ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান? শুরুটা হোক আজ থেকেই! টেকটিউনসে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় পূর্ণাঙ্গ চেইন ভিডিও টিউটোরিয়াল সিরিজ। যা থাকছে সম্পূর্ণ ফ্রী!

কেমন আছেন টেকি বন্ধুরা? আশা করি ভাল, আমি কিন্তু আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল। কারন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজ নিয়ে। অনেক চেস্টার পর অবশেষে আপনার জন্য তৈরি করা কিছু টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।

আপনারা অনেকেই জানেন বাংলা ভাষায় প্রফেশনাল টিউটোরিয়াল এর ক্ষেত্রে আইটি-বাড়ি একটি বিশ্বস্ত নাম। আর তাই আপনাদের মাঝে যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এ নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আইটি বাড়ি নিয়ে এল সবার জন্য উন্মুক্ত বাংলা ভিডিও টিউটোরিয়াল।

সিরিজ ভিডিও টিউনের শিরোনামঃ

" একদম নতুনরাও সম্পূর্ণ ফ্রীতে ওয়েব সাইট তৈরি করুন। ১০০% ফ্রেশ এন্ড আপডেটেড"

মোট ১০ টি পর্বে (টোটাল- ১৩টি ক্লাস বা ভিডিও) করা হয়েছে টিউটোরিয়ালটি। এটি মূলত যারা প্রথম ওয়েবডিজাইন শিখতে যাচ্ছেন, বা যাদের ওয়েবডিজাইন এ আগ্রহ রয়েছে শুধুমাত্র তাদের জন্য। কারন এটি খুবই বেসিক লেভেলের টিউটোরিয়াল। এবং এই টিউটোরিয়াল থেকে আপনি ওয়েবডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মূল বিষয় এবং পার্থক্যটা জানতে পারবেন। এর সাথে সাথে নতুন অবস্থায় আপনি কোথা থেকে কিভাবে কি করবেন সেটিও জানতে পারবেন এবং এর পাশাপাশি আপনি একটি ফ্রী ওয়েবসাইট তৈরিও করতে পারবেন।

আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ্‌ ধারাবাহিকভাবে টিটিতে টিউন করা হবে।  প্রতিটি টিউনে একটি বা একের অধিক ভিডিও শেয়ার করা হবে। এতদিন আইটি বাড়ি বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করেছে। কিন্তু এর ফলে আপনাদের মধ্য থেকে উঠে আসা বিভিন্ন বিষয় এবং প্রশ্নের আলোকে এমন একটি বেসিক টিউটোরিয়াল তৈরি করা প্রয়োজন ছিল। আর তাই এই উদ্যোগ।

এই টিউটোরিয়াল এ কি কি থাকবেঃ

১. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি?

২. ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য

৩. ওয়েব ডিজাইন শিখতে কি জানা লাগবে, আর ডেভেলপমেন্ট শিখতে কি জানা লাগবে?

৪. কিভাবে আপনি অনলাইন থেকে একটি ফ্রী ডোমেইন রেজিঃ করতে পারেন (.tk দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ আপডেটেড, কারন .tk তে এখন কিছু পরিবর্তন করা হয়েছে, তাই এটি পুনরায় দেখানো হল)

৫. অনলাইন থেকে ফ্রী ১০ জিবি হোস্টিং রেজিঃ (টিউটোরিয়াল এই রেজিঃ করে দেখানো হয়েছে যাতে করে আপনাদের কোন সমস্যা না হয় ) করা।

৬. ডোমেইন এর সাথে হোস্টিং কিভাবে সেট আপ করবেন (.tk এর নতুন সাইটে Nameserver সেটিং করা)

৭. নতুন হওয়া সাইটে সিপ্যানেলে লগিন করা এবং আপনার সাইটে WordPress Install করা

৮. ওয়ার্ডপ্রেস পরিচিতির উপর থাকছে বেশ কয়েকটি বিস্তারিত লেসন যেখানে আপনাকে WordPress কি, কেন, কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত প্র্যাক্টিক্যাল করে দেখানো হবে।

৯. এছাড়াও পাবেন অনলাইনে আয়ের উপর কিছু গাইডলাইন

এই টিউটোরিয়াল থেকে নতুনদের কি লাভ হবে?

আপনারা যারা বুঝতে পারেন না HTML, CSS, PHP, WordPress ইত্যাদি কি, আবার ওয়েব ডিজাইন কি এবং ডেভেলপমেন্ট ই বা কি? ওয়ার্ডপ্রেস এর কি কাজ, জুমলার কি কাজ? কেন? এই সকল প্রশ্নের উত্তর থাকবে এখানে।

আর সবচেয়ে বড় যে জিনিসটি আপনি শিখতে পারবেন সেটি হচ্ছে- "ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারনা এবং নিজের হাতে করা প্রথম ওয়েবসাইট!"

