ব্লগ ডিজাইনিং এর ক্ষেত্রে জায়গা সাশ্রয় সাথে আকর্ষণীয়তা দুটিই জরুরী বলে আমি মনে করি। টেকটিউনস সহ অসংখ্য সাইটে দেখেছি দুই কলাম বিশিষ্ট স্টাইলে পোস্ট ক্যাটাগরিসমূহ দেয়া। আমার নিজের ব্লগেও দীর্ঘদিন একদম লম্বা সারিতে পোস্ট ক্যাটাগরি বা লেবেল গুলো ছিল। ছোট ব্লগ থেকে এখন কিছুটা বড় ব্লগ হওয়ায় আমার পোস্ট ক্যাটাগরির বিস্তারও কিছুটা বেড়ে গেছে। ফলে আমার সাইডবারটা এই লেবেলগুলো দিয়ে ভরে যেতে লাগলো। সবশেষে আমিও টেকটিউনসের মত দুই কলাম বিশিষ্ট ক্যাটাগরি উইডগেট করলাম। ফলে সাইডবারের অর্ধেক জায়গাও বেঁচে গেল সাথে দেখতেও আকর্ষণীয়! এছাড়া অনেকেই আমাকে এই বিষয়ে লিখতে বলেছিলেন। আমি যেহেতু আমার ব্লগে করলাম তাই আজ সেটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে চলুন আপনার ব্লগের পোস্ট ক্যাটাগরিগুলোও দুই কলামে সাজিয়ে নেই! দুই কলাম বিশিষ্ট পোস্ট ক্যাটাগরি লাইভ ডেমো
#Label1 ul li{
float: left;
width: 45%;
}
#Label3 ul li{
float: left;
width: 45%;
}
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
পূর্বেই জানা ছিল। তারপরও পোষ্ট করার জন্য ধন্যবাদ।