ওয়েবসাইট রি-ডিজাইনের গুরুত্ব এবং বাস্তব কয়েকটি উদাহরণ

ওয়েবসাইটের ডিজাইনটি একদিনেই শেষ হয়ে যায় না। অনেকেই দিনের পর দিন ডিজাইন ও ফাংশনের নিয়মিত পরিবর্তন করতে থাকে। আবার অনেকেই একই ডিজাইন ফেলে রাখে অনেক দিনরে জন্য। ওয়েব জগৎ একটি দ্রুত পরিবর্তনশীলতার দিকে ধাবিত হচ্ছে। তাই এখন নতুনভাবে ডিজাইন করার সময় হয়েছে অনেকেরই। বেশ কিছু কারনে ওয়েবসাইটের রি-ডিজাইন দরকার পরে।
ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন করার জন্যই বেশিভাগ সময় ডিজাইনে পরিবর্তন আনা হয়। অনেক সয়ই একই জিনিস দেখতে দেখতে ভাল লাগে না। আর তাই পরিবর্তনের দরকার পরে।
ওয়েবসাইটের কনটেন্ট ও ফোকাসকে নিয়ন্ত্রণেরও বেপার থাকে। আপনি কোন বিষয়টি সবার কাছে বেশি ফোকাস করতে চান তার বেপারটি বেশ গুরুত্বপূর্ণ। আর তাই আপনাকে অবর্শই রিডিজাইনে হাত দিতে হতে পারে।
নতুন ধরনের স্ক্রিপ্টিং এবং কনটেন্ট ও মার্কেটিং স্ট্র্যাটেজীর কারনে আপনার কনটেননটের এবং স্ক্রিপ্টের ও পরিবর্তন আনতে হতে পারে। HTML5 আসার পর থেকে অনেক ওয়ার্ডপ্রেসের থিমের ডিজাইনটি এক রেখেও স্ক্রিপ্টিং এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
তাছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ এবং মার্কেটিং প্লানিং এবং ইউজারকে বেশি সুবিধা দেওয়ার জন্য অনেকেই সাইটের রিডিজাইন করেছেন।
তাহলে আমরা বেশ কিছু ওয়েবসাইটের রি-ডিজাইনের পূর্ববর্তি ও পরবর্তি অবস্থা দেখে নেই।
মজিলাঃ
আগে
mozila
পরে
https://www.mozilla.org/en-US/

প্লাক্সোঃ
আগে
plaxo
পরে
http://www.plaxo.com/

ব্লিংকসেলঃ
আগে
Blinksale
পরে
https://www.blinksale.com/

যে কোন ধরনের ওয়েবসাইট স্বল্প মূল্যে ডিজাইন ও রি-ডিজাইনের জন্য http://bddesigner.net

Level 0

আমি অবুজ পোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লিংকসেলঃ পরে screenshot কই ?

@ নীলোৎপল_বেদীঃ পরের screenshot লাইভ দেখেন। 😛