হোস্টিং নিয়ে মেগা পোস্ট ও সাত কাহন! যারা হোস্টিং নিবেন, তাদের জন্য কাজে আসবে!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভিজিটর বন্ধু আপনারা সবাই ভাল আছেন। গতকালকের পোস্টে আলোচনা করা হয়েছিল ডোমেইন নিয়ে। আজকের পর্বে আলোচনা হোস্টিং নিয়ে।

গতকালকের পর্বে ডোমেইন বিষয় নিয়ে বিশেষ করে দেশী-বিদেশী প্রোভাইদের সুবিধা-অসুবিধা নিয়ে যে আলোচনা হয়েছিল আজকের পোস্টে হোস্টিং বিষয়েও তাই থাকবে!!

প্রথমেই জেনে নিই হোস্টিং কি?

সহজভাবে বলতে গেলে হোস্টিং হচ্ছে ওয়েব স্পেস। উদাহরন দিয়ে বলা যায়: আপনার পিসিতে যাবতীয় ফাইল, গান, মুভি কোথায় সেইভ হয় এবং কোথা হতে অপারেট করেন? নিশ্চয়ই হার্ডডিস্ক হতে। হ্যা হোস্টিং হচ্ছে হার্ডডিস্কের মত অনুরুপ যেখানে আপনার সাইটের যাবতীয় ফাইল, ডাটাবেজ সব কিছুই সেখানে আপলোড করা থাকে। এবং ভিজিটরগণ যখন আপনার সাইটে প্রবেশ করেন তখন আপনার ওয়েব স্পেস টুকু ব্যবহার ও কার্যক্ষতা চলতে থাকে। ওয়েব স্পেসে মূলত দুটি দিক থাকে তথারুপ: কত স্পেস বরাদ্দ ও ব্যান্ডউইথ। এই বিষয়গুলির সাথে অন্যান্য বিষয়াবলী নিচে আলোচনা করছি।

Server O/S : সার্ভার অপারেটিং সিস্টেম প্রধানত windows এবং Linux এর হয়। তবে বেশীরভাগ Linux ই ব্যবহার করা হয়। অপারেটিং সিস্টেম আপনার হোস্টিং এ তেমন কোনো প্রভাব ফেলবেনা।

Space: স্পেস বলতে বুঝায় আপনার সাইট এর জন্য কত টুকু জায়গার প্রয়োজন ততটুকু নেওয়া। সাধারণত একটি নরমাল সাইট এর জন্য ২৫০ এমবি স্পেস ই যথেষ্ট। তবে বেশিরভাগ হোস্টিং প্রভাইডার ৫০০ এমবি থেকে হোস্টিং প্যাকেজ তৈরী করে। আপনি আপনার চাহিদা আনুযায়ী স্পেস কিনতে পারেন যেমন ৫০০ এমবি, ১ জিবি, ২ জিবি ইত্যাদি।

Bandwidth: প্রথমে জানি আসলে ব্যান্ডউইথ টা কি? ব্যান্ডউইথ হল আপনার সাইট এর ভিসিটরের কম্পিউটারের সাথে সাইট এর সার্ভার এর আদান প্রদানক্রিত ডাটা। ধরুন আপনাকে ১ জিবি স্পেস এর সাথে মান্থলি ১০ জিবি ব্যান্ডউইথ দেওয়া হল। এখন আপনার সাইট এর একটি পেজ এর সাইজ ২০ কেবি এখন কোনো ভিসিটর আপনার ঐ পেজটি ভিসিট করলে আপনার ব্যান্ডউইথ থেকে ২০ কেবি মাইনাস হয়ে যাবে এইভাবে ধরুন ১০০ জন উক্ত পেজটি ব্রাউজ করল সুতরাং ২ এমবি ১০ জিবি ব্যান্ডউইথ থেকে কাটা যাবে। ব্যান্ডউইথ সাধারণত মান্থলি হিসাবে হিসাব করা হয়।

Server up time: আপনি একটি জিনিশ খেয়াল করলে দেখবেন প্রায় সব হোস্টিং প্রভাইডার ৯৯% সার্ভার আপটাইম দেখায়। এখন জেনে নেওয়া যাক সার্ভার আপটাইম কি সার্ভার আপটাইম হল আপনার সাইট কতটা সময় ধরে আপ এন্ড রানিং থাকবে। আপটাইম যত বেশি হবে তত ভালো হবে।

