আশা করি আপনারা সবাই জুমলা ইন্সটল করতে পারছে। এবার আপনাদের দেখাবো কিবাবে একটি Article যোগ করবেন,
তার আগে Frontend ও backend কি তা জানে নি।
Frontend হচ্ছে আমারা কোন ওয়েবসাইটের যে অংশ দেখি তা । আর backend হচ্ছে Control Pane.
Backend থেকে Frontend ইচ্ছে মতো পরিওর্তন করা যায়।
Backend এ ডুকার পদ্ধতি।
প্রথমে http:// আপনার সাইট/administrator এ ঠিকানায় যান আমার জন্য এ ঠিকানাঃ http://localhost/blog/administrator একটি লগিন ফরম দেখতে পাবেন। এটি তে User name এবং Password দিয়ে Login করুন। নিছের মত দেখতে পাবেন।
এটাই হচ্ছে backend। এটা থেকে আপনার Frontend টি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন।
এখন আপানার Frontend টি দেখতে নিছের মত লাগার কথা। আমার Frontend এর লিঙ্কঃ http://localhost/blog/
এখানে দেখবেন Publish লেখা আছে। এটি Publish করতে চান কিনা তা Yes অথবা No থেকে সিলেক্ট করুন। তার পর লেখা আছে Front Page । এটি Front Page এ Publish করতে চান কিনা তা Yes অথবা No থেকে সিলেক্ট করুন। তার পর Save এ ক্লিক করুন । এবার Frontend এ গিয়ে দেখুন আপনার পোষ্ট।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
Thank u.