নিজের বা কোম্পানির ওয়েবসাইট করতে চান? ডোমেইন -হোস্টিং নিয়ে চিন্তিত? তাহলে এই পোস্টটি আপনার জন্য। জেনে নিন ওয়েবসাইট করার জন্য ওয়েব হোস্টিং নিতে চাইলে আপনাকে কি কি জানতে হবে? জেনে রাখুন এবং নিজেকে রক্ষা করুন প্রতারণার হাত থেকে!

তথ্যপ্রযুক্তির যুগে তথ্যনির্ভর পোস্টে আপনাকে স্বাগতম। ছোট হোক বা বড় প্রত্যেক কোম্পানির কিন্তু একটি ওয়েবসাইট চাই ই চাই? কারন? এর কারন হচ্ছে- বেশিরভাগ লোকই এখন চান কোন কোম্পানি বা সেবা সম্পর্কে তাদের অফিসে না গিয়ে সরাসরি নেট থেকে তথ্য জেনে নিতে। এতে করে সময় এবং অর্থ দুই-ই বেচে যায়। এবং কোম্পানি গুলোও কোন রকম জটিলতা ছাড়া তাদের প্রতিষ্ঠানের প্রচার করতে পারেন সারা দুনিয়ার কাছে । আর এর জন্য কিন্তু একটি গুডলুক যুক্ত ওয়েবসাইট অতি জরুরী। এর এই ওয়েবসাইট তৈরি করতে গিয়ে ডোমেইন হোস্টিং নিয়ে চলছে নানা রকম প্রতারণা এবং ধান্দাবাজি।

তাই আপনিও যাতে এই প্রতারণার স্বীকার না হন এই জন্যই আপনারও জেনে নেয়া উচিত ডোমেইন, হোস্টিং কি, এর দাম কেমন, এবং এই সম্পর্কিত কিছু তথ্য।

চলুন প্রথমেই জেনে নিই ডোমেইন নেম কি?
ডোমেইন হচ্ছে কোন একটি ওয়েবসাইটের নাম। যেমন- ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে- http://www.facebook.com ,  কাজেই যে কোন ব্যাক্তি তার নিজের নামে অথবা তার প্রতিষ্ঠানের নামে ডোমেইন রেজিস্ট্রেশন করাতে পারেন। একটি ডোমেইন নেম হচ্ছে আপনার বা আপনার কোম্পানির অনলাইন নাম।

তবে যে ডোমেইনটি একবার রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে সেটি আর দ্বিতীয় কোন ব্যাক্তি রেজিস্ট্রেশন করাতে পারবেন না। এই জন্যই আপনার পছন্দের ডোমেইনটি অন্য কেউ রেজিস্ট্রেশন করিয়ে ফেলার আগেই আপনি আপনার নিজেরটি আজই রেজিস্ট্রেশন করিয়ে নিন।

হোস্টিং কি?
যে কোন কোম্পানি বা ব্যাক্তির নামে ডোমেইন রেজিঃ করার পর সেই ডোমেইন এর ভেতর ঐ ব্যাক্তি বা কোম্পানির তথ্য রাখা হয়। আর এই তথ্য রাখার জন্য প্রয়োজন হয় কিছু স্পেস বা জায়গার। এটিই হচ্ছে হোস্টিং। আপনার করা ওয়েবসাইট এর সকল তথ্য এই হোস্টিং এ মজুদ থাকে এবং আপনার ওয়েবসাইটের ব্যাবহারকারীরা প্রয়োজন অনুসারে এটি থেকে তথ্য পেতে পারে।

