সবাইকে আমার সালাম। আপনাদের ব্লগস্পট সাইটে প্রায় সবারই সাইটম্যাপ পেজ আছে। সাইটম্যাপ পেজ সম্পর্কে সবার ধারণা আছে তো? আশা করি সবাই এ সম্পর্কে জানেন। তবুও প্রতিদিন প্রতিসময় নতুন নতুন ভাইরা ব্লগিং জগতে ঢুকছেন। তাঁরা এ সম্পর্কে জানেন না। সাইটম্যাপ সম্পর্কে সাধারণ ধারণা পেতে আমার পূর্বে লেখা এই পোস্ট পড়ে আসতে পারেন।
ব্লগস্পটে সাইটম্যাপ পেজ যুক্ত করা নিয়ে এর আগে একটি আকর্ষণীয় ডিজাইনের সাইটম্যাপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সাইটম্যাপটাও দেখতে পারেন এই লিংক থেকে। আজ আবারো এক ভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সাইটম্যাপ উপহার দিচ্ছি আপনাদেরকে। ডেমো দেখে আসুন এখানে থেকে। আর পছন্দ হলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনিও আপনার সাইটম্যাপ বানিয়ে নিন এই অসাধারণ ডিজাইনের!
<link href="https://dl.dropboxusercontent.com/s/6ijo28ljl13wftf/theblogger911.blogspot.com.blogtoc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link> <script src="http://yourjavascript.com/10921494224/stylish-sitemap-bloggermaruf.js "></script> <script src="http://www.bloggermaruf.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc"></script> <script type="text/javascript"> var accToc=true; </script> <script src="http://yourjavascript.com/11821229442/tableofcontentbymaruf.js" type="text/javascript"></script>
কোন সমস্যা হলে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মত বিদায়। আপনাদের জন্য সামনের পোস্টে নিয়ে আসব আরও অনেক অনেক ব্লগস্পট বিষয়ক পোস্ট। ধন্যবাদ। সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ভাই পোস্টটা ভাল লাগলো 🙂