ব্লগস্পট সাইটে একটি ফোরাম (Forum) পেইজ তৈরী করার পরিপূর্ন্য টিউটোরিয়াল…

ফোরাম সাইট কি আমরা ব্লগার জানি। এ সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। বাংলাদেশের সবচেয়ে বড় ফোরাম সাইট হল দরিদ্র ফোরাম। যাই হৌক সেদিকে আর না যাই।

আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনি ব্লগস্পট সাইটে কিভাবে ফোরাম তৈরী করবেন। আপনি আপনার ব্লগস্পট সাইটে ফোরাম যোগ করে দিয়ে আপনার ভিজিটরদের দিতে পারেন কিছু নতুন স্বাদ। এই ফোরাম পেইজের মাধ্যমে আপনার ভিজিটররা ভিবিন্ন বিষয়ের উপরে টপিক তৈরী করে আলোচনা ও সমস্যা সমাধানের চেষ্টা করবে। এখানে আপনি আপনার ইচ্ছা মত টপিক বা বিষয় যোগ করে দিতে পারেন। আপনার ব্লগের ট্রাফিক যদি ভালো হয় তবে আপনি তাদের ইচ্ছানুযায়ী টপিক তৈরী করে রেখে দিতে পারেন।  এবার চলুন কাজ শুরু করা যাক। তার আগে ডেমোটা দেখে আসুন...

ডেমো

কিভাবে ব্লগে ফোরাম পেইজ যোগ করবেন?

Nabble নামের একটি সাইট থেকে আজকে আমরা আমাদের ব্লগে ফোরাম পেইজ যোগ করবো। মনোযোগ সহকারে নিচের স্টেপ গুলো ফলো করুন।

১| প্রথমে এখানে ক্লিক করে একটি নতুন রেজিঃ করুন। নিচের স্কীনসটটি লক্ষ করুন...

২| ফাকা ঘর গুলো আপনার ব্লগের ঠিকঠাক তথ্য দিয়ে পূরন করুন তারপর "Create Forum" বাটনে ক্লিক করুন।

৩| এবার Options > Embedding options এ ক্লিক করে কোডটি কপি করুন।

৪| এখন আপনার ব্লগার ড্যাসবোর্ডে একটি নতুন পেইজ তৈরী করুন এবং পেইজএর HTML Section এ কপি কোডটি পেষ্ট করুন।

৫| এবার পেইজটি সেভ করুন। ব্যস আপনার কাজ শেষ। এখন আপনার ব্লগের উপর ভিত্তি করে কিছু টপিক অথবা সাব ফোরাম তৈরী করে নিন। সাব-ফোরাম তৈরী করতে Options > Structure > Create new sub-forum এ ক্লিক করুন।

ফোরামের CSS পরিবর্তন অথবা ফোরামকে আপনার মনের মত সাজাতে Options > Application > Change appearance এ ক্লিক করুন।

ব্যবহারের সময়সীমাঃ

এটি যেহেতু ডেমো ভার্সনে চলবে সেহেতু আপনাকে বুঝে নিতে হবে যে এটার প্রিমিয়াম ভার্সন ও রয়েছে। আপনি ডেমো ভার্সন টি ১৮০ দিন পর্যন্ত চালাতে পারবেন। তারপর আপনাকে ক্রেডিট কিনতে হবে। ১০ হাজার ক্রেডিট কিনতে হবে $6 ডলারের বিনিময়ে। আর প্রতি পেইজ ভিউ'র জন্য একটি করে ক্রেডিট কমবে। এতএব, ১০ হাজার পেইজ পেইজ ভিউ হবে ১০ হাজার ক্রেডিট দিয়ে।  আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নতুন অবস্থায় ১৮০ দিন ইউজ করেন আরামসে। কোন সমস্যা হবে না। শুধু ফোটারে ওয়ের ক্রেডিট লিংকটা থাকবে।

 

কোন সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন অথবা আমি আছি ফেইসবুকে অথবা যোগ দিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।

 

সৌজন্যেঃ MS Design [ব্লগস্পটের যাবতীয় আপডেট এবং টেমপ্লেট এর জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে]

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর এবং অতি প্রয়োজনীয় একটি টিউন ‍উপহার দেয়ার জন্য।