দেশের সকল সরকারি কলেজে ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

দেশের সকল সরকারি কলেজে ডায়নামিক ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৮ জানুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিনিয়র সিস্টেমস এনালিস্ট মোঃ মোফাখখারুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে ওয়েবসাইট তৈরি করে এর ঠিকানা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজগুলোর কাজকর্ম তড়িৎ ও সুচারুভাবে করতে এ নির্দেশ দিয়েছে সরকার। এসব ওয়েবসাইট বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার হোস্ট করতে হবে।

কলেজের ওয়েবসাইটে যে সকল তথ্য নিয়মিত আপডেট করতে নির্দেশ করা হয়েছে সেগুলো হলোঃ

  • প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ ও বিগত শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবিসহ ডাটাবেজ (আর্কাইভ)
  • একাডেমিক ক্যালেন্ডার
  • বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোনো শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে)
  • প্রতিষ্ঠানের ইতিহাস
  • ভৌত অবকাঠামো
  • বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য
  • তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সব তথ্য
  • বিভিন্ন পরীক্ষার ফল
  • ভর্তির তথ্য
  • বিভিন্ন ফরম
  • বিভিন্ন নোটিশ
  • শিক্ষার্থী প্যানেল
  • শিক্ষক প্যানেল
  • অভিভাবক প্যানেল
  • ফটো গ্যালারি
  • লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা
  • অভিযোগ কর্নার ইত্যাদি ।

টিউনটি পূর্বে প্রকাশিত এখানে

সৌজন্যেঃ লেখাপড়া বিডি

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অনেক দিনের একটা দাবি এটা। অবশ্য এটা কাউকে বলতাম না, শুধু মনে মনে ছিল। বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা ডায়নামিক ওয়েবসাইট থাকা খুব জরুরী। অন্তত সরকারী কলেজগুলোর জন্য তো এটা অপরিহার্য।

আমার একটি স্কুলের জন্য এরকম একটি ওয়েব সাইট করা প্রয়োজন, আমাকে একটু হেল্প করবেন?

কাদের মাধ্যমে কাজটা করালে ভালো হবে, কেমন খরচ পড়বে,কিভাবে যোগাযোগ? করবো এই সব আরকি,

আমি থাকি চুয়াডাঙ্গা জেলাতে , কাছাকাছি কেউ থাকলে তাদের বিস্তারিত জানালে সুবিধা হতো।