সবাইকে সালাম ও শুভেচ্ছা। ৮তম পোস্টে সবাইকে সুস্বাগতম। অাশা করি ভিজিটর বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। এই পোস্টে কি সম্পর্কে আলোচনা করব তা পোস্টের শিরোনাম দেখেই অনেকে বুঝতে পেরেছেন। বর্তমান হাল সময়ে কাজের তাগিদে কিংবা শখের বশে অনেকেই ডোমেইন ক্রয় করে থাকেন। এই ডোমেইন গুলো ক্রয় করে অনেকেই প্রাথমিকভাবে ট্রায়াল প্রোজেক্ট হিসাবে কাজ করে থাকেন। ফলে পরবর্তীতে অনেকেই ডোমেইনের নবায়ন (Renew) করেন না কিংবা অন্যত্র ট্রান্সপার করে দেন। যার ফলশ্রুতিতে ঐ ডোমেইন নষ্ট হয়ে যায় কিংবা মালিকানা বদল করে ফেলেন।
যাই হোক পরবর্তীতে ডোমেইন নিয়ে কাজ করার আমরা অনেকেই সখের বশে কিংবা কোন কাজে ডোমেইন কিনে থাকি যা পরে আগ্রহ হারিয়ে ফেললে আর কোন খবর রাখি না কিংবা রিনিউ করি না ফলে ডোমেইন টি Date Expire হয়ে যায়। এই ডোমেইন গুলোর পরে কি হয় বেশির ভাগ ICNNA রেজিস্ট্রাররা একটা সময় দেয় যার মধ্যে আপনি কিছু Extra Fee দিয়ে এগুলো পূনরায় আপনি রেনিউ করতে পারবেন আর যারা করেন না তাদের ডোমেইন গুল আর সরাসরি কেও কিনতে পারবেনা কিন্তু কোম্পানি এগুলো নিলাম এ বেসি দামে বিক্রি করে। এবার চিন্তা করে দেখুন এতে আপনার কোন লাভ তো নাই, তাহলে লস করবেন কেন, ডোমেইন গুলো বিক্রি করে দেন এখানে যা মূল্য পাবেন তাই তো আপনার জন্য ভাল। অনেকেই বুঝতে পারেন না ডোমেইন নিয়ে কাজ না করলে কি করবেন?
আমরা অনেকেই সখের বশে কিংবা কোন কাজে ডোমেইন কিনে থাকি যা পরে আগ্রহ হারিয়ে ফেললে আর কোন খবর রাখি না কিংবা রিনিউ করি না ফলে ডোমেইন টি Date Expire হয়ে যায়। এই ডোমেইন গুলোর পরে কি হয় বেশির ভাগ ICNNA রেজিস্ট্রাররা একটা সময় দেয় যার মধ্যে আপনি কিছু Extra Fee দিয়ে এগুলো পূনরায় আপনি রেনিউ করতে পারবেন আর যারা করেন না তাদের ডোমেইন গুল আর সরাসরি কেও কিনতে পারবেনা কিন্তু কোম্পানি এগুলো নিলাম এ বেসি দামে বিক্রি করে। এবার চিন্তা করে দেখুন এতে আপনার কোন লাভ তো নাই, তাহলে লস করবেন কেন, ডোমেইন গুলো বিক্রি করে দেন এখানে যা মূল্য পাবেন তাই তো আপনার জন্য ভাল। অনেকেই বুঝতে পারেন না ডোমেইন নিয়ে কাজ না করলে কি করবেন?
Sedo তে একটু ঝামেলা আছে এতে ডোমেইন টি যে আপনার তার ভেরিফিকেশন লাগে, Afternic এ আবার এই সমসসা নাই তাই এই দুটি থেকে যেকোনো একটি তে আপনি লিস্টিং করে দিলে আপনি আপনার ডোমেইন টি বিক্রি করতে পারবেন। এজন্য আপনাকে কিছু ফী দিতে হবে তাদেরকে। তাছাড়া আরো অনেক ডোমেইন ব্রোকার আছে তবে তাদেরকে পূর্ব হতে পে দিতেহয় হয় তাই ঐখানে না যাওয়াটাই ভালো।
আরেকটি উপায় হলো ডোমেইনকে কিছু টাকার বিনিময়ে আপনি মালিকানা অন্য কারোর নিকট Transfer করে দিতে পারেন।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
হ্যা বন্ধুরা যা দেখছেন তা সত্যিই!! আমার/আমাদের একটি ডোমেইন বিক্রি করব। আসলে এটি কোন প্রফেশনাল মার্কেটিং হিসাবে প্রচার করছিনা, কারন আমি বিজনেস রিলেটেডের কেউ নই। আপনাদের মতই একজন ব্লগার, বাট অনেক ক্ষুদ্র!!
ভেবে দেখলাম যে, কোন কারনে ডোমেইনটি যদি অন্য কোন প্রযুক্তি প্রেমীর উপকারে আসে তাহলে সামান্য হলেও ভালো লাগবে। সত্যিকার কথা বলতে কি- সম্মানীত ভিজিটর বন্ধুগণ, প্রায় ৮-৯ মাসের বেশী সময় ধরে ব্লগে একটু অনিয়মিত ভাবেই লিখছি। এর কারন হল আমি ও আমার বন্ধুরা গত বছর একটি ডোমেইন ও হোস্টিং ক্রয় করেছিলাম ব্লগ সাইট তৈরি করার প্রোজেক্ট হিসাবে। এত দিনে লেখাপড়া ও ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ওয়ার্ডপ্রেস, জুমলা, এইচটিএমএল সাইট নিয়ে নিজেরা অনেকটা গবেষনা হিসাবে কাজ করেছি। আলহামদুলিল্লাহ! দীর্ঘ এই কয়েক মাসে আমরা অনেকটাই সফল হয়েছি, অনেক অনেক কিছুই শিখতে পেরেছি।সুতরাং টেকটিউন্স এর সম্মানীত লেখক, ভিজিটরদের নিকট হতে অনুপ্রেরনা পেয়েছি ও অনেক কিছু শিখেছি। সেই জন্য সবাইকে অসংখ্যক ধন্যবাদ জ্ঞাপণ করছি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
স্বল্প মূল্যে আপনার মনের মত করে ওয়েবসাইট, ব্লগ, ডাউনলোড সাইট, নিউজপেপার সাইট, কোম্পানি সাইট ডিজাইন করে দিবো। একবার আমাদের পেজ ভিসিট করে আমাদের বানানো সাইট গুলো দেখে আসুন। Get A Website । আমারা আপনার ভালো লাগার জন্য বদ্ধপরিকর।