টুইটার বুটস্ত্রাপ এর পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।
আজকে আমি টুইটার বুটস্ত্রাপ যে বিষয় গুলো নিয়ে আলোচনা করবো :
যদিও এর আগের পর্বে বলেছিলাম আজকে মিডিয়া কেউরি নিয়ে আলোচনা করবো। মিডিয়া কেউরি এর কাজ টা একটু অ্যাডভান্স টাই এইটি কোর্সের শেষ এর দিকে আমি দেখবো।
<blogquote> টাগ ব্যবহার করে আপনারা খুব সহজে যেকোনো পেরেগ্রাপ এর মাঝখানে সুন্দর ভাবে হাইলাইট করতে পারেন
উধাহরণ ৩
Cite ট্যাগ ব্যবহার করে খুব সহজে সোর্স টাইটেল দিতে পারেন।
নিচের মত কোড গুলো লিখে ফেলুন
ইনপুট
আউটপুট
উধাহরণ ৪
.blockquote-reverse ক্লাস ব্যবহার করে ডান দিকে লিখা গুলো কে নিয়ে যেতে পারেন। নিচের উধাহরণটি দেখলে আরও ভাল বুঝতে পারেন।
ইনপুট
আউটপুট
Lists
আউটপুট
উধাহরণ ২
এখন আমরা দেখবো কিভাবে Horizontal description লিস্ট তৈরি করা যায়।নিচের মত কোড গুলো লিখে ফেলুন
আউটপুট
Inline
ইনপুট
আউটপুট
User input
ইনটারনেট এ টেক্সট টিউটরিয়াল তৈরি করার সময় <kbd> এই কোড টি বেশ কাজের।
আউটপুট
Basic block
যে কোন কন্টেন্ট কে ব্লক করুন <Pre> ট্যাগ দিয়ে।
নিচের মত কোড লিখুন।
আউট পুট
কিভাবে <class="pre-scrollable"> ট্যাগ ব্যবহার করে স্ক্রোল বার দিবেন।
আউটপুট
Variables
ইনপুট
আউটপুট
আমরা এখন বুটস্ত্রাপ এর ডিফল্ট ক্লাস ব্যবহার করে কিভবে টেবিলে সুন্দর সব Effect দেয়া যায় তা দেখবো।
Basic example
আউটপুট
Striped rows
ইনপুট
আউট পুট
Bordered table
আউটপুট
Hover rows
আউটপুট
আপনার কম্পিউটার এ যদি মোজিলা ফয়ারফক্স ইন্সটল করা থাকে তাহলে CTRL+SHIFT+M চেপে দেখুন দেখবেন ছোট Screen এ ও টেবিলটিকে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে।
তো আজ এই পর্যন্ত,আমি এই খানে যে সব বিষয় নিয়ে আলোচনা করি নি,সেগুলো আপনারা নিজেরায় পারবেন যদি ভালো ভাবে এইচটিএমএল ও সিএসএস শিখে থাকেন। এর পরের পর্বে আমি বুটস্ত্রাপ এর পরের ফিচার গুলো নিয়ে আলোচনা করবো, আর হ্যাঁ আরও একটি কথা এই টিউন লিখথে গিয়ে ছোট খাটো ভুল ভ্রাম্থি হয়েছে আশা করি এই গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাইকে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
সুন্দর পোষ্ট লিখছেছ ভাই |