চোখ ধাধানো ওয়েব সাইট নিজেই তৈরী করুন মাত্র ৩০ মিনিটে(ভুলেও মিস করবেন না)

নিশ্চই আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান

সবাই কেমন আছেন? আমার প্রথম টিউনটিতে আপনারা আমাকে যে পরিমান উৎসাহ দেখিয়েছেন তাতে আমি খুবই খুশি। ইনসাআল্লাহ আমি আপনাদের সবসময় নতুন এবং আর্কষনীয় টিউন উপহার দেয়ার চেষ্টা করব।

এবার কাজে কথায় আসি:
আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি যে বেশির ভাগ মানুষই চায় নিজের ওয়েব সাইটকে সুন্দর করতে। বিশেষ করে হোম পেজকে সুন্দর এবং আকর্ষনীয় করতে চায় অনেকে। কিন্তু অনেকে ওয়েব সাইট তৈরী করতে জানেন কিন্তু ওয়েব সাইটটি দেখতে তেমন একটা চোখ ঝাঁঝানো হয় না।
পৃথিবীতে অনেক ওয়েব ডিজাইন করার সফটওয়্যার আছে। যেগুলো দিয়ে চোখ ধাধানো ওয়েব সাইট তৈরী করা যায়। কিন্তু সবার পছন্দ ও রুচি এক নয়। যেমন: কেউ হয়ত বলবেন ওয়েব ডিজাইন করার জন্য সবচেয়ে ভাল এবং উপযোগী সফটওয়্যার হলো ড্রিমওয়েভার আবার অন্যজন বলবেন ওয়েব ডিজাইন করার জন্য সবচেয়ে ভাল এবং উপযোগী সফটওয়্যার হলো ফ্রন্টপেজ। যাহোক সবার রুচির দিকে খেয়াল করে আমি আপনাদের কাছে ওয়েবসাইট ডিজাইন করার একটি সফটওয়্যার শেয়ার করলাম।

সফটওয়্যার পরিচিতি:
নাম: Xara Web Designer v6
ভারশন: 6

ডাউনলোড:
আপনি সফটওয়্যারটি হটফাইল এবং ফাইলসার্ভ থেকে ডাউনলোড করতে পারবেন। ফাইলটির মোট সাইজ হলো ২০০ মেগাবাইট।

অথবা

যদি এই টিউনটি করো উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনার মতামত থাকলে বা ভাল লাগলে বা কোন প্রশ্ন খাকলে কমেন্টস করতে আলসেমি করবেন না কেননা আপনার মুল্যবান কমেন্টসই পারে একজন টিউনার এর মনে আত্ম বিশ্বাস জোগাতে।

প্রথম প্রকাশ: এখানে

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর সুবিধা গুলো কিছু বললেন না?

Level New

বাংলাদেশে বসে 200 MB Download করব Hotfile থেকে!!!!! মাথা টাথা থিক আছেতো??? আমার নেট স্পীড যথেষ্ট ভাল তারপরও আমার Download করতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা । আমার জানামতে BD এত উন্নত হয়ে যায়নি যে এখানে ঢাকার কোন এরিয়ায় টানা সাড়ে তিন ঘন্টা বিদ্যুত থাকে (গুলশান, বনানী এবং কতিপয় প্রিমিয়াম এলাকা বাদে)। কিনতু এটা প্রধান সমস্যা নয় কারণ আমি প্রায় ই ৭০০/৮০০ MB এর Movie download করি। কিনতু সবই Download করি Mediafire থেকে। তাই পারলে Mediafire Link দিন।

Level 0

আব্দুর রহিম ভাই, ভাল লাগল কিন্তু হটফাইল এবং ফাইলসার্ভ ছাড়া অন্য কিছু তে আপ লোড করেন প্লিজ,ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,।