হোস্টিং প্রকারভেদ: হোস্টিং মুলত তিন ধরনের জথাঃ ১. শেয়ার্ড ২. ভিপিএস ৩. ডেডিকেটেড সব চেয়ে কম মূল্যের হোস্টিং হল শেয়ার্ড হোস্টিং। একটি নরমাল সাইট চালানোর জন্য শেয়ার্ড হোস্টিং ই যথেষ্ট। শেয়ার্ড হোস্টিং এর ভিসিটর ধারন খমতা প্রায় চল্লিশ হাজার। তবে যদি সাইট খুব লোড হয় এবং ট্রাফিক বেশি হয় তাহলে ভিপিএস অথবা ডেডিকেটেড হোস্টিং এ সরিয়ে নিতে হয়।

আনলিমিটেড বৈশিষ্ট: অনেকেই আনলিমিটেড হোস্টিং , ব্যান্ডউইথ, ইমেইল দেখেই উল্লাসিত হয়ে পরে তবে বলে রাখা ভাল আনলিমিটেড বলতে কিছু নেই। এর নির্দিষ্ট একটি লিমিট আছে। আর আনলিমিটেড ইমেইল এর ক্ষেত্রে একি কথা ইমেইল গুলো কিন্তু আপনার হোস্টিং স্পেস দখল করবে। তবে ইমেইল এর ক্ষেত্রে গুগল অ্যাপ ব্যবহার করা যেতে পারে এতে আপনি প্রত্যক একাউন্ট এর জন্য ৫ জিবি করে জায়গা পাবেন।

কোথা হতে হোস্টিং নিবেন?

হ্যা অনেকে হয়ত ডোমেইনের মতই কোথা হতে হোস্ট গ্রহন করবেন সেটি ভাবছেন। গতকালকের পোস্টে যে সকল ডোমেইন প্রভাইডারগণের নাম পরিচয় দিয়েছিলাম তাদের সবাই হোস্টিং ব্যবসা করেন। সেখান হতে নিতে পারেন-  Hostmight, Host clation, Hostpair, serverbd, Tutohost ।  অপরদিকে যারা স্টুডেন্ট তারা bytebull, namecheap সাইট দেখতে পারেন। এখানে স্টুডেন্ট হোস্টিং গুলো ৫০০/- হতে শুরু! (মূলত স্টুডেন্ট প্যাকেজের দাম অনেক কম এবং তবে ব্যবহারের কিছুটা সীমাবদ্ধতা আছে।) তাছাড়া এখানে একটি সমস্যা হল পিএইচপি ডাটাবেজ কোনভাবেই ১২ এমবির বেশী ব্যবহার করতে পারবেন না। ১২ এমবির বেশী হলে ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করতে পারবেন না নিম্নরুপ বার্তা দিবে। বর্তমানে অনেক প্রোভাইডারগণ কমিশন/ছাড় হিসাবে বিভিন্ন প্যাকেজ অফার করছে আপনারা সেটি গ্রহন করতে পারেন। একটি কথা মনে রাখবেন কেউ ১ জিবি হোস্টিং ব্যয় ধরছেন ৯০০/- কেউবা ১১০০/-। তাছাড়া টেকটিউন্স সাইটে দেখবেন, বিভিন্ন কোম্পানী তাদের হোস্টিং ও ডোমেইন নিয়ে স্পন্সর পোস্ট পাবলিশ করেছে। সেইগুলো রিভিউ দেখে নিতে পারেন। তবে সবচেয়ে ভাল হয় আপনি যেখান হতে সার্ভিস নিবেন, সেখানকার ক্লায়েন্টদের সাথে আলোচনা করে, তাদের সাইট রিভিউ দেখলে ভাল হয়।

(বি:দ্র- দেশী প্রভাইডার হিসাবে আমি যেসব সাইটের নাম দিয়েছি তা অনলাইন, ফেসবুক ও পাঠক রিভিউ অনুযায়ী সাজিয়েছি। So, আমাকে হোস্টিং ব্যবসায়ী মনে করে কেউ ভূল করেন না।  যদি হোস্টিং ব্যবসার সাথে জড়িত থাকতাম তাহলে টিটিতে আমার হোস্টিং সম্পর্কে একটি স্পন্সর পোস্ট করতাম।)

