অসম্ভব সুন্দর একটি প্রোফেশনাল ব্লোগার টেমপ্লেট যা আপনার ভালো লাগবেই ।

আসসালামু-আলাইকুম ! আসা করি সবাই ভালো আছেন ।

টেকটিউন্স এ দেশের সব অভিজ্ঞ টিউনার দের অবস্থান, তাই এখানে টিউন করা সাহস পাইনা খুব একটা । তবুও সাহস করে পোষ্ট টা লিখতে বসলাম ।

 

আজ-কাল প্রায় সবার ই ব্লোগ আছে, কিন্তু অনেকেই সুন্দর করে সাজাইতে পারেনা, তাদের জন্য নিয়ে এলাম অসম্ভব সুন্দর একটি টেমপ্লেট । আমি শিওর আপনাদের ভালো লাগবেই। নিচে একটা ডেমো দিলাম ।

 

 😎   ডেমো  😎

 

আমি ১০০% শিওর আপনার এই টেমপ্লেট টা ভালো লাগবে, এইটা দিয়ে আপনি মুভি, অডিও, ভিডিও ডাউনলোড, ফটো হোস্টিং সাইট বানাতে পারেন ।

টেমপ্লেট টি ডাইরেক্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন ।

 

 

 ডাউনলোড 

 

 

এবার টেমপ্লেট সেট করার পালা ।

অনেকেই টেমপ্লেট ইন্সটল করতে পারেনা। তাদের জ্ঞ্যতার্থে নিচে প্রসেস টা জানিয়ে দিলাম ।

 

টেমপ্লেট সেট করতে প্রথমে আপনার ব্লগার ড্যাসবোর্ড এ দিয়ে "টেমপ্লেট" এ যান। "ব্যাক আপ/পুনরুদ্ধার" এ ক্লিক করুন ।

 

এবার choose file এ ক্লিক করে ফাইল টি সিলেক্ট করুন ।

টেমপ্লেট টি আনরার করে শুধু xml ফাইল টি সিলেক্ট করে আপলোড করে দিতে হবে ।

 

ব্যস! কাজ শেষ । পেজ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর আপনার সাইট টি দেখেন, টেমপ্লেট সেট হয়ে গেছে ।

 

 

ধন্যবাদ কষ্ট করে পোষ্ট টি পরার জন্য । ভুল হয়ে ধরিয়ে দিবেন, আমি নিজেকে সংশোধন করে নিবো ।

 

স্কাইপ এ আমিঃ yean.hossain

ফেসবুকে: facebook.com/babulhossain.chowdhury

Level 0

আমি ইয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

demo dekan dekhi kemon lage???
demor link den

valoi to, kintu akhon ekta blog templete dorkar

@ ইয়ান ভাই আমার লাগবে

আমি আগামীকাল ঐ টেমপ্লেট টা পোষ্ট করবো ইন্সা-আল্লাহ

    @ইয়ান হোসেন: থাক পোস্ট করতে হবেনা । পোস্ট করলেই খাবেন বোকা । কারন এই টেমপ্লেট নিয়ে আগে পোস্ট করেছেন সুবেল ভাই । এটা তারিই ডিজাইন করা । হা হা হা ।

ভাই আমাকেও দিয়েন। [email protected]

বাহ! লাগবে কিন্তু আমার কিন্তু বাংলা ব্লগ বানানোর ইচ্ছা নেই, তাই যেটা দেবেন প্লিজ ইংলিশ ব্লগ টেম্পলেট দেবেন। এবং একটু ফাস্ট প্লিজ

পাঠিয়ে দিয়েছি

Level 0

plz amake diyen. [email protected]