ভিডিও টিউন কেন? লিখিত টিউন ও তো করতে পারতেন?

হ্যা, আমি জানি, আপনারা অনেকেই লিখিত টিউনের ভক্ত। বিজ্ঞান কিন্তু সেটা বলে না। আমরা সেই জিনিসটাই সবচেয়ে ভাল শিখতে পারি যেটা আমারা শুনি এবং দেখি। আর এই শিক্ষা আমরা কেবল ভিডিও টিউটোরিয়াল থেকেই পেয়ে থাকি। তাছাড়া এখানে এমন অনেক জিনিস আছে যেটা আপনাদের হাতে কলমে না দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমেই সবচেয়ে ভালভাবে শেখা সম্ভব বলে আমি মনে করি।

আমার নেট এর স্পীড তো স্লো? তাহলে কিভাবে দেখব?

সমস্যা নেই, যাদের নেট স্পীড স্লো তাদের জন্য ইউটিউব লিঙ্ক এর পাশাপাশি ডাউনলোডের লিঙ্ক ও দেয়া হবে। ফলে আপনি ইউটিউব থেকে সরাসরি না দেখতে পারলেও ডাউনলোড করে দেখতে পারবেন।

তো আর দেরি কেন? এখনই যোগ দিন আমাদের সাথে। আর রেডি হন ধারাবাহিক ভিডিও টিউনের জন্য। খুব তাড়াতাড়ি ই টিটি তে ধারাবাহিক টিউন শুরু হবে ইনশাআল্লাহ্‌।

সবার আগে ভাল জিনিস পেতে আজই যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ।

সময় থাকলে আইটির বাড়ি থেকে ঘুরে আসুন। আইটি-বাড়ি।

Level 0

আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া জলদি, আমার সত্যিই পিএইচপি সম্বন্ধে জানা দরকার

    @তাহমিদ হাসান: এখানে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক অনেক কিছুই জানবেন। তবে পিএইচপি সম্পর্কে খুব কম আলোচনা আছে। কমেন্টের জন্য ধন্যবাদ। চোখ রাখুন টিটি তে। 🙂

আমি এগুলোর একটি সম্মন্ধেও ভালো করে জানি নাহ… শিখা লাগবেই ASAP

    @অদৃশ্যলোক: সাথেই থাকুন আইটি বাড়ির, চোখ রাখুন টিটি তে।

Good appraoch..

Level 0

Would you please explain these two things? Referring to the 2 images below..

http://screencast.com/t/5kXQgroku
http://screencast.com/t/z2duRS25o

তাড়াতাড়ি শুরু করুন ।

কাদের ভাই কেমন আছেন? আমি আপনার সিডি সংগ্রহ করে এখন ওডেক্স ও লোকাল মার্কেটে কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তবে আপনার কাছে আমার আরো শিখার আছে…….। আমরা একটা টিমে কাজ করছি। সামনে কিছুদিনের মধ্যে আমাদের টিমের একটা অফিসিয়াল সাইট চালু করব যা এখন তৈরীর পর্যায়ে রয়েছে ( http://www.it-spider.com) । এখন আমাদের পিএইচপি শিখার দরকার এবং শিখতেছি। কিন্তু ভালো পিএইচপি টিউটোরিয়াল কোথায় পাব বা আপনার কাছে কি আছে? আমরা Alhera থেকে একটা সিডি কিনেছি তবে খুব ভালো মানের না। HTML5 & CSS3 animation দরকার? কোথায় পার জানাবেন…………..?

ইমেইল- [email protected]
or [email protected]

tnx vaia

অপেক্ষায় রইলাম

Level 0

khub valo…keep it up

আসলে,ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেক কৌতূহল আমাদের।
বিশেষ করে আমি এগুলো সম্পর্কে কিছুই জানি না!!
শিখব বলে অনেক প্রত্যাশা রয়েছে কিন্তু গোঁড়া থেকে কিভাবে শুরু করব তা নিয়েই চিন্তিত ছিলাম!
আপনার এই টিউনটি দেখে অবশেষে আশার আলো পেলাম!
তাহলে আপনাদের সাথেই শুরু করব ইনশাল্লাহ!!
অপেক্ষায় রইলাম বাকি পর্ব গুলোর জন্য!

Level 0

amra jara dvd kineshi tader o ki eta download korte hobe? janaben details plz

আসসালামু আলাইকুম কেমন আছেন Abdul Kader. vi আশা করি ভালোই আছেন

আপনার it-bari dvd আমি নিচিলাম ভালো লাঘলো দেখে

আপনা সবাই নিতে পারেন