টেকটিউনস এ আসছে সম্পূর্ণ বিনামূল্যে প্রোজেক্টসহ স্ট্যাটিক ওয়েব ডিজাইন প্রশিক্ষন । ক্লাস শুরু ১১, এপ্রিল থেকে, তাই এখনই ভর্তি হয়ে যান…

আসসালামু-আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ তা'আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি । যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন কিংবা ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়তে আগ্রহী তাঁদের জন্য সুখবর । আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র টেকটিউনস ব্যবহারকারীদের জন্য । আমি এই কোর্স এ আপনাদের এইচটিএমএল এবং সিএসএস শেখানোর চেষ্টা করবো যেন আপনারা নিজেই একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারেন । এখন হয়ত নতুনরা প্রশ্ন করবেন যে, স্ট্যাটিক ওয়েবপেইজ কি? এ সম্পর্কে আমি এখানে আলোচনা করতে চাই না । এ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে এই লিংক দেখুন । এবার চলুন আমরা প্রথমে এইচটিএমএল & সিএসএস সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই । তাহলে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে কি সম্পর্ক তা বুঝতে পারবো;

এইচটিএমএল হচ্ছে মার্কাপ ল্যাংগুয়েজ । এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় । এটা দিয়ে ওয়েবসাইট মার্কাপ করা হয় । পরবর্তীতে, সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটটি ডিজাইন করা হয় । এইচটিএমএল শেখা খুবই সহজ । আপনি ৭-১৫ দিনের মধ্যে এইচটিএমএল শিখতে পারবেন । এইচটিএমএল শেখার পর সিএসএস শিখলেই আপনি স্ট্যাটিক ওয়েব পেইজ তৈরি করতে পাড়েন ।

এইচটিএমএল এর সাহায্যে একটি ওয়েবপেইজের কাঠামো তৈরি করা যায় ।  কিন্তু, ওয়েবসাইট ডিজাইনের জন্য এইচটিএমএল-ই যথেষ্ট নয় । ওয়েবপেইজের ডিজাইন সিএসএস ছাড়া সম্ভব নয় । অর্থাৎ, সিএসএস ছাড়া এইচটিএমএল দ্বারা তৈরিকৃত একটি সাইট মানুষের কঙ্কালের মত দেখাবে । পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই সিএসএস জানতে হবে । কিছু সিএসএস কোড পরিবর্তনের মাধ্যমে সমস্ত সাইটের ডিজাইন পরিবর্তন করা যায় ।  তবে, শুধু সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায় না । প্রথমে, এইচটিএমএল এর মাধ্যমে সাইটের কাঠামো অর্থাৎ গঠন তৈরি করা হয় । অতঃপর, সিএসএস এর মাধ্যমে সাইট ডিজাইন করা হয় । এটা মুলত ওয়েবসাইটের ডিজাইন টুল হিসেবে কাজ করে । এইচটিএমএল এর সাথে সিএসএস শিখলে একটি পূর্ণাঙ্গ স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব । সিএসএস শেখা শেখা তেমন কোন কঠিন কিছু নয় । আমাদের এই কোর্স এ প্রত্যেকটি বিষয় সহজভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি ।

এই কোর্স এ যা যা শেখানো হবে;

  • ওয়েব ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারনা
  • এইচটিএমএল কি, কেন, কিভাবে?
  • এইচটিএমএল বেসিক সিনট্যাক্স
  • এইচটিএমএল হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ
  • এইচটিএমএল লিস্ট, লিংক, টেবিল
  • এইচটিএমএল ফর্ম, এনটাইটি
  • এইচটিএমএল div
  • একটি ওয়েবপেইজ মার্কাপ করা
  • সিএসএস কি, কেন, কিভাবে?
  • সিএসএস সিলেক্টর
  • সিএসএস স্টাইলসীট ব্যবহার করার পদ্ধতি
  • সিএসএস ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ফন্ট
  • সিএসএস লিংক, লিস্ট
  • সিএসএস টেবিল, বর্ডার, আউটলাইন
  • সিএসএস মার্জিন, প্যাডিং
  • সিএসএস ডিসপ্লে, পসিশনিং, ডাইমেনশন
  • সিএসএস ফ্লোট, বক্স মডেল
  • সিএসএস ইমেজ গ্যালারী, অপাসিটি
  • সিএসএস সুডো-এলিমেন্ট, ক্লাস
  • প্রজেক্টঃ একটি পূর্ণাঙ্গ স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা

