নতুন কিছু শিখতে গেলে ভয় হয় । মনে হয় আমাকে দিয়ে হবে না। কঠিন জিনিস জটিল করে শিখতে হবে । শিখার আগে জ্বর হবে , শিখতে গেলে হার্ট ফেল !!!!
শৈত্যপ্রবাহে আমরা ততটা কাঁপি না , যতটা কাঁপি নতুন কিছু শিখার ভয়ে ।
চৈত্রের তাপে ততটা পুড়ি না , যতটা পুড়ি বুঝতে না পারার হতাশায় ।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষটাই প্রথম ঘুরে দাড়ায় । সমুদ্রে একা ডুবতে যাওয়া মানুষটাই জানে তীরে ফেরার আকুলতা কতো !!!
কথাটা আমার না যারা ভিডিও গুলো তৈরি করেছে তাদের । সব ভিডিও গুলো দেখলাম খুব ভালই মনে হল । তাই শেয়ার করলাম আপনাদের সাথে ।
তাদের CSS 3 এর ভিডিও গুলো এক কথায় অস্থির । নতুন দের জন্য সিখার আগ্রহ জাগাবে বলে আসা করি। 😆
আর তাদের সাথে ফেসবুক এ যোগ দিয়ে অপেক্ষা করুন পরবর্তী ভিডিও গুলোর জন্য । ধন্যবাদ ।
ঘুরে আস তে পারেন আমার ব্লগ থেকে ।।
আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে আগ্রহী
অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না।আপনি ১.১২ নম্বর নীতিমালা ভঙ্গ করেছেন, আশাকরি পরবতীতে এই বিষয়গুলো মাথায় রেখে টিউন করবেন।