আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই? আজ টুইটার ফিড উইজেট নিয়ে লিখছি । টুইটার একটি জনপ্রিয় সোসিয়াল মিডিয়া সাইট । অন্যান্য জনপ্রিয় সোসিয়াল নেটওয়ার্ক এর মত টুইটারও, ব্লগ এবং ওয়েবসাইট এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ আমি এই পোস্ট এ আপনাদের জানাব কিভাবে ব্লগ এ টুইটার ফীড বক্স যোগ করবেন । টুইটার ফিড উইজেট এর জন্য টুইটার একাউন্ট না থাকলে খুলে নিন তারপর টুইটার একাউন্ট এ গিয়ে সেটিংস এ জান নিচে উইজেট লেখাতে ক্লিক করেন ।
Create new Widgets এ ক্লিক করেন এখন আপনার সুবিধামত পরিবর্তন করুন এখন Create Widgets এ ক্লিক করেন । তাহলে কোডটি পেয়ে যাবেন । নিচের চিত্র দেখেন :
কোডটি কপি করুন তারপর আপনার ব্লগে কোডটি বসিয়ে দিন । আর ব্লগস্পট হলে ব্লগার একাউটে প্রবেশ করুন ।
Add gadget> Html/ Java Script গিয়ে কোডটি পেষ্ট করুন । এবার সেভ করে বেরিয়ে এসে দেখুন আপনার ব্লগ এ টুইটার ফিড উইজেট যোগ হয়েছে । আরো জানতে এখানে ক্লিক করেন ।
আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
code কই ?