বিদেশী হোস্টিং প্রোভাইডার:

Hostgrater, bytehost, fatcow, godady ইত্যাদি নামকরা কোম্পানী। কিন্তু এখান হতে নিতে হলে অআপনাকে অবশ্যই ভিসা, পেপাল কার্ড লাগবে।তবে এদের সার্ভারগুলো খুবই ভাল। সমস্যা বলতে বছর শেষে রিনিউ করতে গেলে ফি বৃদ্ধি করে নেই।

তবে হোস্টিং প্যাকেজ অনুযায়ী যাদের দাম বেশী তাদের সার্ভিসটা ভাল মানের। আপনি যেখান হতে হোস্টিং গ্রহন করুন  নিম্নরুপ বিষয়াবলী তাদের হতে জেনে নেওয়া ভাল-

১। প্রথমে শেয়ার্ড হোস্টিং গ্রহন করুন স্বল্পভাবে যেমন ৫০০ এমবি কিংবা ১ জিবির প্যাকেজ নিন। পরবর্তীতে সাইট পপুলার হলে স্পেস বৃদ্ধি করুন কিংবা শেয়ার্ড হোস্টিং হতে

ভিপিএস হোস্টিং এ- চলে যান। মূলত একটি সাইটে যদি ইউনিক ভিজিটর প্রতিদিনে ১২০০ এর উপর হয় তাহলে ভিপিএস হোস্টিং গ্রহন করাটা ভাল।

২। তারা যে হোস্টিং দিচ্ছেন তাদের সার্ভার কোথায়? সার্ভার কনফিগারেশন হিসাবে কত মেমোরি, হার্ডওয়্যার ব্যবহৃত হচ্ছে।

৩। তাদের সার্ভিস কেমন? সার্ভার স্পীড কতটুকু, ডাউন টাইম, আপটাইম কিরুপ?

৪। তাদের হোস্টিংয়ে কতটি ডোমেইন যুক্ত করা যাবে, ফরওয়াডিং করা যাবে, কতটি পিএইচপি মেমোরি যুক্ত করা যাবে ইত্যাদি।

৫। সাইট হতে ডাটা সমূহ পরবর্তীতে অন্যত্র ট্রান্সপার করা যাবে কি? সাইটে সফটা ক্লাউস বা অন্য সফট: ব্যবহারের পদ্ধতি আছে কি?

৬। কোন হিডেন চার্জ, রিনিউ ফি কত তা জেনে নিন।

৭। তারা যে হোস্ট দিচ্ছেন এটি তাদের নিজস্ব সার্ভর নাকি অন্য জায়গা হতে শেয়ার্ড নিয়ে পূনরায় শেয়ার্ড করছেন। হ্যা যারা শেয়ার হোস্টিং হতে শেয়ার্ড করে থাকেন তাদের হতে হোস্ট না নেওয়াই ভাল। কারন এরুপ ক্ষেত্রে সাইটের ভাল গতি পাবেন না। সব সময়ই ডাউনটাইম থাকবে। সুতরাং যাচাই-বাছাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

তাহলে বন্ধুরা আজ এই র্পন্তই। পোস্টটি পড়ে সামান্যতম উপকারে আসলেও নিজেদের পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব। পরিশেষে পোস্টটি সম্পর্কে কোন কমেন্ট থাকলে তা জানাতে পারেন। সবাই ভাল থাকুন, পরবর্তীতে সাক্ষাত হবে। -আল্লাহ হাফেয-

উল্লেখ্য এই পোস্টটি সর্বপ্রথম পাবলিশ করেছিলাম পিসি হেল্প লাইন সাইটে এখানে

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগের পোস্ট টার মত এইটাও চমৎকার

আমার কাছে ভাল লাগলো না। অনেক তথ্যের অভাব দেখছি। যত সব মনগড়া লেখা!!