কোথায় & কিভাবে শেখানো হবে;

শুধু মাত্র টেকটিউনস-ই সিএসএস কোর্সটি শেখানো হবে । কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে ।  কোর্স শুরু হবে ১১-ই এপ্রিল, ২০১৫ থেকে । প্রশিক্ষণটি অত্যন্ত সহজভাবে সাজানো হয়েছে ।

  • ক্লাস হবেঃ সপ্তাহে ৩ দিন (শনিবার, সোমবার এবং বুধবার)
  • ক্লাসের সংখ্যাঃ মোট ২০ টি
  • কোর্সের সময়সীমাঃ ৬০ দিন (২ মাস)
  • আসনসংখ্যাঃ এই প্রশিক্ষণে আসন সংখ্যা অফুরন্ত । যারা কমেন্টের মাধ্যমে ভর্তি হবেন তাঁরা-ই কোর্সের একটি অতিরিক্ত প্রোজেক্ট পাবেন ।

যারা ওয়েব ডিজাইন শিখতে চান কিংবা ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়তে চান, তাঁরা আমার এই কোর্সটি করতে পারেন । কোর্স শেষে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করা হবে ।

কোর্স এ অংশগ্রহনের শর্ত

  • ওয়েবসাইট সম্পর্কে  বেসিক ধারনা থাকতে হবে
  • প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করতে হবে
  • পরিশ্রমী হতে হবে ।

কিভাবে কোর্সটিতে অংশগ্রহণ করবেন?

আপনি যদি আমাদের উপরের শর্তসমূহে রাজী থাকেন, তাহলে আমাদের কোর্স এ অংশগ্রহণ করতে পারেন । কোর্সটি শেষ একটি প্রোজেক্ট দেখানো হবে । আর যারা ওয়েব ডিজাইন কোর্স এ অংশগ্রহণ করবেন তাঁদেরকে আরেকটি প্রোজেক্ট দেওয়া হবে, যেটা তাঁরা নিজেরাই সম্পূর্ণ করবে  । এই কোর্স এ অংশগ্রহণ করতে আপনাকে তেমন কিছু করতে হবে না । আপনি নিচের দুইটি ধাপ সম্পন্ন করার মাধ্যমে স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে পাড়েন;

ধাপ-০১: যদি এই কোর্স এ অংশগ্রহণ করতে চান তাহলে কমেন্টবক্স এ নিচের লেখাটুকু লিখে কমেন্ট করুনঃ

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

ধাপ-০২: এবার এই টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

ব্যাস, আপনি স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন কোর্স এ ভর্তি হয়ে গেলেন । শুধুমাত্র যারা কোর্স এ ভর্তি হবেন, তাঁরা-ই অতিরিক্তি প্রোজেক্টটি পাবেন । আমাদের কোর্স এ অংশগ্রহণের পর টেকটিউনস এ প্রকাশিত যেসব কারনে আপনি সফল ওয়েব ডেভেলপার হতে পারছেন না এবং যে কাজগুলো পরিহার করলে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ওয়েব ডেভেলপার টিউনটি পড়ুন ।

প্রশিক্ষনের সকল রিসোর্স শুধুমাত্র টেকটিউনস -এ দেওয়া হবে । এছাড়া, প্রশিক্ষণ সংক্রান্ত সকল আলোচনা টেকটিউনস এ করা হবে । তাই, প্রশিক্ষণ সংক্রান্ত সকল প্রশ্ন এবং মতামত টেকটিউনস এ কমেন্ট এর মাধ্যমেই করবেন ।

স্ট্যাটিক ওয়েব পেইজ প্রশিক্ষণটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবো - ইনশাল্লাহ্‌ ।

প্রশিক্ষণটি প্রকাশ করার পর অনেকে আমাকে ফেইসবুক এ এসএমএস দিয়েছেন যে, যেহেতু টেকটিউনস এ এখন নতুন টিউনার নিবন্ধন প্রক্রিয়া বন্ধ আছে তাহলে তাঁরা কিভাবে প্রশিক্ষণ এ অংশগ্রহণ করবেন?

