আসসালামু আলাইকুম ব্লগস্পট মাষ্টাররা। যেহেতু আমি ব্লগস্পট নিয়ে কাজ করছি সেহেতু আমি প্রতিবারই ব্লগস্পট নিয়ে টিউন করি এবং ব্লগস্পট মাষ্টারদের পাশে থাকি। ঠিক তেমনি আজকেও এর ব্যতিক্রম কিছু না। আজকেও টিউন করছি ব্লগস্পট নিয়েই। তবে সেটা হল ই-কমার্স বিজনেস নিয়ে। আমি প্রতিবারই ব্লগস্পট টেমপ্লেট নিয়ে অথবা ব্লগস্পট সম্পর্কিত টিউন বা আলোচনা করে থাকি তা আপনারা জানেন।
যেমন গত ৫ই মার্চ লাগবে নাকি হুবহুব টেকটিউনসের মত ব্লগার টেমপ্লেট? বর্তমান টেকটিউনস এর মত ব্লগার টেমপ্লেট ডাউনলোড করে নিন। [ফ্রী ভার্সন] এই টিউনটি করেছিলাম। অনেক সাড়া ও পেয়েছি, অনেক সমস্যা ও পেয়েছি। যা বুঝতে পারলাম তা হল অনেকেই ব্লগস্পট নিয়ে কিছু একটা করতে যাচ্ছেন কিন্তু সঠিক রাস্তাটা খুজে পাচ্ছেন না।
তাই বলে আজকে যে আমি সেই রাস্তা দেখিয়ে দিবো তা না। আমি বলবো চেষ্টা করতে থাকেন। একদিম সাফল্য আসবেই। আসতে বাধ্য। কেননা পরিশ্রমের মধ্যেই সাফল্য নিহিত। যাই হউক আজকে আমি আলোচনা করবো ই-কমার্স সাইট নিয়ে।
বর্তমানে মানুষজনা গৃহমূখি হওয়ায় বাংলাদেশে ই-কমার্সের চাহিদা বেড়েই চলেছে। তৈরী হচ্ছে নিত্য নতুন ই-কমার্স সাইট। অনেকে আবার নিজেকে করে তুলছেন প্রতিষ্ঠিত। আপনার যদি প্রবল আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি পারবেন না কেন? প্রথমবার সাফল্য না পেলে এর পরের বার পেতে পারেন। এর পরের বার না পেলে ৩য় বার পেতে পারেন। এর জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি কোন চেষ্টা না করেই পারবো না বলে কিছু করলেন না, তা তো হয় না। মাইকেল জর্ডান একটি কথা বলেছিলেনঃ "আমি ব্যার্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। " আগে চেষ্টা তো করবেন!?
আপনি যদি পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকেন যে আপনি ই-কমার্স বিজনেসই করবেন তাহলে প্রথমে ব্লগস্পট দিয়ে শুরু করতে পারেন অথবা আপনার যদি পুজি কম হয় তাহলে স্থায়ীভাবেই ব্লস্পট দিয়ে ই-কমার্স বিজনেস করতে পারবেন। আপনারা যদি চান তাহলে ব্লগস্পট দিয়ে ই-কমার্স সাইট তৈরী করার চেইন টিউন করতে পারি।
ই-কমার্স নিয়ে আমার ভালো লাগা আরও দুইটি টিউন পড়তে পারেন। তাহলে ই-কমার্স সম্পর্কে আপনাদের ব্যসিক ধারনাটা হবে।
যাই হউক এবার আসি আমাদের মূল কাজে। আজকে আমি যে ই-কমার্স ব্লগার টেমপ্লেটি শেয়ার করবো সেটি হল ShopingGo. ডেমো টা দেখে আসুন এখানে।
যদি চান তাহলে এই টেমপ্লেটটি দিয়েই আপনি প্রথমে ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন। তাহলে চলুন দেখে আসি এই টেমপ্লেটির কিছু ফিচারঃ
কোন সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন। অথবা ফেইসবুকে আছি আমি অথবা যোগদিন Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।
সৌজন্যেঃ MS Design [ব্লগস্পট সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে]
আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।
thanks