আসসালামুয়ালাইকুম। আসাকরি সবাই ভাল আসেন। ব্লগিং সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এই তথপ্রঝুক্তির যুগে ব্লগিং কি এটা সবাই জানে। চলুন কাজের কথাই বলি।
ব্লগিং কিভাবে শুরু করবেন?
প্রথমে আপনার একটি জিমেইল আইডি থাকা আবশ্যক না থাকলে তাড়াতাড়ি আইডি খুলে নিন। আইডি খুলা হয়েগেলে আপনারাএই লিঙ্ক এ চলে যান এবং নিচের মতো করে এখানে একটি একাউন্ট খুলুন।
এই লিঙ্ক এ ক্লিক করার পরে নতুন একটি পেইজ আসবে। যদি জিমেইল আইডি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করার জন্য বলবে করে নিবেন।
আপনার জিমেইল একাউন্ট যদি গুগল প্লাস করা না থাকে তাহলে করে নিন।
এখন ছবির মতো করে কাজ করুন।
প্রথমে যে ইমেজ দেখতেছেন এভাবে পেইজ আসবে। এখানে Continue to blogger লেখাতে ক্লিক করুন। নতুন আরেকটি পেইজ আসবে।
এখন আপনি New blog লেখাতে ক্লিক করুন। আরেকটি পেইজ ওপেন হবে।
এখন আপনি Title এ আপনি যে বিষয়ের উপর ব্লগ করতে চান তা লিখুন। যেমনঃ আমি Teach এর উপর করতে চাচ্ছি এজন্য টাইটেল দিয়েছি Teach 50। এখন Address আপনার টাইটেল এর মতো দিন স্পেস রাখবেন না। যদি আইডি available না হয় তাহলে এড্রেস কাট-সিট অথবা কিছু যুগ করে available করে নিন। Template থেকে আপনার ইচ্ছেমত টেমপ্লেট এ ক্লিক করুন। সবশেষে Create blog এ ক্লিক করুন।
এখন আপনার ব্লগ তৈরি হয়ে গেছে। আপনি আপনার ব্লগ এর নামের উপর ক্লিক করে ব্লগ এর Dashboard এ প্রবেশ করুন।
If you need computer, technology, adsense, seo, wordpress those type informations, then visit Technic Desk , and also read about hostgator coupon.
Thanks for all tech lovers.
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044
good post. but old