আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি ।
গত পর্বে আমরা সিএসএস কি এসব নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমি সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করবো ।
সিএসএস এর গঠনকে দুটি অংশে ভাগ করা যায় । এগুলো হচ্ছে;
সিলেক্টরঃ সিলেক্টর মূলত এইচটিএমএল ট্যাগ, যেমন; body, p, h1, h2, h3, h4. h5, h6 ইত্যাদি । সিলেক্টরের মাধ্যমে এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করা হয় এবং পরবর্তীতে সেই সিলেক্টর নিয়ে কাজ করা হয় । পরবর্তী অধ্যায়সমূহে সিলেক্টর নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
ডিকলারেশনঃ সিলেক্টরের মাধ্যমে এইচটিএমএল ট্যাগকে সিলেক্ট করার পর ডিকলারেশন এর মাধ্যমে স্টাইল নির্ধারণ করা হয় । ডিকলারেশন এর দুটি অংশ থাকেঃ এগুলো হচ্ছে, Property এবং Value.
Property এবং Value এর মাঝে কোলন (:) চিহ্ন ব্যবহার করা হয় । একটি সিএসএস ফাইলের গঠন হবে;
Selector {Property: Value}
উদাহরণ;
p {text-align:center; color:black; font-family:arial; } h1 {color: red; text-align: center; }
*সিএসএস ফাইল .css এক্সটেনশন দিয়ে সেভ করতে হয় । যেমন; style.css
*সিএসএস লেখার জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয় । যেমন; h1 {font-size: 36px; }
*একাধিক ডিকলারেশন এর জন্য সেমিকোলন (;) ব্যবহার করতে হয় । যেমন; p {color: red; font-family: Times New Roman; }
কোড প্রকাশ করার জন্য কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা কমেন্ট ব্যবহার করে সহজেই বুঝতে পারি যে কোন কোড কি কারনে ব্যবহার করা হয়েছে । এতে, পরিবর্তিতে কোড পরিবর্তন করতে সুবিধা হয় । কমেন্ট ব্রাউজারে প্রদর্শন হয় না । এছাড়াও আপনারা কমেন্ট সম্পর্কে এইচটিএমএল টিউটোরিয়াল এ জেনেছেন ।
সিএসএস কমেন্ট লেখার জন্য /* */ ব্যবহার করা হয় । যেমন;
/* This is Comment */ p {text-align:center; color:black; font-family:arial; } h1 {color: red; text-align: center; }
আপনি আপনাদের সুবিধার্থে কোডটুকু লিখে দিয়েছি । আপনারা এখান থেকে কোড সরাসরি কপি না করে, কোডটুকু দেখে নিজে নিজে লিখবেন তাহলে ভালোভাবে শিখতে পারবেন । আর আপনার কোডিং এর দক্ষতা বাড়াতে নিজে নিজে লেখার কোন বিকল্প নেই বলে আমি মনে করি ।
আমাকে ফেইসবুক এ পেতে এখানে ক্লিক করুন ।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় করতে পারেন । যদি টিউটোরিয়ালটি পড়ে আপনাদের ভাল লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না । যদি কোন ভুল থাকে আমাকে জানাবেন আমি সংশোধন করে নিব । ধন্যবাদ সবাইকে আমার আজকের টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ।
ভাল থাকবেন সবাই । আল্লাহ্ হাফেজ ।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে উদাহরণে যা লেখা হয়েছে সবকিছুই ব্রাউজারে দেখায়।