এইচটিএমএল মারকিউ ট্যাগ চলন্ত খবর তৈরীতে একটা অসাধারন ট্যাগ,তবে এর কাজ শেখা খুব সহজ।অনলাইন খবরের পত্রিকাগুলোতে এধরনের চলন্ত খবর দেখা যায়,সর্বশেষ খবর বা তাজা খবর এ ধরনের কোন শিরোনামে।এগুলিতে সাধারনত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তবে মারকিউ ট্যাগ ব্যবহার করেও আপনি আপনার সাইটে এধরনের চলন্ত লাইন তৈরী করতে পারেন।এজন্য নিচে একটা কোড দিলাম আপনি আপনার ইচ্ছেমত এডিট করে নিজের সাইটে দিতে পারেন।সাইটের এইচটিএমএল পেজে কোডটি পেম্ট করে দিন।কেমন দেখাবে তা দেখতে এই কোডটি নোটপ্যাডে কপি করে .html এক্সটেনসন দিয়ে সেভ করে রান করে দেখুন।
<marquee id ="ticker" direction="left" width="500px" height="8px" scrollamount="4" onMouseOver="ticker.scrollAmount=0" onMouseOut="ticker.scrollAmount=4"><a href="www.webcoachbd.com" ><font face="Verdana" size="3">ওয়েবকোচবিডি.কম ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখার বাংলা সাইট</font></a> .... <a href="www.techtunes.io" ><font face="Verdana" size="3">টেকটিউনস-টেকনোলজি ব্লগিং প্লাটফর্ম</font></a></marquee>
আরেকটা সাইটের এড্রেস দিচ্ছি এখানে শুন্যস্থানে নিজের প্র্রয়োজনীয় লেখা বসিয়ে generate code বাটনে কিলক করলেই আপনার আর কোন কোডই লিখতে হবেনা।শুধু কপি পেস্ট।
http://www.guidefordesign.com/news_ticker_generator.php
এধরনের এইচটিএমএল সহ ওয়েব ডেভেলপমেন্ট এর সকল ল্যাংগুয়েজের শত শত বাংলা টিউটোরিয়াল পাবেন এই সাইটে
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
চমৎকার টিউন আপনাকে অসংখ্য ধন্যবাদ