আজকে আমি আপনাদের সাথে যা যা আলোচনা করবো :
অফসেটইং কলাম এর মানে হল,আপনি যদি col-lg-offset-1 দেন সেক্ষেত্রে সে ডান দিকে এবং বাম দিকে এক ঘর খালি রাখবে। col-lg-offset-২ দিলে দুই দিকে ডানে বামে দুই ঘর খালি রাখবে। চলুন ব্যাপারটি বাস্তবে দেখা যাক।
প্রথমে আপনার টেক্সট এডিটর টি ওপেন করে নিচের ছবির মত টাইপ করুন।
এই খানে আমি col-lg-offset-২ দিয়েছি
আউটপুট
col-lg-offset-3 দিলে সে ডানে এবং বামে ৩ ঘর করে খালি রেখে মাঝ বরাবর চলে আসবে।
আউটপুট
তো এই ভাবে করে আপনারা col-lg-offset-4,col-lg-offset-5,col-lg-offset-6 দিয়ে দেখুন।
গ্রিড এর আরও কিছু উদাহরণ
নিচের এই মেনু আর সাথে Social বাটন টি তৈরি করতে,মেনুতে কয়টি কলাম লাগবে আর Social বাটন এ কয়টি লাগবে????
চলুন বাস্তবে দেখা যাক।
আমি প্রথমে আমার প্রজেক্ট এ ফন্টঅসাম ইন্সটল করছি
প্রথমে এই ওয়েব সাইট এ যান http://fortawesome.github.io/Font-Awesome/ এর পর ডাউনলোড এ ক্লিক করুন।
এর পর ফাইল টি ডাউনলোড হবার পর জিপ ফাইলটি আনজিপ করুন।আনজিপ করার পর ফন্ট ফোল্ডার এ যত ফন্ট আছে তা আপনার প্রোজেক্ট এর ফন্ট ফোল্ডার এ Paste করে দিন।এর পর সিএসএস ফোল্ডার এ font-awesome.min.css ফাইলটি কাট করে আপনার প্রোজেক্ট এর সিএসএস ফোল্ডার এ Paste করে দিন। এর পর ফাইল টিকে Index.Html এ কল করার পালা।
ফাইল টিকে স্টাইল সীট এর নিচে <link href="css/font-awesome.min.css" rel="stylesheet"> দিয়ে কল করাতে হবে আশা করি এই গুলো আপনারা জানেন।
Navigation মেনুটি তৈরি করতে নিচের মত এইচটিএমএল Markup করে ফেলুন।
আউটপুট
এই বার আমরা এইটিকে সিএসএস দিয়ে স্টাইলইং করবো।
অউটপুট
আশা করছি গ্রিড সিস্টেম নিয়ে আমি আপনাদের কিছুটা হলেও ধারনা দিতে পারেছি।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
খুবই সুন্দর টিউন ।