হ্যা বাক্য সত্য
১।পরথমে http://www.searchtonmoy.6te.net সাইটে গেলেই ব্যাপারখানা পরিস্কার হইয়া যাইবে ব্যাপকহারে।
বিভিন্ন সাইট আছে যেখানে নিজের নাম পেশ পুর্বক নির্দিস্ট বাটন চাপ দেয়ার পরক্ষনে একখানা পেইজ আপনাকে তৈরী করে দেয় সার্চ ইঞ্জিন হিসেবে যেমন http://www.shineysearch.com বা http://funnylogo.info/create.asp ইত্যদি।কিন্ত উহা তো http://www.google.com এর মত দেখতে না।তাই সে এক আশা ছিল মনে যখনই গুগলের হোমপেইজে তাকাই ভাবতুম আহা এইরকম সেইম পেইজ যদি আমারও একখানা থাকিত নিজের পছন্দসই লোগো বা পিক সম্বলিত তাহলে অন্তত দোসটদের সম্মুক্ষে ভাব লইতে পারিতাম দেখ হে গুগলের হোমপেইজে মোর নাম ফুটিয়া উঠিয়াছে।তাই উক্ত আশা বাস্তবায়ন করিতে গুগলের হোমপেইজ নান পদ্বতিতে সেইভ করিয়া টেরাই প্রয়োগ করিলাম হইলনা।কিছু লিখে google search বাটনে এমনকি সর্বশক্তি প্রয়োগ করিয়াও কর্ম হইল না হয়তোবা আমার মত অনেকেই ইহা সেইভ করিয়া টেরাই করিয়াছিলেন। যাইহোক বাক্য আর বেশী মুদ্রন করিব না। নিন্মক্ত পদ্বতি অনুসরন করুন।
১।পরথমে http://www.searchtonmoy.6te.net সাইটে গেলেই ব্যাপারখানা পরিস্কার হইয়া যাইবে ব্যাপকহারে।(হ্যা সাইট টি আমার মালিকানায় ইসস ভাবসই আলাদা)
২।উক্ত সাইটটি index নামে সেইভ করুন যাহা কিভাবে করে বলাই বাহুল্য।
৩।সেইভ করার পর পেইজটার সহিত যেই ফোল্ডার তৈরী হইয়াছে (index files নামে) তথায় logo1w পিক টা ডিলিট করিয়া আপনার পছন্দসই পিক পেইস্ট করুন।হ্যা logo1w নামেই আপনার পিক সেইভ করিতে হইবেক।য়ার সাইজ হবে 341px * 152px আর png ইমেইজ। তবে হ্যা আপনি আরো বৃহদাকার অথাবা ক্ষুদ্রাকৃতির ইমেইজ ব্যাবহার করিতে চাহিলে এইচ টি এম এল ফাইলটিকে নোটপেড দ্বারা খুলিয়া 341px* 152px ফাইন্ড
করিয়া কাক্ষিত সাইজ লিখে দিন।png ইমেজ এর বদলে jpeg,gif ইত্যাদি ফরমেটের ইমেজ ব্যাবহার করিতে চাহিলে png এর স্থলে উহা লিপিবদ্ব করিয়া দিন।
ব্যাপক সহজ কর্ম তাই ইহার থেকে আরো বেশী লিখাই বাহুল্য।ছবিসপ সফটে ইহা সম্পাদনা অতি সহজতর।
৪।আর যা পরিবর্তন করার প্রয়োজন করিয়া লন।যেমন আমি লিখিয়া রাখিয়াছি this page is under tonmy travis authorization টাইটেলও আছে google tomnoy
হ্যান ত্যান এইসকল লেখা নোটপেডে খুজিয়া কাট করিয়া কাক্ষিত বাক্য লিখুন।
৫।এখন ইহা পাবলিশ করিতে ডোমেইন এবং হোস্টিং এর দরকার।http://www.freewebhostingarea.com সাইটে ১৫সেকেন্ড লাগে সাইন আপ করিতে আজীবন একাউন্ট থাকিবে[{(ক্যাচাল লাগিলে এ নিয়া একখানা লিখা লিখিয়াছিলাম দেখিতে পারেন টিটিতেও দিমু)}]সাথে সাথে একাউন্ট একটিভ হইয়া যায় তাই তথায় সাইন আপ করুন
সমস্যা-রেজিস্ট্রেশন করার সময় বার বার cookies must be enabled এরর দেখালে কি করবেন?
