এইচটিএমএল মারকিউ ট্যাগ দিয়ে আপনার সাইটে চলন্ত খবর যোগ করুন

এইচটিএমএল মারকিউ ট্যাগ চলন্ত খবর তৈরীতে একটা অসাধারন ট্যাগ,তবে এর কাজ শেখা খুব সহজ।অনলাইন খবরের পত্রিকাগুলোতে এধরনের চলন্ত খবর দেখা যায়,সর্বশেষ খবর বা তাজা খবর এ ধরনের কোন শিরোনামে।এগুলিতে সাধারনত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে মারকিউ ট্যাগ ব্যবহার করেও আপনি আপনার সাইটে এধরনের চলন্ত লাইন তৈরী করতে পারেন।এজন্য নিচে একটা কোড দিলাম আপনি আপনার ইচ্ছেমত এডিট করে নিজের সাইটে দিতে পারেন।সাইটের এইচটিএমএল পেজে কোডটি পেম্ট করে দিন।কেমন দেখাবে তা দেখতে এই কোডটি নোটপ্যাডে কপি করে .html এক্সটেনসন দিয়ে সেভ করে রান করে দেখুন।

<marquee id ="ticker" direction="left" width="500px" height="8px" scrollamount="4" onMouseOver="ticker.scrollAmount=0" onMouseOut="ticker.scrollAmount=4"><a href="www.webcoachbd.com" ><font face="Verdana" size="3">ওয়েবকোচবিডি.কম ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার বাংলা সাইট</font></a>  ....  <a href="www.techtunes.io" ><font face="Verdana" size="3">টেকটিউনস-টেকনোলজি ব্লগিং প্লাটফর্ম</font></a></marquee>

আরেকটা সাইটের এড্রেস দিচ্ছি এখানে শুন্যস্থানে নিজের প্র্রয়োজনীয় লেখা বসিয়ে generate code বাটনে কিলক করলেই আপনার আর কোন কোডই লিখতে হবেনা।শুধু কপি পেস্ট।

http://www.guidefordesign.com/news_ticker_generator.php

এধরনের এইচটিএমএল সহ ওয়েব ডেভেলপমেন্ট এর সকল ল্যাংগুয়েজের শত শত বাংলা টিউটোরিয়াল পাবেন এই সাইটে

http://www.webcoachbd.com

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক উপকারি টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল জিনিস। ভাইয়া এখানে কি শুধু এই কোডের মাঝে নির্দিষ্ট করে দেয়া লিংক গুলোই দেখাবে?

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    না।লিংকের জায়গায় আপনি আপনার ইচ্ছেমত লিংক দিতে পারেন।

ব্লগারের জন্য কোন উপায় নাই?

thx vaia onek khaj a lagby…………………………………..

কজের জিনিস, সত্যিকারের টেকিটিউন।

    @মঈনুদ্দিন,makeটাকাonline,আসিফ শাহো,স্বপন,ওসামা বিন লাদেন ধন্যবাদ সকলকে।

আপনি কি ওয়েব কোচ বিডি এর রেজওয়ান??

আমি চেষ্টা করেছিলাম কিন্তু সফল হইনাই,
আপনি যদি আরেকটু বিস্তারিত আর পারলে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিতেন তা হইলে হইতো পারতাম,
এটার আমার দরকার ছিল,কিন্তু আমি এই সব ব্যাপার কম বুঝি।
কাজের একটা জিনিস শেয়ার করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    কোডটি কপি করে আপনার সাইটে যেখানে চলন্ত লাইন রাখাতে চান সেখানে পেস্ট করে দিন।কোডে বাংলা লেখার স্থানে নিজের ইচ্ছেমত লেখা দিয়ে রিপ্লেস করুন।এরপর সেভ করে সাইটে গেলেই একশন দেখতে পাবেন।সব কোড গুলিই এডিটেবল যেমন direction=”left” না দিয়ে যদি right দেন তাহলে লেখা ডান থেকে বামে যাবে।width=”500px” এর পরিবর্তে 100% লিখে দিন তাহলে পুরো পেজ জুরে লেখা থাকবে।height=”8px” এর জায়গায় কিছুটা বাড়িয়ে দিন তা নাহলে ইন্টারনেট এক্সপ্লোরার এবং অপেরাতে ভাল দেখাবেনা।আমি শুধু একটা স্ক্রিপ্টের ফরমেট দিয়েছি,এইচটিএমএল ভাল না জানলে এসব বুঝতে একটু সমস্যা হবে।এইচটিএমএল এখান থেকে শিখতে পারেন http://www.webcoachbd.com/html-tutorials।

Level 0

vai jan josh akta jinish delen thanks

ভাই এটা কি সম্ভব, আমি যে চলন্ত লেখা আমার সাইটে যোগ করলাম এবং সবাই তা দেখছে কিন্তু কোনো ব্যবহারকরী যদি লগইন করে তবে সে সেই লেখাটি আর দেখতে পারে না যতক্ষণ যে লগইন থাকবে। লগআউট হয়ে গেলে আবার লেখাটি দেখা যাবে। যদি হয় তবে আমাকে দয়া করে কোডগুলো লিখে দিন।

    লগিন সিস্টেম তৈরীর সময় এটা করতে পারেন।যদি ইউজার লগআউট করার পর home.php পেজে যায় তাহলে হোম পেজেই এই কোড যোগ করলে সবাই এবং ইউজার লগআউট করলে চলন্ত খবর দেখতে পারবে।