আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগস্পট মাষ্টারদের জন্য শেয়ার করবো হুবহুব টেকটিউনস এর মত ব্লগার টেমপ্লেট। এর আগেও টেকটিউনস এর মত করে একটি ব্লগার টেমপ্লেট দেখেছিলাম। কিন্তু সেটি টেকটিউন এর আগের ভার্সনের। আর আজকে আমি যে টেমপ্লেটটি শেয়ার করবো সেটি হল টেকটিউনস বর্তমান ভার্সন এর মত।
গত কয়েকদিন আগে টেমপ্লেটটির ডেমো আমি আমার ফেইসবুক বন্ধুদের জন্য উন্মুক্ত করি। তাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। টেমপ্লেটির তৈরী করার মাঝখানে আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলাম যে টেকটিউনস এর মত করে একটি টেমপ্লেট ডিজাইন করছি। তখন থেকেই কিছু ফ্রেন্ড প্রতীক্ষা নিয়ে বসে ছিলেন এবং বসে আছেন ও টেমপ্লটেটি নেওয়ার জন্য। টেমপ্লেট তৈরী করতে অনেক কষ্ট হয়েছে, তবুও এই ফ্রী ভার্সনে ৭০% ফিচার নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হৌক বন্ধুরা এসব কিছু না। আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেটাই যথেষ্ট। তাহলে চলুন টেপমপ্লেটটির ডেমো দেখে আছি প্রথমে...
তাহলে আর দেরি কেনও? ডাউনলোড করে নিন এখনই। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এ জানাবেন অথবা আমি আছি ফেইসবুকে।
সৌজন্যেঃ MS Design [ব্লগস্পট সম্পর্কিত যেকোন সাহায্য অথবা উইডগেট এর নিয়মিত আপডেট পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।
এক কথায় চরম হইছে ভাই। ধন্যবাদ। সত্যিই অনেক সুন্দর