যারা ব্লগস্পট এ নতুন ব্লগ খুলে টিউন শুরু করেছেন তাদের জন্য এই টিউন টি উপকারী হবে। সাধারনত ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য ফেসবুকে বা অন্যান্য সোশাল মিডিয়াতে টিউন শেয়ার করতে হয়। কিন্তু শেয়ার করা টিউনের প্রথমে ব্লগের টাইটেল থাকে বিধায় এটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিতে ভালো কাজ করেনা। তাই আপনার ব্লগের টাইটেল ছাড়া শেয়ার করা টিউন গুলি SEO Friendly করতে এখনই আপানর ব্লগটিকে পরিবর্তন করে নিন মাত্র কয়েকটি কোডের মাধ্যমে।এছাড়া এর মাধ্যমে আপনার শেয়ার করা টিউন গুলি অনেকটা প্রফেশনাল মনে হবে।
প্রথম ধাপঃ- blogger dashboard থেকে Template এ গিয়ে HTML এ যান।
দ্বিতীয় ধাপঃ- এর পর Ctrl+F চেপে দিয়ে এই কোড খুজুন <title><data:blog.pageTitle/></title>
তৃতীয় ধাপঃ- এবার উপরের কোডটি নিচের কোড দিয়ে পরিবর্তন করুন।
আমাকে পেতে পারেন...
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের