নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারীদের জন্য , কোন প্রকার কোডিং ছাড়াই থিম বাংলায় করুন

কথাটি অবিশ্বাস যোগ্য নয় , একদম সোজা কথা প্রথমে সিম-রিলোডেট থিমটি ডাউনলোড করুন , ডাউনলোড লিংকঃ

Semiologic Theme v.0.9.4 (Aug 2nd, 2010)
Requires WP 2.8. Tested up to 3.0.

Semiologic Theme (Bleeding) v.0.9.4 (Aug 2nd, 2010)
Requires WP 2.8. Tested up to 3.0.

Semiologic Theme (Legacy/Deprecated) v.6.0.5 (Apr 12th, 2010)
Requires WP 2.8. Tested up to 2.9.2.

থিমটির বৈশিষ্টঃ
=======
* ২০টি বিভিন্ন রংয়ের টেমপ্লেট – ফলে আপনাকে রং পরিবর্তনের কোনো প্রয়োজন হবে। তারপরেও যদি রং পরিবর্তন করতে চান,তার জন্যেও রয়েছে Color Picker সুবিধা। ফলে এখানেও কোনো কোডিংয়ে যেতে হবে না।
* ১০টি ভিন্ন ভিন্ন উপায়ে ওয়েবসাইটকে সাজানোর উপায় – কোনোটিতে একটি কলাম, কোনোটিতে দুইটি কলাম, কোনোটি তিনটি কলাম… ইত্যাদি ইত্যাদি।
* ব্যানার এড করার সুবিধা। কোনো কোডিং, আপলোডিং ছাড়াই নিজের ওয়েবসাইটের ব্যানার পরিবর্তন করতে পারবেন।
* সবচেয়ে বড় সুবিধাটি এখন বলছি – বিজ্ঞাপন বসানোর সুবিধা। ওয়েবসাইটের যেকোনো স্থানে মুর্হূতের মধ্যে Widgets এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন বসাতে পারবেন। আমি আজ পর্যন্ত এই সুবিধাটি আর কোনো টেমপ্লেটে দেখিনি।
* থীমটি ব্যবহারকারীদের একটি ফোরাম আছে, কোনো সমস্যা হলে ওখানে খুব সহজেই সাহায্য পাওয়া যায়।
* Thesis Theme এ যেখানে WordPress Hook ব্যবহার করে কোডিং-এ পরিবর্তন করতে হয় সেখানে এই থীমে সরাসরি কোড পরিবর্তন করতে পারবেন।
এখন থিমটি আপলোড করে ইনস্টল করুন তারপর সাজসজ্জা(Appearance) মেনু থেকে উইজেটসমুতে(Widget) যান তার পর আপনার ইচ্ছামত উইজেট থেকে পরিবর্তন করুন
লেখাটির কিছু অংশ এই ক্লগ থেকে নেওয়াঃ
http://bn.jinnatulhasan.com/2009/09/1451

লেখাটি আগে আমার ব্লগে প্রকাশ করেছিঃ http://bn.rm2334.cz.cc/?p=397

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

rmganogan সম্পর্কে তো দেখি গুগল মামা অনেক জানে।
এই জিনিস কি দিয়া চলে ? ওয়ার্ডপ্রেস নাকি ?
এখানে তো দেখি জাভাস্ক্রীপ্ট এর অনেক সুন্দর কাজ করা হয়েছে । আমি তো জানি ওয়ার্ডপ্রেস.কম জাভা স্ক্রীপ্ট সাপোর্ট করে না। তাইলে এটা কিভাবে করলে ???

    হা ঐ সাইট WordPress 2.8.5 দিয়ে চলে। কিন্তু জাভা স্ক্রীপ্ট কিভাবে চলে তাই কথা।

গুইড জব , চিন্তায় আছি ডাউনলোড এ দিমু কখন