সবাইকে পবিত্র ঈদ উল আযহার অগ্রীম শুভেচ্ছা। আসছে ৬ অক্টোবর মুসলীমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আযহা। প্রতিবারের মত এবারেও ঈদ কে ঘিরে থাকছে আমার বেশ কিছু বিশেষ পোস্টের আয়োজন। আজ শুরু করছি কোন ওয়ালপেপার, এসএমএস কালেকশন দিয়ে নয়! আজ শেয়ার করছি ঈদ উল আযহার ২০১৪ কাউন্টডাউন গেজেট আপনার ওয়েবসাইটের জন্য। যেকোন ওয়েবসাইট বা ব্লগ সাইটে সহজেই লাগিয়ে নিতে পারবেন এই আকর্ষণীয় কাউন্টডাউন উইডগেট একদম ফ্রি তে। ওয়েবসাইট বা ব্লগসাইটে কিভাবে উইডগেট বা গেজেট লাগাতে হয় সেটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই? তাই শুধু সোর্স কোডটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। ওয়েবসাইটে যেখানে কাউন্টডাউন উইডগেটটি দেখাতে চান সেখানে এই কোডটুকু ব্যবহার করুন। আশা করি ভালো লাগবে গেজেটটি।
<iframe width="100%" height="240" src="//w2.countingdownto.com/652463" frameborder="0"></iframe>
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
নাইস তো. …. কাজের জিনিস