প্রথমে বলে নেওয়া ভাল, এটি একটি সিরিজ টিউটোরিয়াল । আজকে প্রথম পার্ট দিলাম। তবে সিরিজের সব টিউটোরিয়াল কমপ্লিট হয়ে গেছে । আপনারা চাইল ইউটিউব চ্যানেলে গিয়ে সবগুলো দেখতে পারবেন ।
Bootstrap সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না । বর্তমানে যারা ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপিং এ কাজ করেন তারা তো এর সম্পর্কে অনেক ভাল জানেন । আর যারা নতুন শিখতে চাইছেন তারাও bootstrap এর নাম অবশ্যই শুনেছেন আমার মনে হয় ।
আর যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি, bootstrap হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রীয় এবং কার্যকরী html, css, এবং JavaScript framework । বর্তমান মোবাইলের যুগে ওয়েব সাইট ডিজাইন বা ডেভেলপ করতে সবার আগে মোবাইলের কথা চিন্তা করতে হয় । আর এ কারনে bootstrap এর মত একটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা থাকাটা খুব জরুরী যদি আপনি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান ।
এই ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দ্রুত ডিজাইন । টুইটার বুটস্ট্রাপ ব্যবহার করে আপনি যেকোনো ওয়েবসাইট দ্রুত ডিজাইন করে ফেলতে পারেন । টুইটার বুটস্ট্রাপ এর মাধ্যমে যেই টেম্পলেট ১ ঘণ্টায় ডিজাইন করতে পারবেন, সেই টেম্পলেট এ টুইটার বুটস্ট্রাপ ব্যবহার না করলে প্রায় ৩-৪ ঘণ্টা সময় লাগবে । একটা কথা ভেবে দেখুন, আমরা যখন ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করি তখন মেনু তৈরি করার জন্য আমাদের বেশকিছু সিএসএস কোড লিখতে হয় । আর টুইটার বুটস্ট্রাপ ব্যবহার করলে আপনি শুধু একটি এইচটিএমএল ক্লাস যোগ করলেই মেনু তৈরি হয়ে যাবে! সুতরাং, টুইটার বুটস্ট্রাপ ব্যবহারের মাধ্যমে আপনি দ্রুত ওয়েবসাইট ডিজাইন করে সময় বাঁচাতে পারেন ।
আর হ্যা এই ফ্রেমওয়ার্ক টি সম্পূর্ণ ফ্রি তাই নো চিন্তা ।
আমার বেশি কথা বলার অভ্যেস নেই, তাই অনেক কথা গুছিয়ে বলতে পারিনা । ভূল ত্রুটির জন্যা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি ।
আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আমরা আপনাদের সাথে আছি