কিভাবে সংরক্ষন করবেন আপনার ওয়েবের ডাটা গুলো একটি ওয়েব সার্ভারে?[রুট ফোল্ডারে]

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বিশেষ করে যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন অথবা যাদের আছে একটি  ওয়েব সাইট বা হতে চাচ্ছেন একটি ওয়েব সাইটের মালিক তাদের সাথে একটি অতিব প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব ইন শা আল্লহ।

নবীন বন্ধুরা আমরা যারা ওয়েব সাইট নিয়ে কাজ করব তাদের সকলেরই প্রয়োজন হবে আমাদের ওয়েবের ডাটা গুলো একটি সার্ভারে সংরক্ষন করে রাখার। কেননা যদি আমরা এটি না করি তাহলে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েব সাইট টাকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবনা।

কিভাবে সংরক্ষন করবেন আপনার ওয়েবের ডাটা গুলো একটি ওয়েব সার্ভারে?

এই কাজটি করার জন্য আপনার থাকা লাগবে একটি ডোমেইন নেম, প্রয়োজন হবে আপনার ওয়েবের ডাটা গুলো সংরক্ষন করে রাখার জন্য একটি ওয়েব সার্ভার, যেখানে থাকবে আপনার ডাটা রাখার মত যথেষ্ট পরিমাণ জায়গা। যেটা পাবেন আপনি বিভিন্ন হোস্টিং কোম্পানীর কাছে। তারপর?

এবার আপনার ওয়েবের ডাটাগুলো ওয়েব সার্ভারে রাখার জন্য কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে আপনি এখান থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন। তারপরে সেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনষ্টল করুন। এবার আগে চেক করে নিন আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কি না, না থাকলে ইন্টারনেট কানেক্ট করে নিন। তারপরে ঐ সফটওয়্যারটি ওপেন করুন। এখন কিছুক্ষন অপেক্ষা করুন, তারপরে  Connect লেখা আসলে Connect এ ক্লিক করুন। তারপরে যে অপশনটি আসবে সেখানে  Host Address এর ঘরে আপনার ওয়েব সাইট এর ডোমেইন নেমটি লিখে Next বাটনে ক্লিক করুন

cuteftpতারপরে যে অপশনটি আসবে সেখানে User name এর ঘরে আপনার হোস্টিং কোম্পানী থেকে আপনাকে ওয়েব সাইটের Cpanel এর জন্য যে ইউজার নেমটি দিয়েছে তা লিখুন এবং Password এর ঘরে আপনাকে যে পাসওয়ার্ড টি দিয়েছে তা লিখে Next বাটনে ক্লিক করুন।

cuteftpতারপরে আবার Next বাটনে ক্লিক করুন। তারপরে Finish বাটনে ক্লিক করুন।

এবার যে অপশনটি এসেছে সেখান থেকে Public_html ফোল্ডারে ক্লিক করুন। আর এটি হচ্ছে আমাদের ওয়েব সাইটের রুট ফোল্ডার।

cuteftpতারপরে যে জায়গাটি দেখা যাবে সেখানেই আমাদের ওয়েবের সকল ডাটা আপলোড করতে হবে।

কিভাবে আপলোড করবেন আপনার ওয়েবের ডাটা রুট ফোল্ডারে?

ডাটা আপলোড করার জন্য বাম পাশে দেখুন Local Drivers আছে সেখানে ক্লিক করে আপনার কম্পিউটারের যেখানে ডাটাগুলো আছে সেখানে যান। তারপরে আপনার ডাটা গুলো ধরে ডান পাশের Public_html ফোল্ডারে ছেড়ে দিন। কিছুক্ষন অপেক্ষা করুন, তারপরে আপনার ওয়েব এড্রেসটি একবার রিলোড দিন কেহুন আপনার সকল ডাটা ঐ খানে দেখা যাচ্ছে।

আশা করছি সকলেই বুঝতে পেরেছেন তারপরও যদি কেও বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।

আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম

ফেসবুকে আমি

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এরকম কনো সিস্টেম নাই যে কনো সাইটে আমার সিপেনেলের আইডি ব্যাবহার করে আমি ডাটা ব্যাকআপ রাখতে পারবো

ধন্যবাদ