এবার ব্লগের টাইটেল ছাড়া টিউন শেয়ার করুন ফেসবুকে।

যারা ব্লগস্পট এ নতুন ব্লগ খুলে টিউন শুরু করেছেন তাদের জন্য এই টিউন টি উপকারী হবে। সাধারনত ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য ফেসবুকে বা অন্যান্য সোশাল মিডিয়াতে  টিউন শেয়ার করতে হয়। কিন্তু শেয়ার করা টিউনের প্রথমে ব্লগের টাইটেল থাকে বিধায় এটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিতে ভালো কাজ করেনা। তাই আপনার ব্লগের টাইটেল ছাড়া শেয়ার করা টিউন গুলি SEO Friendly করতে এখনই আপানর ব্লগটিকে পরিবর্তন করে নিন মাত্র কয়েকটি কোডের মাধ্যমে।এছাড়া এর মাধ্যমে আপনার শেয়ার করা টিউন গুলি অনেকটা প্রফেশনাল মনে হবে।

share
প্রথম ধাপঃ-  blogger dashboard থেকে  Template এ গিয়ে HTML এ যান।

দ্বিতীয় ধাপঃ- এর পর Ctrl+F চেপে দিয়ে এই কোড খুজুন <title><data:blog.pageTitle/></title>

তৃতীয় ধাপঃ- এবার উপরের কোডটি নিচের কোড দিয়ে পরিবর্তন করুন।

 

    <b:if cond='data:blog.pageType == "item"'>
    <title><data:blog.pageName/> | <data:blog.title/>      </title>
    <b:else/>
     <title><data:blog.pageTitle/></title> </b:if>
এবার Template টি সেভ করুন। তবে এই পরিবর্তন এর মাধ্যমে আপনি আপনার আগের টিউন গুলিকে ব্লগের টাইটেল ছাড়া টিউন শেয়ার করতে পারবেন না। কোডটি পরিবর্তনের পরে যে টিউন গুলি করবেন সেগুলি  টাইটেল ছাড়া শেয়ার হবে। তবে পুরাতন টিউন গুলিকে যদি আবার নতুন করে টিউন করেন তবে টাইটেল ছাড়া শেয়ার করতে পারবেন।
টিউনটি এখান থেকে অনুবাদ করা।
ভালো থাকবেন সবাই।

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই চমৎকার পোস্ট। এই কোড টা গত সপ্তাহ থেকে ইউজ ও করে আসছিলাম। কিন্তু টেমপ্লেট চ্যাঞ্জ করায় এখন আর রিপ্লেস করলেও হচ্ছে না।