কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। অনেকেই ওয়েব ডিজাইন করে অনলাইন থেকে অনেক অর্থ উপার্জন করছে। কেউ কেউ মার্কেটপ্লেস গুলোতে কাজ করছে আবার কেউ কেউ খুলেছে নিজের কোম্পানি। সে, যাই হোক না কেন, আয় করতে গেলে ওয়েব ডিজাইন তো আগে শিখতে হবে।
সেখানেই রয়েছে যত সমস্যা। যে কোন কিছু,- বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত কোন কিছু শিখার ক্ষেত্রে আমাদের সকলেরই প্রথম পছন্দ যে কোন প্রতিষ্ঠান। কিন্তু কথা হচ্ছে, অনেক আশা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ শেখার পরেও অধিকাংশ ক্ষেত্রেই শেখার কোঠা ০ বা তার আশেপাশেই থেকে যায়।
আবার এর মধ্যে যে, ভাল প্রতিষ্ঠান নেই এমন কথা মোটেও ঠিক নয়। ভাল প্রতিষ্ঠান অবশ্যই আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশই হয়ে থাকে এক্সপেন্সিভ। ফলে প্রতিষ্ঠানিক শিক্ষা আর পাওয়া হয়ে ওঠে না। আর ওদিকে ওয়েব ডিজাইন শুধু স্বপ্নই রয়ে যায়।
ঠিক আছে, ভাবলাম প্রতিষ্ঠানে যাবেন না, অনলাইনে খুজে টিউটোরিয়াল বের করে দেখে শিখবেন। কিন্তু সেই ক্ষেত্রেও আরও একটি সমস্যা হল- অনলাইনে খুজে পাওয়া ফ্রী টিউটোরিয়াল গুলোর বেশিরভাগই থাকে অগোছালো। ফলে সেখানেও ঘটে নানা বিপত্তি।
এই রকম যারা শত চেস্টার পরেও ওয়েব ডিজাইন শিখতে পারেন নাই, অথবা যারা নতুন করে শিখতে চান তাদের জন্য এই ধারাবাহিক পর্ব গুলো। 🙂
আমাদের এই চেইন টিউন গুলোতে আমরা আপনাদের ওয়েব ডিজাইন এর বেসিক সম্পর্কে বিস্তারিত বলব যাতে করে ওয়েব ডিজাইন কি, কেন এবং কিভাবে শিখবেন সেটি আপনারা জানতে পারেন। এবং সব কাজ যদি আপনারা ঠিকঠাক করতে পারেন, তাহলে এই কোর্স শেষে সবাই আপনার লাইফের প্রথম ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন।
প্রথমেই বলে রাখছি, এটা হচ্ছে বিগিনার লেভেলদের জন্য। এখানে ফ্রী ডোমেইন, হোস্টিং রেজিঃ করে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি দেখানো হয়েছে। এখানে কোডিং শেখানো হয় নি। কারন প্রথম অবস্থায় আপনি আগে ফ্রীতে ওয়েবসাইট তৈরি করা জানুন, পরবর্তীতে আপনাকে কি কি শিখতে হবে সেটিও আমরা আলোচনা করেছি।
ওয়েব ডিজাইন কিভাবে শিখবেন?
ওয়েব ডিজাইন হচ্ছে মূলত একটি অংশ। আসলে যে কোন ওয়েবসাইট করা হয় দুইটি ধাপে।
১. ওয়েব ডিজাইন -(HTML CSS ইত্যাদি ব্যাবহার করে মক আপ বা এইচটিএমএল টেমপ্লেট তৈরি)
২. ওয়েব ডেভেলপমেন্ট (যে কোন CMS যেমন- WordPress বা জুমলা ইত্যাদি ব্যবহার করা)
এই গুলো নিয়ে নিচের ভিডিও গুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিও দেখে নিন:
ভিডিও নং- ০১ (একদম বিগিনারদের জন্য কিছু কথা)ঃ
ভিডিও নং- ০২ (ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মধ্যে কিছু পার্থক্য, অবশ্যই জানতে হবে)ঃ
ভিডিও নং- ০৩ (ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশন)ঃ
আশা করি আজকের পর্ব থেকে আপনার ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আগামী পর্বে আমরা দেখবো কিভাবে নেট থেকে আপনি ফ্রী হোস্টিং নিতে পারেন এবং কিভাবে এই ডোমেইন এবং হোস্টিং সেটিং করতে পারবেন।
টিউটোরিয়াল সংক্রান্ত বা রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন কোন সমস্যায় ফেসবুক গ্রুপে জানান। আমাদের ফেসবুক গ্রুপ।
সময় থাকলে ঘুরে আসুন আইটি বাড়ি থেকে। আইটি বাড়ি।
আপনাদের উৎসাহ-ই আমাদের অনুপ্রেরণা। আজই যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে আর যুক্ত থাকুন আইটি বাড়ির সাথে।
আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফিজ।
আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাদের ভাই সাথে আছি চালিয়ে যান, ফ্রি টিউটোরিয়াল এর জন্য ধন্যবাদ।