আপনি কি চান আপনার ব্লগ এ ভিজিটর বসে থাকুক । কোন কাজ করুক কিন্তু আপনার ব্লগ বা সাইটে ভিজিটর অবশ্যই কারন ছারা বসে থাকবেনা। তাই ভিজিটর দের জন্য নিয়ে এলাম রোবট ।
হুম আপনার সাইটে ধুকে ভিজিটর যতক্ষণ খুসি ততক্ষন রবতের সাথে কথা বলবে । বিশ্বাস হচ্ছে না তাহলে একটু ডেমো দেখে আসুন ।
এখন কাজের কথায় আসি আপনি যদি এই মজাদার জিনিস টি আপনার সাইটে বা ব্লগ এ যুক্ত করতে চান তাহলে নিচের কোড টি কপি করুন ।
<iframe frameborder="0" name="cleverbot" scrolling="no" src="http://www.cleverbot.com/cleverbotif" style="background-color: white; box-sizing: border-box; color: #1a212b; font-family: Roboto, sans-serif; font-size: 18px; line-height: 29.25px; max-width: 100%;" width="100%"></iframe><br/><span style="font-size: x-small;"><a href="http://adroiten.blogspot.com/" target="_blank"><span style="color: orange;">Robotic Chat Box by</span> <span style="color: #0b5394;">Adroiten</span></a></span>
কোড টি যেখানেই বসান না কেন মনে রাখবেন যেন HTML হিসেবে সেভ হয়।
ব্লগার এ বসাতে চাইলে Layout থেকে Add a Gadget তারপর কোড তা পেস্ট করুন এবার সেভ করে বের হয়ে আসুন । কোড তা কাজ না করলে বলবেন ।
এরকম আরও পোস্ট পাবেন এখানে
আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে আগ্রহী
খুবই মজা পাইলাম চ্যাটিং করে। ধন্যবাদ।
সত্যিকারের কেউ যদি এমন করে চ্যাটিং করত তাহলে ভালোই হতো।