
এই ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দ্রুত ডিজাইন । টুইটার বুটস্ট্রাপ ব্যবহার করে আপনি যেকোনো ওয়েবসাইট দ্রুত ডিজাইন করে ফেলতে পারেন । টুইটার বুটস্ট্রাপ এর মাধ্যমে যেই টেম্পলেট ১ ঘণ্টায় ডিজাইন করতে পারবেন, সেই টেম্পলেট এ টুইটার বুটস্ট্রাপ ব্যবহার না করলে প্রায় ৩-৪ ঘণ্টা সময় লাগবে । একটা কথা ভেবে দেখুন, আমরা যখন ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করি তখন মেনু তৈরি করার জন্য আমাদের বেশকিছু সিএসএস কোড লিখতে হয় । আর টুইটার বুটস্ট্রাপ ব্যবহার করলে আপনি শুধু একটি এইচটিএমএল ক্লাস যোগ করলেই মেনু তৈরি হয়ে যাবে! সুতরাং, টুইটার বুটস্ট্রাপ ব্যবহারের মাধ্যমে আপনি দ্রুত ওয়েবসাইট ডিজাইন করে সময় বাঁচাতে পারেন ।

আর হ্যা এই ফ্রেমওয়ার্ক টি সম্পূর্ণ ফ্রি তাই নো চিন্তা ।

আমার বেশি কথা বলার অভ্যেস নেই, তাই অনেক কথা গুছিয়ে বলতে পারিনা । ভূল ত্রুটির জন্যা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি ।

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আমরা আপনাদের সাথে আছি

tx, apnar youtube channel er link den

that’s very attractive boss. carry on. it helps web designer.

Level 0

Pura tutorial ta dyen shathay acci