জুমলা শিখুন (পার্ট- ১) Intro

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।

আমি আপনাদের সামনে জুমলা সম্পর্কে প্রায় সকল কিছু নিয়ে হাজির হচ্ছি। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত যেতে পারি।

Joomla কিঃ

জুমলা একটি পুরষ্কার পাপ্ত CMS যার পূর্ণ রুপ হলঃ Content Management System। এটি শুধু

Content Management System নয় একটি শক্তিশালি Content Management System। এটি দিয়ে ওয়েব সাইট ও ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়। এটির ব্যবহার খুব সহজ।

CMS কিঃ CMS হচ্ছে অনেক গুলো পদ্ধতির সমন্যয়ের সাহায্যে সহযোগিমূলক(অনেক জন ইউজার) পরিবেশে কাজের ধারা ঠিক রাখার একটি প্রক্রিয়া।

এবং এটি নিচের রুল গুলো মনে রেখে করা হয়ঃ

1.    অনেক গুলো লোককে তাদের ডাটা জমা রাখা এবং শেয়ার করায় সাহায্য করা

2.   ডাটা গুলো কে ইউজার অনুযায়ি ব্যবহার করার অনুমটি দেওয়া। যেমনঃ কোন ইউজার লিখতে পারবে। কেউ পুড়তে পারবে কেউ লিখতে পড়তে ও ডিলিট করতে পারবে ইত্যাদি অনুযাই ভাগ করা।

3.   ডাটা জমা রাখা এবং পুনরায় ফিরে ফেতে সহযে সাহায্য করা।

4.   একই জিনিশ বার বার ঢুকাতে বাধা দেওয়া। যেমনঃ ডুপ্লিকেট কমেন্ট।

5.    সহজে রিপোর্ট লেখা তৈরি করতে সাহায্য

6.   এবং ব্যবহার কারিদের মধ্যে সহযে যোগাযোগ রাখতে সহযোগিতা করা।

জুমলা দিয়ে কত সহজে কত সুন্দর ওয়েব সাইট তৈরি করা যায় তা ব্যবহারের আগে বুঝবেন না।  যারা ব্যবহার করে তারাই  জানে।

জুমলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়ার। আপনাকে এরজন্য কোন ফি দিতে হবে না।

এটি পি এইচ পি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এটি মাই ইসকুয়াল ডাটা বেজ ব্যবহার করে।

জুমলা সম্পর্কে আরো জানতে চলে যান তাদের সাইটেঃ http://www.joomla.org/about-joomla.html

এটি দিয়ে করপোরেট, নন করপোরেট সহ নিজের একটি সাইট সহজে তৈরি করা যায়।

তাহলে আর দেরি কেন? শুরু করুন আমার সাথে।

বিদ্রঃ আমি অনেক বিস্তারিত সহকারে লিখতেছি ও লিখতে চাই, যেন আপনারা একটি CMS শিখে অন্যান্য গুলোতে ও কাজ করতে পারেন।এজন্য আপনাদের মতা মত দরকার।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্লিজ চালিয়ে যান….

    দোয়া করবেন যেন ঠিক মতো চালিয়ে যেতে পারি।

ধন্যবাদ জাকির ভাই আরেকটি টিউটোরিয়াল ধারাবাহিক ভাবে শুরু করার জন্য,আপনার জন্য শুভকামনা রইল এগিয়ে যান।

    আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন ।

Valo uddog. Please series ta ses koiren.

    Thank you. আমার সর্বোচ্চ চেষ্টা করবো।

১ দিন পরপর পোস্ট দিয়েন ভাই….
আমি আজি প্রথম. আর ১ম কমেন্ট টা আমি আপনাকেই করলাম.আশা পূরণ করবেন কিন্তু.

    প্রথম কমেন্ট আমকে করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একদিন পর পর দেওয়া মনে হয় সম্বভ হবে না। I am relay sorry! তবে আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করবো। আর তা ছাড়া আমার ক্লাস রয়েছে। আমাকে ক্ষমা করবে। প্লিজ…

চালিয়ে যান।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    জি চাকা লাগিয়ে দিব। ok?

Carry on bro.

অবশ্যই লিখবেন। আমি কয়েকমাস আগে জুমলা শুরু করেছিলাম। কিন্তু অনেকগুলো সমস্যার কারনে আর এগোতে পারিনি। যেমন একটা সমস্যা ছিল *.swf ফাইল এড করা।

Level 0

জয়েন করলাম আপনার ক্লাসে,
আর আজকির ভাই, চি++ কিন্তু নামিয়ে আর কাজে লাগাতে পারিনি
জিমেইলে এড দিলাম……

    Level 0

    ও হে বিস্তারিত লিখলেই না জানাদের জন্য সুবিধে হবে

    সি এর জন্য fecebook এ কথা বলব। আর কমেন্টের জন্য ধন্যবাদ।

মতামতের অপেক্ষা ??? পূর্ণ মতামত দিলাম। কাজ চালিয়ে যান অনেক উপকৃত হব । ধন্যবাদ।

ভাল টিউন ধন্যবাদ।

হুম জুমলা ইনস্টাল করেছি বহুবার কিন্তু কোনো বারই কাজ করতে পারি নাই।আপনি চালায়া যান

Level 0

জাকির ভাই চালাইয়া যান। পারলে জুমলায় কেমনে বাংলা site বানানো যায় সেটা দেখাবেন। আর আপনার সদয় অবগতির জন্য বলছি যে :: Joomla একটি পুরষ্কার পাপ্ত CMS যার পূর্ণ রুপ হলঃ Contact Management System। আসলে CMS = Content Management System হবে।

    ধন্যবাদ। কে বলছে আপনি Bad boy আপনি একটা Good boy

জাকির ভাই চালিয়ে জান। সহজ ভাষাই লেখলে ভাল হবে।
আপনার ভাল ইচ্ছার জন্য ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ। আমার লেখা কি বুঝতে কষ্ট হচ্ছে?

জাকির ভাই চালাইয়া যান

    ok চাকা লাগাবো ভাই। তাহলে ই চলবে। তাই না তালেব ভাই?

চালাইয়া যান

Level 0

সাথে আছি, এগিয়ে যান।

    সাথে থাকার জন্য ধন্যবাদ।

i would like to learn Joomla from your tutorial pls continue brother…….pls

আপনাকে অসংখ্য ধন্যবাদ। চালিয়ে যান।

জাকির ভাই ধন্যবাদ টিউনের জন্য চালিয়ে যান। আমি আছি।

    অবশ্যই থাকবেন। কেন থাকবেন না?

ami web design er kisui janina.shikhte parbo to?

Carry on . all the best.

আমি HTML এবং CSS শিখেছি। তবে JAVASCRIPT ও PHP সম্পর্কে তেমন জানিনা। এখন আমি কি জুমলা দিয়ে কাজ শিখতে পারব?

সুন্দর টিউনের জন্য অনেক ধন্যবাদ।

ভাই, প্লিইইইইইইইইইইজ চালায়ে যান!!!