এবার ব্লগস্পট সাইট দিয়েই তৈরী হবে প্রফেশনাল মানের ই-কমার্স সাইট। একটি ই-কমার্স ব্লগার টেমপ্লেট এবং আমার কিছু কথা।

আসসালামু আলাইকুম ব্লগস্পট মাষ্টাররা। যেহেতু আমি ব্লগস্পট নিয়ে কাজ করছি সেহেতু আমি প্রতিবারই ব্লগস্পট নিয়ে টিউন করি এবং ব্লগস্পট মাষ্টারদের পাশে থাকি। ঠিক তেমনি আজকেও এর ব্যতিক্রম কিছু না। আজকেও টিউন করছি ব্লগস্পট নিয়েই। তবে সেটা হল ই-কমার্স বিজনেস নিয়ে। আমি প্রতিবারই ব্লগস্পট টেমপ্লেট নিয়ে অথবা ব্লগস্পট সম্পর্কিত টিউন বা আলোচনা করে থাকি তা আপনারা জানেন।

যেমন গত ৫ই মার্চ লাগবে নাকি হুবহুব টেকটিউনসের মত ব্লগার টেমপ্লেট? বর্তমান টেকটিউনস এর মত ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন। [ফ্রী ভার্সন]  এই টিউনটি করেছিলাম। অনেক সাড়া ও পেয়েছি, অনেক সমস্যা ও পেয়েছি। যা বুঝতে পারলাম তা হল অনেকেই  ব্লগস্পট নিয়ে কিছু একটা করতে যাচ্ছেন কিন্তু সঠিক রাস্তাটা খুজে পাচ্ছেন না।

তাই বলে আজকে যে আমি সেই রাস্তা দেখিয়ে দিবো তা না। আমি বলবো চেষ্টা করতে থাকেন। একদিম সাফল্য আসবেই। আসতে বাধ্য। কেননা পরিশ্রমের মধ্যেই সাফল্য নিহিত। যাই হউক আজকে আমি আলোচনা করবো ই-কমার্স সাইট নিয়ে।

বর্তমানে মানুষজনা গৃহমূখি হওয়ায় বাংলাদেশে ই-কমার্সের চাহিদা বেড়েই চলেছে। তৈরী হচ্ছে নিত্য নতুন ই-কমার্স সাইট। অনেকে আবার নিজেকে করে তুলছেন প্রতিষ্ঠিত। আপনার যদি প্রবল আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি পারবেন না কেন? প্রথমবার সাফল্য না পেলে এর পরের বার পেতে পারেন। এর পরের বার না পেলে ৩য় বার পেতে পারেন। এর জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি কোন চেষ্টা না করেই পারবো না বলে কিছু করলেন না, তা তো হয় না। মাইকেল জর্ডান একটি কথা বলেছিলেনঃ "আমি ব্যার্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। " আগে চেষ্টা তো করবেন!?

আপনি যদি পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকেন যে আপনি ই-কমার্স বিজনেসই করবেন তাহলে প্রথমে ব্লগস্পট দিয়ে শুরু করতে পারেন অথবা আপনার যদি পুজি কম হয় তাহলে স্থায়ীভাবেই ব্লস্পট দিয়ে ই-কমার্স বিজনেস করতে পারবেন। আপনারা যদি চান তাহলে ব্লগস্পট দিয়ে ই-কমার্স সাইট তৈরী করার চেইন টিউন করতে পারি।

ই-কমার্স নিয়ে আমার ভালো লাগা আরও দুইটি টিউন পড়তে পারেন। তাহলে ই-কমার্স সম্পর্কে আপনাদের ব্যসিক ধারনাটা হবে।

  1. ই-কমার্স বিজিনেস শুরু করবেন? আপনার ই-কমার্স বিজিনেস বা অনলাইন বিজিনেসকে আরও বেশি উন্নত করবেন কীভাবে? দেখে নিন সেইসব কিলার মেথড।

  2. বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সম্ভাবনাময় খাত ই-কমার্স। হতে চান নাকি একজন তরুণ এবং নতুন উদ্যোক্তা? কিছু কথা এবং ব্লগস্পটেই প্রফেশনাল ই-কমার্স সাইট বানানোর মন্ত্র!

যাই হউক এবার আসি আমাদের মূল কাজে। আজকে আমি যে ই-কমার্স ব্লগার টেমপ্লেটি শেয়ার করবো সেটি হল ShopingGo. ডেমো টা দেখে আসুন এখানে

যদি চান তাহলে এই টেমপ্লেটটি দিয়েই আপনি প্রথমে ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। তাহলে চলুন দেখে আসি এই টেমপ্লেটির কিছু ফিচারঃ

  • Responsive
  • SEO Friendly
  • Ads Ready
  • eCommerce
  • Clean Layout
  • Shopping
  • 4 Column Footer
  • Social Sharing
  • Slider
  • Browser Compatibility

Download

কোন সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন। অথবা ফেইসবুকে আছি আমি অথবা যোগদিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।

সৌজন্যেঃ MS Design [ব্লগস্পট সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে]

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি টেমপ্লেটের সরাসরি ডাউনলোড লিংক দেন না সো শিরোনামে এত চটকদার করেন কেন?

    কি আজবরে ভাই? আমি কি আমার সাইটে গিয়া ডাউনলোড করার কথা বলেছি? আমি যেখানে ফাইল হোষ্ট করেছি সেটার লিংক ইতো দিলাম? আর আমার টিউন আপনার ভালো না লাগতে পারে, তাই বলে তো আপনি এরকম অনাকাঙ্কিত টিউনমেন্ট করতে পারেন নাহ!!

@মোহাম্মাদ সুবেল: আপনি মনে হয় আমার মন্তব্যটি বোঝেন নাই। আপনি একটি ডেমো সাইটের লিংক দিয়েছেন। সেখানে কোন ডাউনলোড লিংক নেই। ডাউনলোড লিংক আছে এই ঠিকানায়। http://www.soratemplates.com/2015/03/shopingo-blogger-templates.html । আর সরাসরি লিংক পাবেন এখানে https://app.box.com/s/y76bfzj08jyt2nuwfbx8g2ftzjj3walz । ফ্রি ভার্সন। আর দেখুন ভূল করলে কেউ না কেউ ভূল ধরিয়ে দেবে। তাতে নেগেটিভ রিয়াক্টিভ করার কিছুই নেই। আপনার টিউনে এর পরে আর মন্তব্য করবো না। ভালো থাকবেন। ধন্যবাদ।

    @সরদার ফেরদৌস ইবনে মতিউর ইবনে জব্বার: আপনি যা বুঝাতে চাচ্ছেন তা যদি একটু বিস্তারিত না বলেন তাহলে বুঝবো কিভাবে? আপনার প্রথম মন্তব্যটা পুরোপুরি একলাইন ও হয়নাই কিন্তু আপনি বুঝাতে চেয়েছিলেন ৫লাইন। টা প্রথমেই এই ২য় মন্তব্যের ৫লাইন লিখে দিলে হয়ত নেগেটিভ রিএক্ট করতাম না। বাই দ্যা ওয়ে, যদি কিছু ভুল বলে থাকি তাহলে দুঃখিত…

thanks for good idea sharing

coming soon. easyshop.us

Level 0

ধন্যবাদ