সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও পবিত্র রমজানুল মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই সবাই ভাল আছেন। আসলে ব্যস্ততার কারনে অনেকদিন পর টিটিতে টিউন করতে এলাম। আজকের টিউনের শিরোনাম দেখে সহজেই অনুমেয়! আলোচনা তেমন কিছু না, শুধুমাত্র আপনাদেরকে একটি ই-কমার্স টেমপ্লেট এর সাথে পরিচয় করিয়ে দেওয়াসহ শেয়ার করব।
আমরা অনেকেই বিভিন্ন E-Commarce সাইটের সাথে সুপরিচিত। এবং প্রয়োজনের তাগিদে সেই সকল সাইট হতে অনেকেই বিভিন্ন প্রডাক্ট ক্রয়-বিক্রয় করে থাকি। এই রকম সাইট গুলোর মধ্য বিক্রয় ডট কম, এখনি, আজকের ডেল, রকমারি সহ বিভিন্ন ইকমার্স প্রতিষ্ঠান সুপরিচিত এবং দেশী ব্রান্ড হিসাবে খ্যাতি লাভ করেছে। এবং ই-কমার্সের গুরুত্বতার দিক হতে প্রতি নিয়তই বিভিন্ন নামের ই-কমার্স সাইটের জন্ম হচ্ছে। যাইহোক এর মধ্যে অনেকে ভাবছেন নিজে কিভাবে প্রাথমিক একটি সাইট তৈরি করবেন এবং সেখানে নিজের পন্যাদি সম্পর্কে রিভিউ জানাবেন? কেননা, একটি প্রফেশনাল মানের ই-কমার্স সাইট তৈরি ও ডেভেলপিং সহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫০,০০০/- টাকার মত অর্থ ব্যয় হয়। কিন্তু আপনি ইচ্ছা করলে প্রথমে কোন ফ্রি সাইট যেমন ব্লগার সাইটে ই-কমার্স সাইট রান করে অতপর ব্যবসার উন্নতি হলে পরবর্তীতে প্রফেশনাল হিসাবে আত্ন প্রকাশ করতে পারবেন।
আমার মতে ফ্রি সাইটের মধ্যে ব্লগস্পটকে বাছাই অন্যতম কারন হল- এখানে নিজে Template কাষ্টমাইজ করতে পারবেন এবং বিভিন্ন অ্যাড সাপোর্ট করে থাকে। তাছাড়া ব্লগার সাইটের জন্য ফ্রিভাবে অনেক ইকমার্স টেমপ্লেট পাওয়া যায়। তবে সব টেমপ্লেট উপযুক্ত নই। টেমপ্লেটটি রেস্পন্সসিভ, এসইও, অপ্রয়োজনীয় কোডিং মুক্ত হতে হবে। যারা এইচটিএমএল কোডিং সম্পর্কে ভাল জানেন, তারা নিজেরা সহজেই যে কোন টেমপ্লেট কাষ্টমাইজ করতে পারেন।
আজকে যে টেমপ্লেটটি আপনাদের সাথে শেয়ার করব, তার নাম হল-Jony Blackstor Free version।এর মূল্য প্রায় ১০ ডলারের মত। আমি নিজেও টেমপ্লেটটি ব্যবহার করছি। এবং নিজেও ইচ্ছা পোষন করেছি ব্যাক্তিগত একটি ছোটখাট ই-কমার্স সাইট অপারেট করব। এই Template এর বৈশিষ্টবলী নিম্নরুপ:
টিউনের শেষ অংশে চলে এলাম। আশা করি এই টেমপ্লেটটি অাপনাদের ভাল লাগবে। নিজে যদি কোডিং সম্পর্কে ভাল জানেন তাহলে আরো বৈশিষ্টবলী যোগ করতে পারবেন। এবং হ্যা কাজের পূর্বে টেমপ্লেট ব্যাকআপ করে নিলে সুবিধা হয়, যাতে বিচ্যুতি হলে রিস্টোর করা যায়। এরপরেও সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। পরবর্তীতে আবারো অন্য কোন ই-কমার্স থীমের সাথে পরিচয় করাব। আজ এই পর্যন্তই!!
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
very good