এখনই ডাউনলোড করুন টুইটার বুটস্ট্রাপ ওয়েবসাইটের অফলাইন মোড,সর্বশেষ ভার্সন

star 7বিসমিল্লাহির রাহমানির রাহিমstar 7

star 7আসসালামুআলাইকুম। টেকটিউনস পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আশা করি ভাল আছেন সবাইstar 7


star 7যারা ওয়েব ডিজাইন,ডেভলপিং এর সাথে জড়িত অথবা তারা এতক্ষনে বুঝে গেছেন আজকের আমি কি নিয়ে টিউন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক।star 7

star 7বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখছেন এবং লিমিটেড নেট তারা মাঝে মাঝেই বিড়ম্বনায় পরেন । এমনও হয় যে আপনার সেই মূহুর্তে ইন্টারনেট কানেকশান নেই বা ইন্টারনেট কানেকশান স্লো। আর, বার বার ইন্টারনেট ডাটা খরচ করে ডকুমেন্টেশনগুলো দেখাটাও একটা বিরক্তের ব্যপার। আমার কাছেও তাই মনে হয়। গুগল করেও অফলাইন ভার্সন পেলাম না। তাই গতকাল এটাকে অফলাইন ভার্সন করে ফেললাম। কিন্তু পরলাম আরেক বিড়ম্বনায়। পেজের ডিজাইন ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। বুটস্ট্রাপ এর আইকন গুলো একটাও নাই। HTML ফাইলগুলো edit করে দেখি সবগুলোর CSS ফাইলের লিংকগুলো অনলাইন লিংক। যদি, নেট লাগেই তাহলে অফলাইন করে আর কি হল।শুরু করলাম HTML ফাইল আর JS ফাইলগুলো এডিট করা। একে একে সবগুলো HTML এডিট করে CSS আর JS ফাইলের লিংক ঠিক করে দিলাম। তারপর Glyphicons গুলো নতুন করে আনতে হল। পরিশেষে এর অফলাইন ভার্সন তৈরী হল। এটা মুলত নিজের কাজের জন্য তৈরী করলেও আপনাদের অনেকেরই হয়ত কাজে লাগবে। তাই শেয়ার করা। নিচ থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংকঃ

star 7আজ চলে যাচ্ছি । আবার দেখা হবে star 7star 7

ifacuh 2ifacuh 2ifacuh 2

Level 0

আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কাজটা কিন্তু

ভাল করলেন.. ধন্যবাদ

আপনাকেও স্বাগতম।

assa vi eta kivabe kaz korbo, i mean link e dhukesi thn ase, offline version tar link enter dile ki net connect carai pora jabe , thik bujteci na

হুম। অফলাইন ভার্সনে পুরা অফলাইনেই পড়া যাবে। শুধু rar ফাইলটা ভেঙ্গে index.html এ ক্লিক করে। অন্য সাইটের মতো স্বাভাবিক ব্রাউস করুন।