ফ্রিতে প্রোফেশনাল ওয়েবসাইট বানাতে হলে এদিকে আসুন (স্ক্রিনশটসহ)

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । আমি আপনাকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইট সম্পর্কে অনেকেই জানেন কিন্তু সবাই ব্যবহার করেন না । এখান থেকে আপনি প্রোফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এ সাইট আমি আরো ২ বছর আগে ব্যবহার করেছিলাম । মাঝখানে অনেক দিন চালাই নাই, কারণ আমার ইন্টারনেট কানেকশন ছিল না । যাই হোক, ইন্টারনেট নেয়ার পরে নতুন একটি অ্যাকাউন্ট খুললাম । এখন তারা তাদের ফিচার আরো বৃদ্ধি করেছে । তো চলুন, কথা না বাড়িয়ে আমি এ সাইটের কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করি ।

১। প্রথমেই এ সাইটে একটি একাউন্ট করুন Weebly

Weebly তে বানানো আমার সাইটটি দেখতে পারেনঃ All Nasheed Collection

২। আপনার ইমেইলে একটি ওয়েলকাম ম্যাসেজ যাবে ।

৩। এবার আপনার সাইট তৈরি করার পালা ।

৪। আপনি এখান থেকে ওয়েবসাইট, ব্লগ অথবা ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন ।

৫। সাইট তৈরি করার পরে এডিট অপশনে যান ।

৬। সেখান থেকে ড্রাগ এবং ড্রপ সিস্টেমে টুলসগুলো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন ।

* সাইট যেভাবে এডিট করবেন ।

* ডিজাইন যেভাবে চেঞ্জ করবেন ।

* পেজ যেভাবে অ্যাড বা রিমোভ করবেন ।

* স্টোর পেজ যেভাবে অ্যাড করবেন ।

* সেটিং যেভাবে চেঞ্জ করবেন ।

* সর্বশেষে ওয়েবসাইট পাবলিশ করবেন ।

বিশেষ সুবিধাঃ

* এখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আপনার রেফারাল লিঙ্কে রেজিষ্টার করার জন্য বলতে পারেন । এতে করে তারা রেজিষ্টার করে ওয়েবসাইট পাবলিশ করলে তারা আপনাকে ওয়েবসাইট আপগ্রেড করার জন্য প্রতি রেফারালে $10 USD দিবে ।

আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না, লেখায় ভুল ত্রুটি হতেই পারে । আশা করি আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।


 

পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছিলঃ Technology in Bangla

সফটওয়্যার এবং কিজেন ডাউনলোড করতে হলে ভিজিট করুনঃ All Software & Crack Collection

আমার ইউটিউব চ্যানেলঃ Free Online Video Tutorial

 

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর।ধন্যবাদ।

বহু আগে এ নিয়ে টিউণ হয়েছে অনেক। নতুন কিছু দেন।

যাই হোক, আমি আগেই বলেছি আমি প্রোফেশনাল ব্লগার না, আমার ভুল হতেই পারে ।

Level 1

10$ ki tula jabe?

বললেন ফ্রী, আসলে তো ভাই ফ্রী নাই………………
পাবলিশ করতে গেলে টাকা চাই।
কি ভাবে ফ্রী পাওয়া জাই একটু বলবেন কি ……………!!

পাবলিশ করতে গেলে তো টাকা চায় না । পাবলিশ হয় তো । আমি ফ্রি চালাই কিন্তু পাবলিশ হয় । তখন আপনাকে সাজেষ্ট করে আপনি ডোমেন কিনবেন কিনা ।
আমার ওয়েবসাইটটা দেখেনঃ http://all-nasheed.weebly.com

হাবিব ভাই, এই $10 তোলা যাবে না । কিন্তু আপনি আরো কিছু ডলার হলে আপনার সাইটটি আপগ্রেড করতে পারবেন ।
আপনি INVITE ট্যাব এ গিয়ে আপনার রেফারাল লিঙ্ক পাবেন । সেই লিঙ্ক কপি করে দিয়ে আপনার বন্ধুদের রেজিষ্টার করতে বলতে পারবেন । প্রতিজন রেজিষ্টার করলে আপনি $10 পাবেন । এ $10 দিয়ে আপনি শুধু ওয়েবসাইট আপগ্রেড করতে পারবেন ।

কত $ লাগবে ওয়েবসাইট আপগ্রেড করতে ?

এখানে গিয়ে আপগ্রেডের প্ল্যানগুলো দেখেন :
http://www.weebly.com/#plans/compare