WordPress অথবা Blogger এর জন্য অনেক দিন আগে একটা মেইল মি ফরম ডিজাইন ডেভেলপ করেছিলাম। এটি ব্লগারে দারুন কাজ করে। blogger এর dashboard থেকে Layout এ ক্লিক করে ad a Gadget এ ক্লিক করেন। তারপর html/javascript নামক Gadget টা যুক্ত করুন এবং তাতে নিচের কোডটি বসিয়ে দিয়ে ওকে করুন। আবার WordPress এর ক্ষেত্রে text widget এ কোডটি পেষ্ট করে সেভ করতে হবে। তবে [email protected] এর স্থলে আপনার মেইল আইডি লিখতে হবে। আপনি আরো যেসব স্থানে চেঞ্জ আনতে পারেন তাহলো: Your Name, Your E-mail, Your Comments, Submit এগুলো আপনি বাংলায় দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন। আমার পোষ্টের একজন পাঠক গতকাল কমেন্ট করেছিলেন: আমাকে একটি html ফর্ম ডিজাইন এর ব্যাপারে কোন পোস্ট করলে কৃতার্থ হবো। ফর্মটি এমন হবে যে, ঐ ফর্মটি পূরণ করে সাবমিট করলে নির্দিষ্ট ইমেইলে চলে যাবে। আশা করি এ বিষয়ে কোন পোস্ট করবেন। এজন্য মনে হলো ফরমটি কারো দরকারে আসতে পারে। আশাকরি ফরমটি কারো উপকারে আসলে কমেন্টে জানাবেন। আর খারাপ হলে গালি দিবেন না প্লিজ।
Your Name: <input id="Name" name="Name" size="40" type="text" /> Your E-mail: <input id="E-mail" name="E-mail" size="40" type="text" /> Your Comments: <textarea cols="35" id="Comment" name="Comment" rows="5"></textarea> <form action="mailto:[email protected]" enctype="text/plain" method="post"> </form> <form action="mailto:[email protected]" enctype="text/plain" method="post"> <input name="Submit" type="submit" value="Send Mail" /></form> <script type="text/javascript"> <!-- </script><a href="http://ownserver.blogspot.com">Cpoy this form code</a>
আমি এম মাসুদ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks..