পর্ব ৫: কিভাবে ওয়ার্ডপ্রেসের তৈরী ব্লগকে সম্পূর্ণ বাংলায় পরিণত করবেন

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল"]

ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলা করতে যা প্রয়োজন হবেঃ
* আপলোড করার সফট্ওয়ার (Filezilla) ডাউনলোড লিংক
* .mo ফাইল , ডাউনলোড লিংক

প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com ---> htdocs ---> wp-contents ---> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে-- এখন দুইভাবে করা যাবে

(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define ('WPLANG', ''); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define ('WPLANG', 'rm2334'); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define ('WPLANG', ''); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define ('WPLANG', 'rm2334'); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com ---> htdocs ---> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে

তারপরেও যদি বাংলা না দেখা যায় তবে এ নিয়মে করতে পারেন

প্রথমে .mo ফাইলটি ডাউনলোড করুন এবং Filezilla দিয়ে আপনার রুটে প্রবেশ করুন , রুটটি হলো yourdomain.com ---> htdocs ---> wp-contents ---> এইখানে একটি ফোল্ডার বানান , ফোল্ডার বানাতে মাউসের ডান বাটন ক্লিক করে Creat Directory তে ক্লিক করুন , ফেল্ডারটির নাম দিন languages এবং এই languages ফোল্ডারে rm2334.mo আপলোড করে দিন। এবার রুট থেকে ব্যাকে আসুন লেখা আসবে languages , plugins , themes, আবার ব্যাকে আসুন শো করবে wp-contents , wp-admin , wp-includes ইত্যাদি এর নিচে config.php ফাইলটি খুজুন , খুজে পেলে-- এখন দুইভাবে করা যাবে

(১) ফাইলটির উপর ডান বাটন ক্লিক করুন view and edit এ ক্লিক করুন ফাইলটি কোড ইডিটর সফ্টওয়ার(Macro Media Dream weaver বা এই জাতীয় সফ্টওয়ার) থাকলে ওপেন হবে define define('DB_CHARSET', ''); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define('DB_CHARSET', 'UTF-8'); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন , সেভ করতে গেলে লেখা আসবে Finish Editing and Delete Local , এখানে টিক দিয়ে yes দিন . স্ক্রিনসট দেখুন

(২) ফাইলটি ডাউনলোড করুন , তারপর নোটপ্যাড এর মাধ্যমে ফাইলটি ওপেন করুন , এখন define define('DB_CHARSET', ''); এই কোডটুকু খুজে বের করুন তারপর এই কোডের উপর define define('DB_CHARSET', 'UTF-8'); এইকোড টুকু রিপ্লেস করুন , ফাইলটি সেভ করুন এবং এই ফাইলটি পুনরায় yourdomain.com ---> htdocs ---> এই রুটে আপলোড করুন , ফাইলটি আপলোড করতে গেলে রিপ্লেস করতে বলবে রিপ্লেস করুন। আপলোড বা Filezilla ব্যবহার করার নিয়ম জানতে এই পোষ্টটি পড়ুন অথবা এইখান থেকেও পড়তে পারেন
ব্যাস হয়ে গেল , এখন আপনার ড্যাসবোর্ডটি চেক করুন দেখুন হয়ে গেছে

লেখাটি আগে আমার ব্লগে প্রকাশ করা হয়েছিল : http://bn.rm2334.cz.cc/?p=326

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এক লেখাই দুইবার হয়ে গেছে, ঠিক করুন। বাংলা করতে আমার মনে হয় একটু সমস্যা হবে (কারণ আমি আপনার ব্লগ দেখে আগে একবার চেষ্ঠা করেছিলাম), হলে জানাব…

লিংকটা কই?

ডাউনলোড লিংকটা কই?

    ভাই সাহস করে বলেই ফেল্লাম, আপনার এভাটার টা অনেক সুন্দর……..

    Keyboard not Found!
    Press any key to continue…

    লিংকটা দেয়া হয়েছে

Level 0

টিউন টি Edit করুন ।

সহমত।

ভাই বাংলার খুব সমস্যা হচ্ছে

    ভাই আমার তো সব কিছু বাংলাতে আসে না।

    যেমন- লগইন এগুলো কিভাবে বাংলা করব?

SM Tawhidul Islam Rajib ভাই তারপর ও চালিয়ে যান।

good job

ami almost try kortesi amar jonno arekta new style banaite

এইটা ওয়ার্ডপ্রেস ৩.০ ভার্সনে ভালো কাজ করবে

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ তাউহিদুল ইসলাম ভাই। কোর্সটা কম্প্লিট করুন।ভালই লাগছে। তবে বাংলা লেখাগুলো সব জায়গায় সঠিক ভাবে হচ্ছে না।

হুম সমস্যা হচ্ছে , ওয়ার্ডপ্রেসে এই ধরনের সমস্যা হয় কোন টিউন ইডিট করতে গেলে হয় লেখা ডাবল হয়ে যাবে নয়ত কিছু লেখা কেটে যাবে

রাজিব ভাই আমি আপনার পোস্ট দেখে কাজ করলাম কিন্তু আমার প্রবলেম হচ্ছে config ফাইল টি আপলোড করার সময় error দেখায় “Critical file transfer error”।
এখন কি করব।

    তাহলে config.php ফাইলটি সম্পূর্ন কাজ করা হয়ে গেলে সার্ভার থেকে config.php ফাইলটি ডিলেট করুন এবং পুনরায় সম্পাদনকৃত config.php ফাইলটি আপলোড করে দিন

    SM Tawhidul Islam Rajib says:

তাহলে config.php ফাইলটি সম্পূর্ন কাজ করা হয়ে গেলে সার্ভার থেকে config.php ফাইলটি ডিলেট করুন এবং পুনরায় সম্পাদনকৃত config.php ফাইলটি আপলোড করে দিন

Thanks for your share.

ভাই লোকালএ কি ভাবে কোরবো বোলবেন কি?????