কিভাবে ব্লগ/ওয়েব সাইট তৈরি করবেন ও সেখান হতে আয় করবেন! সাথে আছে বোনাস টিপস!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভাল আছেন। আজকের পোস্টে আলোচনা করব কি ধরনের ওয়েব সাইট তৈরি করবেন এবং সেই সাথে যে সব বিষয়াবলীর দিকে সবার নজর দৃষ্টি প্রয়োজন।

বর্তমান হাল সময়ে আমরা অনেক অনেকেই ফ্রি এবং পেইড সাইটে/ব্লগিং করছি। ব্লগিং একটি আধুনিক জনপ্রিয় সোস্যাল মাধ্যম। এর মাধ্যমে নিজেকে বিশ্বের কাছে জানান দিতে পারছি। অপরদিকে ইনকামের পন্থা হিসাবে কাজে লাগাচ্ছি। যাইহোক বর্তমান সময়ে তরুনদের মধ্যে এখন অনেকেই ব্লগিং করার জন্য মনোনিবেশ করছেন। তাছাড়া বাংলাদেশে এমন অনেক ব্লগার/ফ্রিল্যান্সার আছেন যারা ব্লগ থেকে ভাল ইনকাম করছেন। অপরদিকে বলা যায় ফ্রিল্যান্স ইনকাম হতে ব্লগের ইনকাম তুলনামূলক সোজা।

কেননা, ফ্যিল্যান্স করতে আপনাকে অনেক সময় দিতে হবে, কাজ জানতে হবে, পরীক্ষা দিতে হবে, বিড করতে হবে ……..ইত্যাদি …ইত্যাদি কত ঝামেলা। তবে ব্লগিং করার ক্ষেত্রে ততটা ঝামেলা নাই, ঝামেলা থাকলেও ফ্রিল্যান্স হতে কিছুটা শিথিল অবস্থানে। তবে হ্যা ব্লগিং করতে হলে আপনাকে প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হবে, ভাল ভাল ইউনিক পোস্ট লিখতে হবে, সাইটকে পপুলারিটি করতে হবে। যদি একবার আপনার ব্লগ সাইটকে পপুলার করে ফেলেন, তাহলে আর পিছনে ফিরে তাকাবার সময় নাই! আপনাকে তখন অআর পাই কে!! তবে যাইহোক ইনকাম করতে হলে কিন্তু আপনার ওয়েব/ব্লগ সাইটটির কন্টেন্ট কিন্তু অবশ্যই ইংরাজীতে হতে হবে।

ব্লগ/ওয়েব সাইট তৈরির কিছু নিয়মাবলী:

হ্যা ব্লগ সাইট তৈরির কিছু নিয়ম কানুন ও নিয়মাবলী আছে। এই জন্য তড়িঘড়ি কাজ না করে বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। আসলে এই পোস্টটি করছি যারা ব্লগিং শুরু করবেন কিংবা নিজের নামে সাইট তৈরি করতে যাচ্ছেন। অপরদিকে যারা তৈরি করে ফেলেছেন তাদের হলেও কাজে আসতে পারে। তাহলে কিছু টিপস্ জেনে নিই-

১। ফ্রি সাইট/ পেইড সাইট:

প্রথমেই আপনাকে ঠিক করতে হবে। আপনি কি উদ্দেশ্য সাইটটি বানাবেন। এটি কি ফ্রি সাইট তৈরি করবেন নাকি পেইড হিসাবে? হ্যা ফ্রিভাবে অনেক সাইট বানানো যায় যেমন- wordoress.com, weebly.com, blogger.com, hoxx.com ইত্যাদি। তবে নিজেকে একজন ব্লগার হিসাবে নিয়োজিত ও ইনকামের ধান্দা থাকলে তাহলে পেইড ডোমেইন ও হোস্টিং ক্রয় করে কাজ করাটাই ভাল হবে। তবে হ্যা এই ক্ষেত্রে আপনি প্রথমত গুগল ব্লগারে একটি ফ্রি সাইট ওপেন করে সেখানে ডোমেইন যুক্ত করে কিছুদিন কাজ চালাতে পারেন। যখন পপুলারিটি হবে তখন হোস্টিং সুবিধা যোগ করলেই হবে।

