আসসালামু-আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি । যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন কিংবা ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়তে আগ্রহী তাঁদের জন্য সুখবর । আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন কোর্স সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র টেকটিউনস ব্যবহারকারীদের জন্য । আমি এই কোর্স এ আপনাদের এইচটিএমএল এবং সিএসএস শেখানোর চেষ্টা করবো যেন আপনারা নিজেই একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারেন । এখন হয়ত নতুনরা প্রশ্ন করবেন যে, স্ট্যাটিক ওয়েবপেইজ কি? এ সম্পর্কে আমি এখানে আলোচনা করতে চাই না । এ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে এই লিংক দেখুন । এবার চলুন আমরা প্রথমে এইচটিএমএল & সিএসএস সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই । তাহলে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে কি সম্পর্ক তা বুঝতে পারবো;
এইচটিএমএল হচ্ছে মার্কাপ ল্যাংগুয়েজ । এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় । এটা দিয়ে ওয়েবসাইট মার্কাপ করা হয় । পরবর্তীতে, সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটটি ডিজাইন করা হয় । এইচটিএমএল শেখা খুবই সহজ । আপনি ৭-১৫ দিনের মধ্যে এইচটিএমএল শিখতে পারবেন । এইচটিএমএল শেখার পর সিএসএস শিখলেই আপনি স্ট্যাটিক ওয়েব পেইজ তৈরি করতে পাড়েন ।
এইচটিএমএল এর সাহায্যে একটি ওয়েবপেইজের কাঠামো তৈরি করা যায় । কিন্তু, ওয়েবসাইট ডিজাইনের জন্য এইচটিএমএল-ই যথেষ্ট নয় । ওয়েবপেইজের ডিজাইন সিএসএস ছাড়া সম্ভব নয় । অর্থাৎ, সিএসএস ছাড়া এইচটিএমএল দ্বারা তৈরিকৃত একটি সাইট মানুষের কঙ্কালের মত দেখাবে । পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই সিএসএস জানতে হবে । কিছু সিএসএস কোড পরিবর্তনের মাধ্যমে সমস্ত সাইটের ডিজাইন পরিবর্তন করা যায় । তবে, শুধু সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায় না । প্রথমে, এইচটিএমএল এর মাধ্যমে সাইটের কাঠামো অর্থাৎ গঠন তৈরি করা হয় । অতঃপর, সিএসএস এর মাধ্যমে সাইট ডিজাইন করা হয় । এটা মুলত ওয়েবসাইটের ডিজাইন টুল হিসেবে কাজ করে । এইচটিএমএল এর সাথে সিএসএস শিখলে একটি পূর্ণাঙ্গ স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব । সিএসএস শেখা শেখা তেমন কোন কঠিন কিছু নয় । আমাদের এই কোর্স এ প্রত্যেকটি বিষয় সহজভাবে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি ।
শুধু মাত্র টেকটিউনস-ই সিএসএস কোর্সটি শেখানো হবে । কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে । কোর্স শুরু হবে ১১-ই এপ্রিল, ২০১৫ থেকে । প্রশিক্ষণটি অত্যন্ত সহজভাবে সাজানো হয়েছে ।
যারা ওয়েব ডিজাইন শিখতে চান কিংবা ওয়েব ডিজাইন এ ক্যারিয়ার গড়তে চান, তাঁরা আমার এই কোর্সটি করতে পারেন । কোর্স শেষে একটি প্রোজেক্ট সম্পূর্ণ করা হবে ।
আপনি যদি আমাদের উপরের শর্তসমূহে রাজী থাকেন, তাহলে আমাদের কোর্স এ অংশগ্রহণ করতে পারেন । কোর্সটি শেষ একটি প্রোজেক্ট দেখানো হবে । আর যারা ওয়েব ডিজাইন কোর্স এ অংশগ্রহণ করবেন তাঁদেরকে আরেকটি প্রোজেক্ট দেওয়া হবে, যেটা তাঁরা নিজেরাই সম্পূর্ণ করবে । এই কোর্স এ অংশগ্রহণ করতে আপনাকে তেমন কিছু করতে হবে না । আপনি নিচের দুইটি ধাপ সম্পন্ন করার মাধ্যমে স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে পাড়েন;
ধাপ-০১: যদি এই কোর্স এ অংশগ্রহণ করতে চান তাহলে কমেন্টবক্স এ নিচের লেখাটুকু লিখে কমেন্ট করুনঃ
“আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই ।”
ধাপ-০২: এবার এই টিউনটি আপনার ফেইসবুক আইডি থেকে শেয়ার করুন ।
ব্যাস, আপনি স্ট্যাটিক ওয়েব পেইজ ডিজাইন কোর্স এ ভর্তি হয়ে গেলেন । শুধুমাত্র যারা কোর্স এ ভর্তি হবেন, তাঁরা-ই অতিরিক্তি প্রোজেক্টটি পাবেন । আমাদের কোর্স এ অংশগ্রহণের পর টেকটিউনস এ প্রকাশিত যেসব কারনে আপনি সফল ওয়েব ডেভেলপার হতে পারছেন না এবং যে কাজগুলো পরিহার করলে আপনি হয়ে উঠতে পারেন একজন সফল ওয়েব ডেভেলপার টিউনটি পড়ুন ।
প্রশিক্ষনের সকল রিসোর্স শুধুমাত্র টেকটিউনস -এ দেওয়া হবে । এছাড়া, প্রশিক্ষণ সংক্রান্ত সকল আলোচনা টেকটিউনস এ করা হবে । তাই, প্রশিক্ষণ সংক্রান্ত সকল প্রশ্ন এবং মতামত টেকটিউনস এ কমেন্ট এর মাধ্যমেই করবেন ।
স্ট্যাটিক ওয়েব পেইজ প্রশিক্ষণটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবো - ইনশাল্লাহ্ ।
প্রশিক্ষণটি প্রকাশ করার পর অনেকে আমাকে ফেইসবুক এ এসএমএস দিয়েছেন যে, যেহেতু টেকটিউনস এ এখন নতুন টিউনার নিবন্ধন প্রক্রিয়া বন্ধ আছে তাহলে তাঁরা কিভাবে প্রশিক্ষণ এ অংশগ্রহণ করবেন?
এক্ষেত্রে, আপনি শুধু এই টিউনটি শেয়ার করে প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে পারবেন । আর যেহেতু প্রশিক্ষণ শেষে আপনাকে দিয়ে প্রোজেক্ট করানো হবে, তাই আপনি আমার ফেইসবুক আইডি এ এসএমএস করে জানিয়ে দিবেন যে, আপনি প্রশিক্ষণ এ অংশগ্রহণ করতে চান । কেননা, যারা প্রশিক্ষণ এ অংশ্রহন করবে কেবল তাঁরা - ই প্রজেক্ট পাবে ।
আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন ।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ওয়েব ডিজাইন প্রশিক্ষন এ অংশগ্রহণ করতে চাই