এক্ষেত্রে, আপনি শুধু এই টিউনটি শেয়ার করে প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে পারবেন । আর যেহেতু প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে প্রোজেক্ট করানো হবে, তাই আপনি আমার ফেইসবুক আইডি এ এসএমএস করে জানিয়ে দিবেন যে, আপনি প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে চান । কেননা, যারা প্রশিক্ষণ এ অংশ্রহন করবে কেবল তাঁরা - ই প্রজেক্ট পাবে ।

আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন ।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @জুবাইর ইস্লাম: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ
অংশগ্রহণ করতে চাই ।

আশাকরি আমি এই কোর্সটি শিখতে পারব যদি কোর্স মেটেরিয়াল টি সম্পূর্ন পায় ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @Raihan Khan: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন ।

Level 0

online এ ক্লাস নাকি physically ক্লাস করতে হবে।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

Level 2

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ
অংশগ্রহণ করতে চাই ।”

    @rockydas: অভিনন্দন আপনাকে ।

    @rockydas: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @JONY: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে ।

আমি ওয়েব ডিজাইন
প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে
চাই ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশ গ্রহন করতে চাই।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @Basicali: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

Level 0

আমিoওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @rasel5680: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

আমিও ওয়েব ডিজাইন প্রশিক্ষন কৌর্স এ অংশ নিতে চাই|

    @বিজিত দে: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ
অংশগ্রহণ করতে চাই ।

    @মোঃ শামীম: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

Level 0

ভাই আমিও আগ্রহী কিন্তু আপনি বলেছেন সপ্তাহে ৩ দিন (শনিবার, সোমবার এবং বুধবার) কিন্তু সময়টা কখন যদি বলতেন তাহলে ভালো হতো।

    @litoondev: ভাইয়া, সময় প্রথম ক্লাস এ জানানো হবে । আগ্রহী হলে এখনই ভর্তি হয়ে যান…

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @রেজা ফয়সাল: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশ গ্রহন করতে চাই।

    @RASELKOBIR75: @মাসুম খান: @লিমন: @সেতু মন্ডল: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @bhoot4242: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @alihasan045: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @Robin hossian: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @মেহেদী হাসান: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @মাসুম খান: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @রুবেল আহমেদ: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

Level 0

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @Sariful: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @মাসুম খান: @লিমন: @সেতু মন্ডল: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @MridulAP: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন । এবার টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই
.
প্রশিক্ষন টা কি ভিডিও টিউনের মাধ্যমে হবে নাকি লাইভ কনফারেন্সের মাধ্যমে

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন
এ অংশগ্রহণ করতে চাই ।”

Level New

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ
অংশগ্রহণ করতে চাই ।

    @alokeGhosh: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @amit-gpi: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @Munir: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

রাশেদ রাজ “আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @akimur: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

ভর্ত্তির ২য় শর্তটিও পূরন করলাম অর্থাৎ এফ বি তে শেয়ার করলাম । আর আমার নাম সাইফুদ্দিন মল্লিক, পশ্চিমবঙ্গ ।

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @robiul islam: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

when the first class will start ? please let us know

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

Level 0

আমিও….

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @hasinamymen: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @RATER TARA: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই

    @nazimbd85: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

Level 0

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”

    @mizanur919: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।

    @Apel Mahmud: অভিনন্দন, ভর্তি নিশ্চিত করতে টিউনটি আপনার ফেইসবুক আইডি দিয়ে শেয়ার করুন ।

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশ গ্রহণ করতে চাই।

কিন্তু 11 এপ্রিল 2015 – সময়টা কখন স্যার?

Level 0

আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই, hello brother can u give me your skype id

    ভাইয়া, টেকটিউনস এ সমস্ত রিসোর্স দেওয়া হবে, টেকটিউনস এর সাথেই থাকুন ।

আ‌মি ও‌য়েব ডিজাইন প্র‌‌শিক্ষ‌নে অংশগ্রহণ কর‌তে চাই।

    @আশ্রাফ: ধন্যবাদ, আপনি প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করানো হবে । তবে, প্রতিটি ক্লাসে উপস্থিত না থাকলে উক্ত প্রোজেক্ট থেকে বাদ পড়ে যাবেন । আশাকরি প্রতিটি ক্লাস এ অংশগ্রহণ করবেন ।

Level 2

“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”