ব্রাউজারের প্রাইভেসি ট্যাবে এক্সেপ্ট কোকিজ ফ্রম সাইটস এবং এনাবল থার্ড পারটি কোকিজ চেকড না করা থাকলে চেকড করুন। অথবা ব্রাউজার এর ক্যাশ মেমোরী ডিলিট করে কন্ট্রোল+এফ৫ চাপ দিয়ে ব্রাউজার রিফ্রেশ করুন। এতেও কাজ না হলে মন খারাপ করে .blogspot এ চলে যান।
আর হ্যা আপনার ডোমেইন হইবে এইরকম-
http://www.yourname.freeoda.com
http://www.yourname.freevar.com
http://www.yourname.orgree.com যদিও এইগুলান আসলে সাবডোমেইন।
এবং শেষে একখানা পেইজ দিবে উহা সেইভ করিয়া রাখুন কারন লগিন টগিন সহ যাবতীয় তইথ্য আছে তথায়।এখন মেম্বারস এরিয়াতে গিয়া আপনার সারভার(যেমন EU5.org Server, Freetzi Server,ueuo server ইত্যাদি) অনুযায়ী এফটিপি লিঙ্কে কিলিক করিয়া আরেক পেইজে যাবেন তথায় ইউজার নেইম(সাইন আপ করার সময় আপনার সাইটের নাম যেইটা দিসেন অইটা)দিয়া লগিন করিয়া জাস্ট জিনিসপাতি গুলান আপ্লোড করুন।ইন্ডেক্স ফাইল সরাসরি আপ্লোড করিতে হইবেক আর new_files এর জন্য এই নামে নতুন ডিরেক্টরি খুলে যা আছে (দুটি html,একটি javascript আর আপনার পিক) সব আপ্লোড করুন। আর হ্যা আপনি অন্য জায়গাতেও উহা হোস্টীং করিতে পারেন আপনার ইচ্চা।
৬।এখন আপনার সাইট ভিজিট করুন যে নামে খুলেসেন উক্ত নামে ex:www.omukengine.orgfree.com।(বিশদ বর্ণনা হইলে দুক্ষিত বল্গে পুলাপাইনও তো থাকিতে পারে)
ইহা তৈয়ার করিতে আমার মত অপ্রগ্রামার,অ-এইচ টি এমেইল্লার ব্যাপক সময়(ঘন্টা খানেক)খরচ করিতে হইয়াছে।বিভিন্ন ভ্যালু ট্যালু যাহা নিজেও বুঝিনা তাহা এডিট করিয়া তৈয়ারকৃত।কেহ আবার গুগল মামুর নিকট বিচার দিয়েন না খেক খেক খেক।
এইভাবে মাইক্রোসফটের বিং এর পেইজ কেও কাইত করিয়া ফালাইসি তবে আরো মেলা কস্টে।কিন্ত উহার কাজ এখনও বাকি আছে নইলে শেয়ার দিতাম...। নিজের একখানা সাইট তৈয়ার করিতেছি তাও আবার আরেক মাইনসের সাইট যাহা কইষষা সেইভ করিয়া কাস্টমাইজ করিতেছি হে হে হে।কারন বেইস্ট অয়েবসাইট ডিজাইন in ২০০৯ এর তালিকায় উহা আছে।
ওহ আর একটা কথা
যাহা হউক আমি 3g,3gs,4g এমতেই বুঝিনা ১৬/১৭সহস্র অর্থ আছে মোর কাছে ইহার মধ্যে কোন আইফোন পাওয়া যাইবে কিনা কোন দয়াবান ভাই জানিলে কমেন্ট দিয়েন তবে নুতান হইতে হইবেক।নেটে তো দেখিলাম ১৯৯ডলার আইফোন মানে ১৪ সহস্র টাকা বাংলা অর্থে... নাকি শুধু আমেরিকার জইন্য কি জানি কাহিনী কী।গান শুনা,ভিড দেখা,গেইম খেলা,পিক তোলা,অন্তঃজাল ব্রাউজ,ভাব লওয়া(অন্যতম কারন) এই কতকগুলান বৈশিস্ট থাকিলেই চলিব...।
ধন্যবাদ সবাইকে।লিঙ্ক,বানান ইত্যাদি ভুল থাকিলে বলিয়েন।
আমি arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
done.
সবকিছু ঠিকমত করা হইলে পেইজটা কি রকম হবে, যদি স্কিনশর্ট দিতেন তাহলে আর ও ভালো হইত। দেখি চেষ্টা করে কাজ হয় কিনা। ধন্যবাদ আপনাকে।