ব্যান্ডউইথ কি?
এটি হচ্ছে আপনার সাইটটি কত জন দেখতে পারবে সেটির লিমিটেশন। যেমন- ধরুন আপনার প্রতিমাসে ব্যান্ডউইথ হচ্ছে মাসিক- ১০ জিবি (১০*১০২৪*১০২৪= ১০৪৮৫৭৬০ কিলোবাইট)। এখন প্রতিবার যখন আপনার সাইটে কেউ ঢুকবে তখন এই ব্যান্ডউইথ কাটতে থাকবে। যেমন- আপনার ওয়েবসাইটের প্রথম পেইজ যদি- ৫১২ কিলোবাইট সাইজের হয় এবং কেউ যদি একবার আপনার প্রথম পেইজ লোড করে দেখে তাহলে আপনার টোটাল ব্যান্ডউইথ থেকে এই ৫১২ কিলোবাইট কেটে নেয়া হবে। এই ভাবে আপনি প্রতিমাসে নির্দিষ্ট সংখ্যক ব্যান্ডউইথ পাবেন।

রিনিউয়াল/ রিনিউ কি?
আসলে আপনি একবার একটি ডোমেইন বা হোস্টিং রেজিস্ট্রেশন করলে সেটার মেয়াদ আজীবন থাকবে না। সাধারণত সকল ডোমেইন হোস্টিং এর মেয়াদ হয় ১ বছর। প্রতি বছর আপনার ডোমেইন এবং হোস্টিং রিনিউ বা নবায়ন করতে হয়। এই সময় একটি নির্দিষ্ট চার্জ দিতে হয়।

ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন চার্জ আর রিনিউ চার্জ সমান নাও হতে পারে। তাই ডোমেইন হোস্টিং রেজিস্ট্রার করানোর আগে অবশ্যই অবশ্যই জেনে নিন পরবর্তী বছর থেকে রিনিউ করতে কত চার্জ লাগতে পারে।

আশা করছি যারা এই বিষয় গুলো জানতেন না তারা ভালভাবে বুঝে গেছেন। আজকের পর্বটি খুবই বেসিক বিষয় গুলো নিয়ে লিখলাম। কারন, এই খুটিনাটি বিষয় গুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি ডোমেইন হোস্টিং কিনতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।

ভাল থাকবেন সবাই। আগামী পর্বে ইনশাআল্লাহ্‌ আলোচনা করব, ডোমেইন এবং হোস্টিং কেনার সময় আপনাকে কোন কোন বিষয় গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং কিভাবে আপনার চাহিদা অনুযায়ী সেরা হোস্টিং বের করবেন সেটা।

ডোমেইন হোস্টিং সংক্রান্ত যে কোন সমস্যায় আমাদের ফেসবুক গ্রুপ এখানে।
সময় পেলে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে। এখানে আমরা।

আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।

Level 0

আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর পোস্ট। এই বিষয় নিয়ে কিছু দ্বিধাদন্দে ছিলাম। পোস্টটি পরে উপকৃত হলাম। ধন্যবাদ।

ভাই অনেক সুন্দর হইসে, আপনার কাছ থেকে সব সময় নতুন কিছু পাই।
ভাই একটা প্রশ্ন ছিল, আমি যদি একটা নিউজ পেপার সাইট করতে চাই তাহলে আমার কতটুকু হস্টিং লাগবে?

Level 0

ব্যান্ডউইথ টা কম বুজলাম,

আমরা যারা নতুন ওয়েবসাইট বানাতে চাই, তারা সর্ব প্রথম যে দুটি সমস্যায় পড়ি তা হলো-

১. ডোমেইন কোত্থেকে কিনব?

২. ভাল ওয়েব হোস্টিং কোথায় পাওয়া যাবে?

এই জন্য নানা প্রশ্ন মাথায় এসে ভিড় করে! কারা ভাল প্রভাইডার? যাদের কাছে থেকে হোস্টিং কিনছি বা ডোমেইন কিনছি, তারা ভাল সাপোর্ট দেবে কিনা? কম খরচের উপর কিভাবে চালিয়ে দেওয়া যায়? আসুন মুল আলোচনার আগে জেনে নেই, কেন একটা ভাল সাইট থেকে ডোমেইন বা হোস্টিং কেনা প্রয়োজন?

এই নিয়ে আমি খুব বিস্তারিত একটা পোষ্ট করেছি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেঃ https://www.techtunes.io/web-development/tune-id/452050

পোষ্টটি পড়ে দেখুন ভাই। আশা করি আপনার অনেক উপকার হবে।