এই টিউন টি তাদের জন্য যারা তাদের নতুন ব্লগের জন্য বেসম্ভভ সুন্দর একটি টেম্পলেট খুজছিলেন। এই টেম্পলেট টি মারাত্মক ইউজার ফ্রেন্ডলি। এই একটি টোটাল রেস্পন্সিভ টেম্পলেট। মোবাইল, ডেস্কটপ, আরা ট্যাবলেট সব কিছুরই উপযোগি। সিম্পল আর ক্লিন কালার, ন্যাভিগেশন মেনু, রেডি তিন কলাম ভারটিকেল টিউন।
এবার ডাউনলোড এর পালা। ডাউনলোড করুন এখান থেকে। এবার ইন্সটল করুন।
টেম্পলেট এর কালার পরিবর্তন করতে
Blogger Dashboard এ যান। এরপর Template -> Customize and select Advanced -> Header এ যান আর ইচ্ছা মতো পরিবর্তন করুন।
মেনু কাস্টমাইজেসন করতে
Template -> Edit HTML এ যান। এর পর Ctrl+F চেপে নিচের কোড গুলি বের করুন।
<li> <a href='#'>Menu 1</a></li>
<li><a href='#'>Menu 2</a></li>
<li><a href='#'>Menu 3</a></li>
<li><a class='prett' href='#'>Drop Menu 1</a>
<ul class='menus'>
<li><a href='#'>Drop Menu 1</a></li>
<li><a href='#'>Drop Menu 2</a></li>
<li><a href='#'>Drop Menu 3</a></li>
</ul>
</li>
<li><a href='#'>Menu 4</a></li>
<li><a href='#'>Menu 5</a></li>
<li><a href='#'>Menu 6</a></li>
<li><a class='prett' href='#'>Drop Menu 2</a>
<ul class='menus'>
<li><a href='#'>Drop Menu 1</a></li>
<li><a href='#'>Drop Menu 2</a></li>
<li><a href='#'>Drop Menu 3</a></li>
</ul>
</li>
<li><a href='#'>Menu 7</a></li>
<li><a href='#'>Menu 8</a></li>
<li><a href='#'>Menu 9</a></li>
<li><a href='#'>Menu 10</a></li>
আর # চিহ্নটি আপানার টিউন লেভেল URL দিয়ে পরিবর্তন করুন। এবং MENU লেখা গুলি আপানার টিউন লেভেল এর নাম দিয়ে পরিবর্তন করুন। এবার সেভ করুন।
নিউজ টিকার পরিবর্তন করতে
Template -> Edit HTML এ গিয়ে Ctrl+F দিয়ে http://banglapress-bsdesign.blogspot.com লিখুন। এবার এই URL টা পরিবর্তন করে আপানার URL টা দিন। সেভ করুন।
সার্চ বক্স পরিবর্তন করতে
Template -> Edit HTML এ গিয়ে Ctrl+F দিয়ে http://banglapress-bsdesign.blogspot.com লিখুন। এবার এই URL টা পরিবর্তন করে আপানার URL টা দিন। সেভ করুন।
ভারটিকেল টিউন কনটেইনার পরিবর্তন করতে
আপানি এই টেম্পলেট এর Layout এ তিনটি ভারটিকেল টিউন কনটেইনার পাবেন। ঠিক নিচের ছবিটির মতো।
এবার এডিট এ গিয়ে আপানার ইচ্ছে মতো লেভেল এর নাম বসিয়ে দিন।
এটি একটি ফ্রি লাইসেন্স ব্লগার টেম্পলেট যা আপানি ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। তবে ব্লগের ফুটার থেকে কখনোই ডিজাইনারের ক্রেডিট মুছে দিবেন না।
সবাইকে ধন্যবাদ।
আমার ওয়েবসাইট
ডিজাইনারের ওয়েবসাইট
আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল,