যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তাদের অনেক সময় , ক্ষনিকের জন্য ওয়েব সাইট হোস্ট করার দরকার হয় । আর যারা নতুন শিখছেন তাদেরও দরকার হয়। পেইড হোস্টিং সার্ভিস থেকে ভাল ফলাফল পেলেও ফ্রি গুলা অনেক সময় ডাউন থাকে । তারপর আবার আছে ftp ব্যাবহার করার ঝামেলা । যারা এতকিছু জানেন না , তারা খুব সহজে গুগল ড্রাইভে রাখতে পারেন আপনার html বা স্টাটিক সাইট । আপনি হয়ত একটি সাইট ডিজাইন করেছেন অভিজ্ঞ কাওকে দেখাতে চাইছেন অথবা নিজেই পরিক্ষা করে দেখতে চাইছেন অনলাইনে কেমন দেখাবে আপনার সাইট । তবে এর সবচেয়ে ভাল ব্যাবহার মনে হয় করতে পারেন আপনার পোর্ট ফোলিও সাইট এর জন্য । বিভিন্ন সাইট ডিজাইন করে গুগল ড্রাইভে রেখে দিয়ে সেগুলোর লিঙ্ক দিয়ে রাখতে পারেন আপনার অরিজিনাল পোর্ট ফোলিও সাইটে । আপনি যে উদ্দেশ্যেই করেন সেটা আপনার ইচ্ছে ।
নিচের ভিডিও এর মত কাজ করতে গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করুন । মজিলা ব্রাউজারে সাপোর্ট করে না ।
আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, জটিল একটা জিনিস দেখাইছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদের চেয়ে বেশি কিছু থাকলে, ওইটা ই দিতাম।