জুমলা শিখুন (পার্ট-৪) Add a article.

আশা করি আপনারা সবাই জুমলা ইন্সটল করতে পারছে। এবার আপনাদের দেখাবো  কিবাবে একটি Article যোগ করবেন,

তার আগে Frontend ও backend কি তা জানে নি।

Frontend হচ্ছে আমারা কোন ওয়েবসাইটের যে অংশ দেখি তা । আর backend হচ্ছে Control Pane.

Backend থেকে Frontend ইচ্ছে মতো পরিওর্তন করা যায়।

Backend এ ডুকার পদ্ধতি।

প্রথমে http:// আপনার সাইট/administrator এ ঠিকানায় যান আমার জন্য এ ঠিকানাঃ http://localhost/blog/administrator একটি লগিন ফরম দেখতে পাবেন। এটি তে User name এবং Password দিয়ে  Login করুন। নিছের মত দেখতে পাবেন।

এটাই হচ্ছে backend। এটা থেকে আপনার Frontend টি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন।

এখন আপানার Frontend টি দেখতে নিছের মত লাগার কথা। আমার Frontend এর লিঙ্কঃ http://localhost/blog/

  • এবার একটি Article বা পোষ্ট দেওয়ার জন্য Backend এ যান। একাখান থেকে Add New article নির্বাচন করুন। নিছের মত দেখতে পাবেন। Title ও Alias (মানে অন্য নাম,আর এক নাম,ছদ্মনাম) দিয়ে আপনার পোষ্ট লিখুন। এটি প্রায় Word Press এর টিউনার বোর্ড এর মতো।

এখানে দেখবেন Publish লেখা আছে। এটি Publish করতে চান কিনা তা Yes অথবা No থেকে  সিলেক্ট করুন। তার পর লেখা আছে Front Page । এটি Front Page এ Publish করতে চান কিনা তা Yes অথবা No থেকে সিলেক্ট করুন। তার পর Save এ ক্লিক করুন । এবার Frontend এ গিয়ে দেখুন আপনার পোষ্ট।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank u.

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।। আশা করি সামনে আর ভাল কিছু জুমলা এর পোষ্ট পাব………।

জাকির ভাই ধন্যবাদ টিউনের জন্য চালিয়ে যান,
যদি আনুমতি দেন আপনার টিউওটরিয়াল গুলু আমি সংগ্রহে রাখতে চাই কারন টেকটিউন্সের যেই অবস্থা ভয় হইতেছে কখন না জানি বন্ধ হইয়া যায়,তবে আমার ব্লগে প্রকাশিত হইলেও নাম আপনার থাকবে আর যদি চান সাথে আপনার ইমেইল আইডিটাও দিতে পারেন আমি দিয়ে দিব।

একটা ভুল করে ফেলেছি গত পর্বে(উত্তেজনার বশে)। Install sample script এ ক্লিক করে ফেলেছিলাম। সেটা ডিলিট করার কোন উপায় থাকলে জানাবেন।
আর আমি আছি, থাকব।

    সরি মাখন ভাইয়া। আমি জানি না, করা যেতেও পারে। আপনি আবার নতুন করে করুন তাহলেই তো হয়।

    জ্বি নতুন করেই করলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর আমাকে তুমি করে বলবেন।

ভাই আমি xampp দিয়ে জুমলা install করেছি। প্রথম কয়েকদিন এডমিন password দিয়ে ঢুকতে পেরেছি। কিন্তু একটা domain registration করে freehostia theke chocolete packageনিয়ে তাতে জুমলা install দিই । কিন্তু তারপর থেকে জুমলা এডমিন এ ঢুকতে চাইলে object not found ase….ভাই দয়া করে এটার সমাধানের কোন উপায় থাকলে আমাকে বললে আমি খুবই উপকৃত হতাম।

Level 0

vai ami login kole pore amr administrator menuto onnorokom ashe.ami freehostia theke hosting nie joomla install diechi.bt cntrl pnl tai pura chng.