টেকটিউনসের মত দুই কলাম বিশিষ্ট পোস্ট ক্যাটাগরি যোগ করুন আপনার ব্লগস্পট ব্লগে।

ব্লগ ডিজাইনিং এর ক্ষেত্রে জায়গা সাশ্রয় সাথে আকর্ষণীয়তা দুটিই জরুরী বলে আমি মনে করি। টেকটিউনস সহ অসংখ্য সাইটে দেখেছি দুই কলাম বিশিষ্ট স্টাইলে পোস্ট ক্যাটাগরিসমূহ দেয়া। আমার নিজের ব্লগেও দীর্ঘদিন একদম লম্বা সারিতে পোস্ট ক্যাটাগরি বা লেবেল গুলো ছিল। ছোট ব্লগ থেকে এখন কিছুটা বড় ব্লগ হওয়ায় আমার পোস্ট ক্যাটাগরির বিস্তারও কিছুটা বেড়ে গেছে। ফলে আমার সাইডবারটা এই লেবেলগুলো দিয়ে ভরে যেতে লাগলো। সবশেষে আমিও টেকটিউনসের মত দুই কলাম বিশিষ্ট ক্যাটাগরি উইডগেট করলাম। ফলে সাইডবারের অর্ধেক জায়গাও বেঁচে গেল সাথে দেখতেও আকর্ষণীয়! এছাড়া অনেকেই আমাকে এই বিষয়ে লিখতে বলেছিলেন। আমি যেহেতু আমার ব্লগে করলাম তাই আজ সেটিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে চলুন আপনার ব্লগের পোস্ট ক্যাটাগরিগুলোও দুই কলামে সাজিয়ে নেই! দুই কলাম বিশিষ্ট পোস্ট ক্যাটাগরি লাইভ ডেমো

  • ব্লগস্পট ড্যাশবোর্ডের টেমপ্লেট সেকশন থেকে Edit Html ক্লিক করুন।
  • টেমপ্লেট কোডগুলো চলে আসলে ]]></b:skin> নামের কোডটি খুঁজে বের করুন।
  • খুঁজে পেলে ওই কোডটির উপরে এবার নিচের কোডটুকু বসিয়ে টেমপ্লেট সেভ করুন।

#Label1 ul li{
float: left;
width: 45%;
}

  • দাড়ান! ভাবিয়েন না কাজ শেষ। এখন কাজ শেষ হতেও পারে অথবা আরও একটু কাজ করতে হতে পারে! তাই প্রথমে আপনার ব্লগ এবার ভিজিট করে দেখুন পোস্ট ক্যাটাগরিগুলো দুই কলাম আকারে হয়েছে কিনা। হলে Congratulation! আর না হলে আর সামান্য কাজ করলে আরেকটু কাজ করে আপনিও হবেন সফল।
  • তাই যারা এটুকু কাজ করে দুই কলামের মুখ দেখতে পেলেন না তাঁরা এবার নিচের ধাপটুকুও সম্পন্ন করুন।
  • আমি উপরে যে কোডটুকু বসিয়েছি সেটি বেশিরভাগ ব্লগের প্রেক্ষিতে ডিফল্টভাবে করা হয়েছে। বেশিরভাগ ব্লগে লেবেল আইডি Label1 দেয়া থাকে। যেহেতু আপনার ব্লগে এই কোডে কাজ হয়নি তাহলে আমি শিউর আপনার লেবেল আইডি কোড অন্য কিছু তাই শুধু লেবেল কোডটি পাল্টাতে হবে। কিন্তু কোথায় জানতে পাবেন সেই আইডি কোড? যারা নতুন তাঁরা আমার লেখা ব্লগস্পট উইডগেট আইডি কোড খুঁজে বের করার টিউটোরিয়ালটি এই লিংক থেকে দেখে নিতে পারেন। আর যারা আগে থেকেই পারেন তাঁরা একটু কষ্ট করে দেখে নিন যে আপনার ব্লগের লেবেল আইডিটি কি দেয়া আছে। এবার ধরে নিলাম আপনি আপনার লেবেল আইডি কোডটি জেনে ফেলেছেন। ধরে নিলাম আপনার লেবেল আইডি কোড Label3 । তাহলে আপনার কোডটি হবে নিচের মত।

#Label3 ul li{
float: left;
width: 45%;
}

  • উপরের লাল রঙে রঙিন করা Label3 কোডটির বদলে আপনার লেবেল উইডগেটের কোড বসান।
  • এবার টেমপ্লেট সেভ করে দেখুন আপনার ব্লগের ক্যাটাগরিগুলো দুই কলামে বসে গেছে।
 সর্বোচ্চ চেষ্টা করে বুঝাতে চেষ্টা করলাম আপনাদের বুঝাতে। তবুও যারা বুঝতে পারলেন না তাঁরা প্লিজ কমেন্ট করবেন আপনার ব্লগের লিংকসহ। আশা করি সমাধান দিতে পারব। ধন্যবাদ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পূর্বেই জানা ছিল। তারপরও পোষ্ট করার জন্য ধন্যবাদ।

    @তুহিন: ধন্যবাদ। সবসময় নতুনদের জন্যই লেখালিখি করি।

      @ব্লগার মারুফ: সেটা ভালো।
      নতুনদের জন্য পোষ্টের ক্ষেত্রে টাইটেলে সেটা উল্লেখ করলে মনে হয় ভালো হয়।

        @তুহিন: ভাই, এটা উল্লেখ করার প্রয়োজন নেই মনে করিনা। আসলে যাদের প্রয়োজন তাঁরা সেই টিউন টাইটেল দেখে প্রয়োজন মনে করলে এমনিতেই ঢুকবে ।

মারুফ ভাই অনেক ধন্যবাদ।
ভাই ওয়ার্ডপ্রেস এর জন্য কিছু থাকলে দেন না

    @জুবায়ের আহমেদ: ভাই আমি যেসব জানি মূলত সেটা নিয়েই লিখি। আমি নিজেই ওয়ার্ডপ্রেস শিক্ষার্থী আপনাদেরকে কি শেখাবো। বাট ছোট প্লাটফর্ম হলেও আমি ব্লগস্পট এক্সপার্ট হিসেবেই পরিচয় দেই।

‘লেবেল উইডগেটের কোড’ মানে ?

    @নীলোৎপল বেদী: ভাই ব্লগস্পটে প্রতিটা উইডগেটের আলাদা আলাদা আইডি কোড আছে। পোস্টের ভিতরে উইডগেট আইডি কোড সম্পর্কিত টিউটোরিয়াল লিংক দিছি, পড়ুন। বুঝবেন। ধন্যবাদ।

ডাবল কলামের ক্ষেত্রে আমি আগে ফিদা আল হাসানের এই পোস্টটা অনুসরণ করতাম।
https://www.techtunes.io/wordpress/tune-id/179473

    ধন্যবাদ কমেন্টের জন্য। উনি অন্য এক পদ্ধতি দিছেন। আমার এই পদ্ধতিতে ক্যাটাগরি অটোমেটিক যোগ হয়ে যাবে। এক কথায় এটা অটোম্যাটিকালি এবং আল হাসান ভাইয়ের টা ম্যানুয়ালি