২। সাইটের কন্টেন্ট:

আপনি যে সাইট তৈরি করবেন। সেখানে কি থাকবে মানে কি টাইপের হবে। তা নির্ধারন করতে হবে। যেমন: Game, Movie, Download, Blog content, Buy & Sell. তবে এই ক্ষেত্রে Blog content, Download সাইটের উদ্দেশ্য নিয়ে ব্লগ তৈরি করলে সহজেই জনপ্রিয় হয়ে ওঠে।

৩। একটি ভাল ও ইউনিক নামের বাহার:

আপনি ফ্রি ও পেইড যে ভাবেই সাইট/ব্লগ চালু করুন না কেন! আপনাকে অবশ্যই একটি ভাল নাম খুজতে হবে। অর্থাত সাইটটি ভাল ও ইউনিক নামের হতে হবে। নামটি অর্থবোধক, সহজ ও ইউনিক হতে হবে। আবোল-তাবোল নাম ভিজিটরদের মনে জগা খিচুড়ী দিবে। যেমন- আপনি প্রযুক্তি বিষয়ক একটি ব্লগ সাইট দাড় করাবেন সেখানে নাম দিলেন Hotcow কিংবা ডাউনলোডের সাইটের নাম দিলেন mofiz mama। এই সব নাম কিন্তু ভাল ফল করবে না। কেননা, ভিজিটরদের তো মনে রাখতে হবে। এবং হ্যা ভাল নাম কিন্তু আপনার সাইটের ভাল SEO তৈরির সুযোগ দিবে। তাই যে উদ্দেশ্য নিয়ে সাইট তৈরি করবেন, সেই নামে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত ইংরাজী সাইট তৈরির ক্ষেত্রে।

৪। একটি সাইট তৈরির ক্ষেত্রে নামের সাথে অন্য সকল রিলেটেড সাইটের নাম একই হতে হবে:

হ্যা কথাটা একদম ১০০% সত্যি! সাইট তৈরি করার সময় মূল নাম তথা ডোমেইনের নামের সাথে অন্য থার্ড পার্টি সাইটের নামগুলো মিল রাখতে হবে। প্রায় ৭০% ভিজিটরের এই ধারনা মাথাতে রাখেন না, ভূল করে থাকেন। উদাহরন হিসাবে বলছি- যেমন: আপনার ডোমেইনের নাম হল: pchelplab.com। তাহলে অন্য সকল সাইটের নামও একই হতে হবে যেমন-

২। টুইটার : http://www.twitter.com/pchelplab

৩। গুগল ব্লগস্পট: http://www.pchelplab.blogspot.com

৪। ওয়ার্ডপ্রেস: http://www.pchelplab.wordpress.com

৫। উইবলি: http://www.pchelplab.weebly.com

৬। ফেসবুক: http://www.facebook.com/pchelplab

৭। লিংকডেন: http://www.linkdin.com/pchelplab

৮। ইমেইল এড্রেস: [email protected], [email protected], [email protected]

এবার দেখুনতো এই সকল কাজগুলো যদি একই নামের হয়, তাহলে কত সুন্দর দেখাবে। অর্থাত আপনি ১০০ তে ১০০!! আবার নামটিও ভাল pchelplab মানে- কম্পিউটার বিদ্যা গবেষনাগার। অনেকে এই বিষয় গুলো জানেন না। তারা মনে করেন- প্রথমত একটি নাম/ডোমেইন নিলেই সব মাফ! অন্য কিছুর প্রয়োজন নাই। আসলে এমনটির কারনে ভূলের খেসারত দিতে হয়। তাই অনেকের ডোমেইনের নাম এক রকম, আবার টুইটার, ফেসবুকের লিংক অন্য নামের।

৫। নাম নেওয়ার পূর্বে চেকিং করুন:

