ডিজাইনার হইয়া গেছি, এখন কি করবো ?
জটিল প্রশ্ন, উত্তর টা আমি শুরু করবো আরেক টা প্রশ্ন দিয়ে।
আপনি ঠিক কতটা জানেন ?
মুলত আমরা নিজেদের ওয়েব ডিজাইনার বলতে পারি Html, css জানার পরেই। কেননা একটা কর্পোরেট ক্লায়েন্ট এর ওয়েবসাইট ডীজাইন করতে বা বানিয়ে দিতে এদুটো জানলেও কাজ চলে। একটি সুন্দর করতে আপনার লাগবে Html5 আর css এর শেষ css3 টা। অনেক কিছুই নিউ এগুলোতে, আগের কটা জিনিষ বাদ ও দেয়া হইছে। তো নিজেকে ডিজাইনার বলার আগে আপনার জানতে হবে এদুটো।
মাঝখানে একটু ছোট টপিক, কর্পোরেট ক্লায়েন্ট কি ?
আমার উত্তর হবে এরা হলো সোনার ডিম পারা হাস। ধরা যাক একটা কম্পানীর পোর্টফলিও সাইট যেখানে তাদের ছবি আর নানা তথ্য থাকবে তাদের ক্লায়েন্ট দের জন্য। এ নিয়ে পরের পর্বে বিস্তারিত থাকবে। সার্ভার যারা চালান মানে ওয়েব হোস্টিং কম্পানী তাদের কাছেও কর্পোরেট ক্লায়েন্ট রাই আসল কাস্টমার।
হুম কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে ফ্ল্যাস ব্যাবহার করতে, সরাসরি হয়তো না, তারা এসব না বুঝার ই কথা, তারা বলবে ওয়েবপেইজে এনিমেশন রাখতে, অন্যরকম কিছু ডিজাইন করতে, ফ্ল্যাস অফকোর্স খারাপ জিনিষ হলেও দেখতে অসাধারন লাগে আমার কাছে। তো এবার ফ্ল্যাস টা শিখে ফেলুন দেখি।
ফ্ল্যাস এখন দেশে সবথেকে বেশী ব্যাবহার করা হয় এড ডিজাইন করতে। যেখানে Gif ইমেজ দিয়েই ছোটখাটো ইফেক্ট দেয়া সম্ভব, সেখানে ফ্ল্যাস দিয়ে বিজ্ঞাপন কে আরো আকর্ষনীয় করা হয়।
যাহোক, ধরা গেলো আপনি ডিজাইন শিখে ফেলেছেন। এবার কি করবেন ?
করতে পারেন বেশ কিছু কাজ, Themeforest এর মত অনলাইন মার্কেটে নিজের ডিজাইন সেল করতে পারেন,
http://themeforest.net/ একটা অনলাইন মার্কেট, এখানে আমি বলবো দুনিয়ার সেরা রা নিজেদের ডিজাইন করা টেম্পলেট, ওয়ার্ডপ্রেস থিম এসব বিক্রি করেন। আসলে এখান কার সবকিছুই প্রিমিয়াম, ফ্রি বলে কিছু নাই। সো আপনি যদি মনে করেন আপনার ডিজাইন আমি টাকা দিয়ে কেনার মত, তাহলে এখানে সাবমিট করতে পারেন। সুধু মাথায় রাখা লাগবে নো কপি পেস্ট, আগাগোড়া নিজের বানানো কিছুই এখানে সাবমিট করা উচিত। খুজলে এরকম আরো কোন মার্কেট পাবেন অনলাইনেই। আর একবার যদি সেই মানের কিছু বানিয়ে ফেলতে পারেন, তাহলে তো কথাই নাই। আপনার প্রফেশনাল হবা ঠেকায় কে, সাথে ইনকাম ও কম না।
স্থানীয় দুচার টা কাজ করে দিতে পারেন নামমাত্র মুল্যে। ( এ কাজ টা আমি নিজে করেছি ) । বাট হ্যা, দু চার টা, সবকাজ ই কষ্ট করে করে কম মুল্য নিয়ে নিজেকে বিলা বানিয়ে ফেলবেন না। তখন আপনি একযায়গায় কাজ নিতে যাবেন, আর সেখানে আমার মত কেউ যেয়ে বলবে “ওহ লোকাল ডিজাইনার ? “ । কাজ যে প্রফেশনাল করবে তার রেট হাই হবেই, এখন আপনার ক্লায়েন্ট যদি না বুঝে যে প্রফেশনাল কাজ কি, যদি কম দামেই আজীবন খুজে তাহলে তার ক্লাস চায়না মোবাইল বলা যাইতে পারে, দুইদিন চলে, তিন দিনের দিন সে সাইটে মশামাছি ঢু মারতে যাবে কিনা সন্দেহ। এখন আপত্তি জানাতে পারেন অনেকে, যে ভাই প্রফেশনাল না হলে কি ভালো সাইট বানানো যায় না নাকি ?
ক্লায়েন্ট আপনার ভগবান, তার সাথে কেমন আচরন করা উচিত এ নিয়ে মনে হয় কোন একটা টিউন করছিলাম, খুজে দেখেন আমার টিউনার প্রফাইলে। না থাকলে পরে এক সময়।
আর নিজেকে হাইলাইট করতে সবটুকু মেধা দিয়ে নিজের একটা পোর্টফলিও ওয়েবসাইট বানিয়ে ফেলুন, যেখানে নিজের ডিজাইন কিছু শোকেস এর মত করে সাজিয়ে রাখুন। খুব কাজে দেবে এটা।
আরো বড় কথা হবে , ভাবুন, ডিজাইন খুব ক্রিয়েটিভ একটা ব্যাপার, যত ইউনিক কিছু দেবেন, তত ভালো ডিজাইনার আপনি। কোন সাইট থেকে কিছু কপি করতে না যাবেন না, টেমপ্লেট কে না বলুন, সেটা আপনার আগে আরো এক হাজার জন ব্যাবহার করে ফেলছেন।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
🙂 🙂