বিসমিল্লাহির রাহমানির রাহিম
যারা ওয়েব ডিজাইন,ডেভলপিং এর সাথে জড়িত অথবা তারা এতক্ষনে বুঝে গেছেন আজকের আমি কি নিয়ে টিউন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক।
বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখছেন এবং লিমিটেড নেট তারা মাঝে মাঝেই বিড়ম্বনায় পরেন । এমনও হয় যে আপনার সেই মূহুর্তে ইন্টারনেট কানেকশান নেই বা ইন্টারনেট কানেকশান স্লো। আর, বার বার ইন্টারনেট ডাটা খরচ করে ডকুমেন্টেশনগুলো দেখাটাও একটা বিরক্তের ব্যপার। আমার কাছেও তাই মনে হয়। গুগল করেও অফলাইন ভার্সন পেলাম না। তাই গতকাল এটাকে অফলাইন ভার্সন করে ফেললাম। কিন্তু পরলাম আরেক বিড়ম্বনায়। পেজের ডিজাইন ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। বুটস্ট্রাপ এর আইকন গুলো একটাও নাই। HTML ফাইলগুলো edit করে দেখি সবগুলোর CSS ফাইলের লিংকগুলো অনলাইন লিংক। যদি, নেট লাগেই তাহলে অফলাইন করে আর কি হল।শুরু করলাম HTML ফাইল আর JS ফাইলগুলো এডিট করা। একে একে সবগুলো HTML এডিট করে CSS আর JS ফাইলের লিংক ঠিক করে দিলাম। তারপর Glyphicons গুলো নতুন করে আনতে হল। পরিশেষে এর অফলাইন ভার্সন তৈরী হল। এটা মুলত নিজের কাজের জন্য তৈরী করলেও আপনাদের অনেকেরই হয়ত কাজে লাগবে। তাই শেয়ার করা। নিচ থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংকঃ
আজ চলে যাচ্ছি । আবার দেখা হবে
আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://drive.google.com/file/d/0B0SaCmMTwBSdZTVqOWJqQklYUnM/view?usp=sharing