আমারা যারা ব্লগস্পট অতবা ভিবিন্ন ওয়েব সাইডের কাজ করি তাদের দরকার মনের মত কালার কোড কারণ কালার কোড ছাড়া ব্লগ বা ওয়েব সাইড কখনো সুন্দর করা অসম্ভব,এর কারণ হল সুন্দর এর দিকে সব সময় মানুষের দৃষ্টি সব চেয়ে বেশী তাকে,আমি জানি আপনি যদি ব্লগস্পট অতবা ওয়েব ডিজাইনার হন আপনার কাছেও কিছু কালার কোড আছে,তবে আমি যদি বলি এই #51937A কালার কোড এর রং কি ? হয়ত সহজে বলতে পারবেন না,আজকে তাকছে কালার কোডের সাথে কালার কোড পরিক্ষার মেসিন ও,চলুন এবার দেখি কালার কোড সহ কোড পরিক্ষার মেসিন
আমি আলম কক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।