অগ্রীম ঈদ মুবারাক। আপনার ওয়েব সাইট কিংবা ব্লগ সাইটের জন্য একটি সুন্দর ঈদ-উল-আযহা Countdown ঘড়ি একদম ফ্রি!

সবাইকে পবিত্র ঈদ উল আযহার অগ্রীম শুভেচ্ছা। আসছে ৬ অক্টোবর মুসলীমদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আযহা। প্রতিবারের মত এবারেও ঈদ কে ঘিরে থাকছে আমার বেশ কিছু বিশেষ পোস্টের আয়োজন। আজ শুরু করছি কোন ওয়ালপেপার, এসএমএস কালেকশন দিয়ে নয়! আজ শেয়ার করছি ঈদ উল আযহার ২০১৪ কাউন্টডাউন গেজেট আপনার ওয়েবসাইটের জন্য। যেকোন ওয়েবসাইট বা ব্লগ সাইটে সহজেই লাগিয়ে নিতে পারবেন এই আকর্ষণীয় কাউন্টডাউন উইডগেট একদম ফ্রি তে। ওয়েবসাইট বা ব্লগসাইটে কিভাবে উইডগেট বা গেজেট লাগাতে হয় সেটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই? তাই শুধু সোর্স কোডটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। ওয়েবসাইটে যেখানে কাউন্টডাউন উইডগেটটি দেখাতে চান সেখানে এই কোডটুকু ব্যবহার করুন। আশা করি ভালো লাগবে গেজেটটি।

ঈদ উল আযহা ২০১৪ কাউন্টডাউন সোর্স কোড


<iframe width="100%" height="240" src="//w2.countingdownto.com/652463" frameborder="0"></iframe>

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাইস তো. …. কাজের জিনিস

Level 0

ভাই, সালাম নিবেন। আমি কিভাবে ১সেকেন্ড পর পর ওয়েব পেজ বা ফায়ারফক্স এর পেজ refresh বা reload করবো? এর আগে আমার কাছে একটা লিঙ্ক ছিল, যেটা আলাদা ট্যাবে রাখলে Automaticaly ১ সেকেন্ড পর পর পেজ refresh বা reload হয়। আপনার উত্তরের অপেক্ষাই রইলাম। vai, ans ta amar khub dorkar….

ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য ভাই। অনেক কাজের একটা জিনিস

ধন্যবাদ শেয়ার করবার জন্য

so many thanks for this…….

আমি Godaddy.com থেকে একটি ডোমেইন ক্রয় করেছি।আমি এখন ব্লগার.কম এ কিভাবে আমার ডোমেইনটা সেট করব ঠিক বোঝতে পারছিনা। প্লিজ কেউ যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার খুব উপকার হত। বিশেষ করে @ মারুফ ভাই। প্লিজ কেউ আমার পোষ্টটা এরিয়ে যাবেননা। আপনাদের একটু সাহায্য হতে পারে আমাদের জন্য অনেক কিছু।

    @আলআমিন হোসাইন: ভাইয়া আপনি কিন্তু গুগলে সার্চ দিলেই অনেক টিউটোরিয়াল পাবেন। আমরা যেকেউই হয়ত হেল্প করে আপনাকে লাগিয়ে দিতে পারি ডোমেইনটা। কিন্তু এতে তো আপনি কিছু শিখতে পারবেন না। তাই গুগলের কোন টিউটোরিয়াল দেখে কাজ শুরু করে দিন। আর আমরা তো আছিই।

ভালো, হয়তোবা ভুল করে ডেমো’র ছবিতে কোন লিঙ্ক দেন নি।

    @ফ্রীওয়্যার সিজান: অনেক ধন্যবাদ ভাই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। ঠিক করে দিলাম লিংক।

@ মারুফ ভাই: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল একটি উপদেশ দেওয়ার জন্য। আমার উচিত ছিল আমাকে আগে নিজে নিজে চেষ্টা করে দেখা এবং তারপর হেল্প চাওয়া।