সবাইকে জানাই আমার সালাম। আশাকরি সবাই ভাল আছেন।
আমার টিটির প্রতি আবেগ অনেক বেশি, তাই আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। যাই হোক আসুন কাজের কথা বলি।
আমরা যারা ওয়েব ডিজাইনার, তাদের প্রধান চিন্তার বিষয় হোস্টিং নিয়ে, কিন্তু অনেকেই হোস্টিং কিনার পর আরও বেশি চিন্তায় পড়ে যান।
কারনঃ না বুঝে খারাপ হোস্টিং সেবা গ্রহন করা ও ফ্রেন্ডলী সাপোর্ট না পাওয়া।
হোস্টিং কিনার আগে যে সকল বিষয় মাথায় রাখা প্রয়োজনীয়ঃ
১. প্রথমে খেয়াল করুন তাদের হোস্টিং পেকেজের প্রাইজ কেমন?
(যদি তাদের প্রাইজ কম মনে হয়, তাহলে বুঝতে হবে তাদের হোস্টিং ভাল না। কারন অতিরিক্ত কম প্রাইজে কোন ভাল হোস্টিং সেবা প্রধান করা সম্ভব নয়)
২. নতুনদের সব থেকে বেশি প্রয়োজন ফ্রেন্ডলী সাপোর্ট, আপনি যাদের কাছ থেকে হোস্টিং কিনবেন, তাদের কাছ থেকে ফ্রেন্ডলী সাপোর্ট আশাকরা যায় কিনা? ভাল করে চিন্তা করে দেখুন।
৩. আপনার কি কি চাহিদা আছে? সব কিছু ঐ হোস্টিং প্রতিষ্টান প্রধান করছে কিনা? ভাল করে সব কিছু জেনে নিন।
৪. আপনি হোস্টিং নেয়ার আগে জেনে নিন, তারা মানি ব্যক গ্যারান্টি প্রধান করছে কিনা???
আরও অনেক কিছু বলার ছিল। কিন্তু সময় আমার মন বুঝে না।
আজ এই পর্যন্তই, কারণঃ সময় আজও আমার অভিশাপ হয়ে দাড়িয়েছে।
আমার মত অল্প জ্ঞানের ওয়েব ডিজাইনারের কাছে কিছু জানার থাকলে?
আমি আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।