উপরের ৪ নং পয়েন্ট অনুযায়ী কথা বলছি। তাই কি নামের ডোমেইন/সাইটের নাম দিবেন তা ঠিক করে নিন। এবং বাকি সব যে নামের একাউন্ট ওপেন করবেন সেই সব সাইটে গিয়ে চেকিং করে নিন কোন নামটি ফাকা আছে কিংবা ব্লক হয়ে গিয়েছে। আমার পরামর্শ হল: প্রথমত গুগল ব্লগ স্পট সাইট ও ওয়ার্ডপ্রেস সাইটে একই নামের একটি ফ্রি ব্লগ ওপেন করবেন। অতপর বাকি সাইটের নাম গুলো রেজি: করে নিবেন তাহলে কেউ পরবর্তীতে রেজি: করে নিতে পারবে না। অতপর পরিশেষে ফ্রি ব্লগের নামের সাথে একটি পেইড ডোমেইন ক্রয় করলেই হবে।

(জ্ঞাতব্য বিষয়: ভাল নামের যদি একটি ফ্রি সাইট ওপেন করেন। তাহলে পরবর্তীতে ঐ নামের ডোমেইন নিতে পারবেন। কারন, বর্তমানে যে নামের ডোমেইন গ্রহন করুন না কেন, সাইট রেস্পন্স হিসাবে অবশ্যই ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পট সাইটে একই নামের সাব ডোমেইন হতে হবে। যদি দেখেন ডোমেইন হিসাবে কোন নাম খালি আছে বাট ফ্রি সাব ডোমেইন হিসাবে ফ্রি ওয়েব সাইট ওপেন করা হয়েছে। তাহলে ঐ নাম বাদ দিতেই হবে।

উদাহরন: মনে করুন ডোমেইন হিসাবে durerbondhu.com নিবেন কিন্তু durerbondhu ডোমেইন নামটি ফাকা অআছে। বাট ওয়ার্ডপ্রেস/ব্লগ স্পট সাইটে উক্ত নামটি ব্যবহার করা হয়েছে তাহলে উক্ত নামটি বাদ দেওয়াই শ্রেয়।

৬। অন্য নামের সাথে সঙ্গতি:

আপনি যে নাম গ্রহন করতে যাচ্ছেন সেই নামের সাথে পূর্বের রেজি:কৃত কোন সাইটের নাম মিলে যাচ্ছ কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন: techtunes.iom নামে সাইট রেজি: করা আছে। কিন্তু আপনি মনে করলেন techtunes24.com নামে ডোমেইন নিবেন। হ্যা নাম ফাকা থাকলে নেওয়া যাবে। কিন্তু ভাল ফলাফল পাবেন না। যেমন: এ্সইও করতে সমস্যা হতে পারে, ভিজিটরেরা কনফিউসে থাকতে পারেন। তাছাড়া যখন গুগলে সার্চ দিবেন সেই ক্ষেত্রে পূরাতন রেজি: কৃত ডোমেইনের লিংক গুলো সবার আগে শো করে। সুতরাং ভিজিটর ভূলবশত আপনার সাইট মনে করে অন্য সাইটে প্রবেশ করতে পারে। মূলত যে গুলো পূরাতন ডোমেইন সেইগুলোর নামের আশে পাশে মিল রেখে রেজি: না করাটাই শ্রেয়! এবং হ্যা ডোমেইন রেজি: করতে হলে অবশ্যই .com এর প্রাধান্য দিবেন। কেউ পাগল নই যিনি .com ব্যতিত অন্য নামে ডোমেইন নেন যেমন- net, org, in ইত্যাদি। যে সব প্রতিষ্ঠান/ওয়েব সাইট ওনার আছেন তারা অধিক পরিচিতি/পপুলারিটির কারনে একই নামে ৩ টি TLD  তে রেজি: করেছেন।

৭। ভাল ডোমেইন প্রভাইডার হতে ডোমেইন নিন:

পরিশেষে মনে করি অআপনি পপুলারিটি পেয়েছেন। এখন একটি ডোমেইন নিবেন। হ্যা ডোমেইনটি ভাল প্রতিষ্ঠান হতে নিবেন। যাতে পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সপার, রিনিউ কিংবা নিজে মডিফাইড করতে পারেন। যদি প্রভাইডার ট্রাষ্টেড না হয় তাহলে হয়ত অআপনার সাধের ডোমেইনটি অন্য কোথাও বিক্রি কিংবা প্রভাইডার নিজের নামে করে নিতে পারেন। So, be carefully! অবশ্য বাংলাদেশে বেশ কয়েকটি ডোমেইন প্রভাইডার রয়েছে যারা বিশ্বস্ত ও সুনামের সাথে ব্যবসা করছে। আপনি সেখান হতে রিভিউ নিতে পারেন।

এই সম্পর্কে টিটিতে একটি টিউন করেছিলাম এখানে

৮। ভাল মানের হোস্টিং

হ্যা ডোমেইনের পাশাপাশি ভাল মানের হোস্টিং নিতে হবে। মনে করি আপনার গুগল ব্লগ স্পট সাইট আছে। সেখানে ভিজিটর প্রায় পার ডে ১,৫০০০ এর মত। তাহলে অবশ্যই আপনাকে ভাল মানের ক্লাউড/শেয়ার্ড হোস্টিং নিতে হবে। দেশী/বিদেশী যে কোন ভাল হোস্টিং প্রভাইডার হতে হোস্ট নিতে পারেন।

হোস্টিং সম্পর্কে একটি পোস্ট করেছিলাম এখানে

৯। SEO করুন!

আপনার সাইট তৈরি করার পর SEO এর দিকে বেশী মনোযোগ দিন। ধীরে ধীরে সাইটটি SEO করুন! এক সময় খুব ভাল ফলাফল পাবেন। মূলত SEO করার কারনে ভাল ভিজিটর ও অ্যালেক্সা রেটিং ভাল পাওয়া যায়। SEO করতে গেলে অআপনাকে Google, Bing, Yahoo সার্চ মেশিনের কথা মাথা রেখে এগোতে হবে। তাহলে উভয় অপটিমাইজেশন হতে ভাল ভিজিটর পাওয়া ফলপ্রসূ হবে।

১০। কপি-কন্টেন্ট পোস্ট পরিহার করুন!

আপনার সাইট নিয়ে যদি অনেক দূর এগোতে চান, পপুলারিটি পেতে চান এবং ইনকামের হিসাব থাকে তাহলে আপনার ব্লগ সাইটে নতুন কিছু করার চিন্তা করুন। এই জন্য কপি-কন্টেন্ট পোস্ট অবশ্যই পরিহার করুন! তবে হ্যা অন্য সাইট হতে যদি কোন পোস্ট ব্যবহার করতে চান তাহলে তা মডিফাইড করে নিতে পারেন, হুবহু নকল করা যাবে না। এবং হ্যা নিজের সাইটটি অন্য কোন জনপ্রিয় সাইটের সাথে Compare করতে থাকুন।

তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। পোস্টটি লিখতে প্রায় ৪ ঘন্টার বেশী সময় ব্যয় করতে হয়েছে। তবুও ভূলের উর্দ্ধে নই, কাজেই ত্রুটি-বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক। যাইহোক টিউন সম্পর্কে কোন অভিমত/পরামর্শ খাকলে কমেন্ট করতে পারেন। এবং হ্যা আমি আছি আমার ক্ষুদ্র ব্লগ সাইটে এখানে

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করবার জন্য খুব ভালো লেখসেন ভাই।

টিটিতে লগিন করলাম আপনাকে একটি ধন্যবাদ জানানোর জন্য। এতো সময় ধরে লিখেছেন, লেখাটি আসলেই ভালো হয়েছে। নতুন যারা তাদের অবশ্যই কাজে আসবে। ধন্যবাদ। চালিয়ে যান।

    @ব্লগার মারুফ: ভা্ইয়া পোস্টটি ভিজিট ও মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ। মারুফ ভাই, আপনার লেখাগুলোও খুব সুন্দর।এতো অল্প বয়সে কয় জনেই বা ইউনিক পোস্ট করে!! ব্যক্তিগতভাবে মনে করি এখানেও শেখার বিষয় রয়েছে। আপনার পোস্টগুলো সময় পেলেই দেখি! অনেক ভাল লেখা আপনার। আশা করি, আরো ভাল পোস্ট পাব আপনার নিকট হতে। ও হ্যা! আরেকটি কথা ভূলে গেছি আপনার পরীক্ষা কেমন হচ্ছে!!

ভালো লিখেছেন

Level 2

good

Level 0

helpful tunes for ner users & Nice post Hoise

ভাই আপনাকে অন্নেক ধন্যবাদ।অনেক কিছু জানতে পারলাম।আর ভাই আমি html,seo,php তথা ওয়েব ডিজাইনিং এর ‘ক’ ও পারি না।
তবুও আবেগের বশে এসে একটা ব্লগস্পট সাইট খুলেছিলাম।কিন্তু আজ পর্যন্ত একটা ভিসিটরো পাই নাই।
১.৫-২ বছর আগের খোলা।একটা আরটিকেল লিখসিলাম কিন্তু ভিসিটর না আসায় আমি আর কিছু লিখি নাই।
আমাকে একটা পথ দেখান।আর Html er বই পড়ি কিন্তু কোথা থেকে কি শুরু করব বুঝতেসি না।।।
আমার সেই ২ বছর পুরান সাইট!!!,
Fullsoftsarena.blogspot.com

টিউনের জন্য আবারো ধন্যবাদ।।।

    @জিয়া উদ্দিন আহমাদ: ধন্যবাদ। এত সহজেই ভাই হাল ছেড়ে দিলে হয়। আর হ্যা নিজের ব্লগ চালাতে এতসব html,seo,php মুখস্ত কিংবা প্রয়োগ করার দরকার নাই। তবে একটু জানা ভাল। আচ্ছা টিটিতে যারা পোস্ট লিখছেন তারা কি সবাই কম্পিউটার প্রকৌশলী, কম্পিউটার নিয়ে লেখাপড়া করছে!! দেখুন এই সব বিষয়ে অনেকেই রিলেটেড না হয়েও কত ভাল সব পোস্ট করছেন। হ্যা যারা এই বিষয়ে নিয়ে পড়েছেন বা জানেন তারা প্রফেশনাল!! আসলে আমার জানামতে এমন কিছু ভিজিটরের সাইট রয়েছে যারা অতটা দক্ষ নই, কিন্তু তাদের সাইটে ভাল ভিজিটর আছে। So, আপনি নতুন করে শুরু করেন। এই হিসাবে আপনি নিজে প্রথমে ব্লগ শুরু করুন ফ্রিভাবে ওয়ার্ড.কম কিংবা ব্লগস্পট সাইটে। এখানে ততটা জ্ঞানের প্রয়োজন নাই। এই বিষয়ে টিটিতে অনকে টিউটোরিয়াল আছে, সেইগুলো দেখত পারেন। আপনার সাইটে নিয়মিত না হলেও ৩ দিন পর ১/২টি পোস্ট লিখুন, সাইটের লিংক ফেসবুক, টুইটার, ডিগ বন্ধুদরে মাঝে শেয়ার করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে ভিজিটর পাচ্ছেন। প্রথমত ফ্রি ব্লগে কাজ করা শিখুন, অতপর প্রেইড হোস্টিং ও ডোমেইনে কাজ শুরু করতে পারেন। এবং হ্যা ব্লগ করতে এত Html er অযথা ব্যবহারের প্রয়েজন নাই।
    সবশেষে সাইটের একটি ভাল নামের দিকে নজর রাখবেন। So, নতুন করে ট্রাই করতে পারেন।

dhonnobad onek valo lekchen 😀

Level 3

ভাইয়া অনেক সুন্দর লিখেছেন পড়ে খুব ভাল লাগল । নামের সাথে মিল রেখে অনেক কিছুই শিখালেন
ভাই কিন্তু আপনার নামটা অনেক সুন্দর।

    @santokhan: হ্যা আপনার মন্তব্যও অনেক চমতকার। তথাপি আপনার প্রকৌশল বিদ্যা কেমন চলছে। অনেক দিন পূর্বে আপনার ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে বেশ কয়েকটি পোস্ট পড়েছিলাম। ভাল লেগেছিল। তাই স্মরন হল।-অনেক অনেক ধন্যবাদ।

খুব উপকার হল ভাই ফেরিওয়ালা..ধন্যবাদ আপনাকে।।

আপনি কি অনলাইন ওয়েব সাইট তৈরি করতে চান !
http://www.digitalmathbaria.com/web-design/

    বিক্রয় ডট কমের অনুরুপ সাইট ডেভেলপ করে দিতে পারবেন, কত খরচ পড়বে?? আপনাদের মঠবাড়িয়া কোথায়??