ভাই আপনি তো শুধু বড় বড় সাইজের জিনিস দেন । ধন্যবাদ।

ভাই এত বড় বড় সাইজের ফাইল!!!
ধন্যবাদ।

আপনাদের সবাইকে ধন্যবাদ । মিডিয়াফায়ার এর লিং হলো: http://www.mediafire.com/?ngzmi1jmj1n তবে এটির ভারশন হলো ৫। এর সাইজ হলো ৩০ মেগাবাইট।
আর মেগাআপলোড এর লিং হলো: http://www.megaupload.com/?d=JBDUF3DV এটির ভারশন ৬। এর সাইজ হলো ১০০ মেগাবাইট।

Level 0

টিউন করেছেন
কিন্তু এর ব্যবহার সম্বন্দে মানে বোইশিষ্ট্য গুলো কিছিউ বললেননা

এভাবে টিউন করলেতো টীউন নাম্বার বাড়বে কিন্তু……কোয়ালিটি!!!!!!!!!!

    ভাই অন্যান্য সফটওয়্যার এর থেকে এর সুবিধা আলাদা। যেমন: আপনি কোন কোড ছাড়াই তৈরী করতে পারবেন এইচটিএমএল মেনু, লগ ইন সিস্টেম , পেপাল ডনেট ইত্যাদি।

    একমত !!!!!!!!!!

ভাই আপনাকে ধন্যবাদ সফটওয়্যারটা শেয়ার করার জন্য।কিন্ত ভাই সবচেয়ে বেশি ভাল হত আপনি যদি কষ্ট করে এই সফটওয়্যারের
ব্যবহার বিধি নিয়ে একটি পরিপূর্ণ টিউন করতেন।তাহলে মনে হয় সবার কাছে আরও সহজ হত।আশা করছি আপনি করবেন।আর একটা
কথা এই সফটওয়্যারটি দিয়ে শুধু মাএ স্ট্যাটিক টাইপের ওয়েবসাইট তৈরি করা যাবে ডাইনামিক টাইপের ওয়েবসাইট তৈরি করা যাবে
না তাই নয় কি?আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টিউন করার জন্য।ভাল থাকবেন।

ভাই সাইজ তা অনেক বড় , আশাকরি কাজে আসবে…

ডিজাইন কি কোড ছারা এবং কোড দিয়ে করা , দুই ভাবেই করা যায় কি ??????????

    হ্যা। আপনি কোড ছাড়া এবং কোড দিয়ে দুইভাবেই ডিজাইন তৈরী করতে পারবেন।

ভাই টিউন করার আগে টেকটিউনসে করা পূর্বের টিউনগুলো পড়ে নিলে ভাল হয়…… তার মানে আমি বলছি না যে এই সফট নিয়ে পূর্বে টিউন করা হয়েছে….. আমি বলতে চাই সফট তো অনেক আছে কিন্তু কাজ কয়জনে জানে…… যদি কাজ বাদ দিয়ে টিউন করা হয় তবে ফটসপ খারাপ কিসের?

ধন্যবাদ

সাথে কি, ক্রাক/কিজেন আছে? না ট্রায়াল ভার্সন হিসাবে ব্যবহার করতে হবে?

এত বড় ডাউনলোডে আমার খবর আছে, তারপরো দেখি টেরাই মারি

    ভাই সবার সুবিধার্থে মিডিয়া ফায়ারের লিংও দিয়ে দিছি: http://www.mediafire.com/?ngzmi1jmj1n
    ডাউনলোড করার চেষ্টা করেন। কাজের সফটওয়্যার।
    কমেস্টস এর জন্য ধন্যবাদ 😀

চেষ্টা করে দেখবো।

    ইনসাআল্লাহ সফল হবেন। কমেন্টস এর জন্য ধন্যবাদ।

nice tunes. thnx rahim vai.

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বিস্তারিত ভাবে টিউন না করলে টিউন মান সম্মত হয়না,কারন অনেকে জানেনা এই সবের কাজ,টিউন যেহেতু শিখানোর উদ্দ্যেশ তাহলে এমন ভাবে টিউন করবেন যেন যে কেউ আপনার টিউন পরেই আপনার দেয়া সফটা দিয়ে কাজ করতে পারে,আশা করি সামনে টিউন করার ক্ষেত্রে টিউন সহজ ভাবে করার চেষ্টা করবেন এবং টিউনের মানের দিকে নজর দিবেন,আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।