    @অচেনা পথিক: ধন্যবাদ। তাহলে এই সম্পর্কে একটি পোস্ট করার অনুরোধ রাখছি।

nice post .thanks for share it

ফেরী ওয়ালা @ ame akta hosting server thaka 2ta host panel kolce … but akte cpanel a loging hoy. 2nd ta mobile dea hoy and all pc dea hoy but amar pc dea hoy na .akon ke korta pare

    @জহিরুল ইসলাম: আপনি যেখান হতে হোস্টিং নিয়েছেন সেখানে সমস্যা অবহিত করুন। আমার জানামতে শেয়ার্ড হোস্টিং হিসাবে একটি সার্ভারে একটি প্যানেল/লগইন ব্যবস্থা থাকে! কিন্তু আপনি বলছেন দুটি!! তাহলে কি রিসেলারের ব্যবসা করেন!!! Extrange! –
    মন্তব্যর জন্য ধন্যবাদ।

অন্য যেকোনো হোস্টিং কোম্পানি থেকে, আমি মনে করি, গ্রীন হোস্টিং অনেক ভালো। তারা হোস্ট গেটর এর সার্ভার ব্যবহার করে।

    @আলামগীর খান: ধন্যবাদ। অনেকের কাছেই শুনছি নতুন হিসাবে সাইটটির রিভিউ বেশ ভাল। তবে অআমার জানামতে একটি সমস্যা আছে তাহলো: শেয়ার্ড হোস্টিং হিসাবে মাত্র একটি ডোমেইন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অপরদিকে ফ্রি ডোমেইন ইনক্লুডেড করা হয় না।

Level 0

ভাই আপনার পোষ্টগুলো খুবই ভালো লাগলো। এক নি:শ্বাসে সব পোষ্ট দেখে ফেল্লাম। অনেক দিন থেকেই ভাবছি একটি এমাজন এফিলিয়েট ওয়েব সাইট করব। পরবর্তীতে নিজেই নিজের সাইটের সিইও’র কাজ করবো। কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলাম যারা সততার সহিত কাজটি সম্পূর্ণ করে দিবে।কারণ এই সম্পর্কে অভিজ্ঞতা তেমন একটা নেই বললেই চলে, যে কেউ চাইলে মামু বানাইয়া (ধোকা) দিতে পারবে।এখন আমার দরকার খরচের একটা ধারণা।হোষ্টিংয়ের পরবর্তী প্রতি বছর কি রকম খরচ হবে তাও জানাতে হবে। ওয়েব ডেভেলপ থেকে শুরু করে হোষ্টিং পর্যন্ত সব কিছু করতে হবে। ডোমেইন সিলেকশনের কাজটা শুধু আমি করে দিব।এব্যাপারে আপনার উপদেশ চাই।

    @Nurul Azim: ধন্যবাদ। আপনার কিছু অভিমতকে স্বাগত জানাই। অনেকটা আপনার ধরনার মত আমিও আমার সাইট নিয়ে বিজ আছি।
    ১।এমাজন অ্যাফিলিয়েড করতে হলে আপনার সাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে যেমন পার ডে ১০০০।
    ২। এবং যে সাইটই করুন না কেন তাহা SEO এর উপর প্রাধান্য দিতে হবে।
    ৩। হ্যা এই রকম অনেক অসাধু ব্যবসায়ী আছেন যাদের কথার সাথে কাজের মিল নাই। তবে বেশ কিছু প্রভাইডার ভাল সার্ভিস দিচ্ছেন। তবে সাইট বানাতে গেলে প্রাথমিকভাবে সাইট ডিজাইন/টেমপ্লেট না হলেও চলবে। সাইটের পপুলারিটি হলে পরবর্তীতে বাকি কাজ করতে পারবেন।
    ৪। হ্যা যারা ভাল প্রভাইডার তাদের হোস্টিং খরচ প্রতিবছর একই হবে, কোন লুকায়িত চার্জ নাই। তবে হোস্টিং যদি আপগ্রেটেড যেমন- ১ জিবি হতে ২ জিবি কিংবা শেয়ার্ড হোস্টিং হতে ক্লাউডে যান তাহলে ফি পরিবর্তিত হয়ে থাকে।
    ৫। কম দামী হোস্টিং হতে একটি বেশী দামি হোস্টিং নেওয়াটাই শ্রেয়। অর্থাত ১ জিবি বছরে ৬০০/- টাকার হইতে ৯০০/- যারা অফার দিচ্ছেন তাদেরটি গ্রহন করা শ্রেয়। কারন, তাদের সার্ভিস ও হোস্ট সিস্টেম অনেক আধুনিক।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করার জন্য।

    @মোঃ আলমগীর হোসেন: আপনাকেও ধন্যবাদ, পোস্টটি ভিজিট করার জন্য।